প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অভিযোগপত্র
১৩ এপ্রিল ২০২৩কয়েকদিন আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন ফকির। ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মামলার আসামি রাজিব মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ইমাম হোসেনের ছেলে। তিনি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। রাজিবের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় আরও চারটি মামলা রয়েছে।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ‘আসামি রাজিব সুপ্রিম কোর্টের মত গুরুত্বপূর্ণ এলাকায় কোনো রকম অনুমতি ছাড়া চাকুসহ প্রবেশ করেন, যা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ'৷ অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে মোট ৯ জনকে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ গতবছরের ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। পরে আলোচনা সভা থেকে কাফনের কাপড় ও ধারালো চাকুসহ শহিদুজ্জামান রাজিবকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান এই মামলা করলে পরদিন ২৯ সেপ্টেম্বর আসামি রাজিবকে আদালতে হাজির করা হয়। দুই দিনের রিমান্ডে নিয়ে পুলিশ রাজিবকে জিজ্ঞাসাবাদ করে। বিচারক রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেকে/কেএম