1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকার

৫ আগস্ট ২০১২

বাংলাদেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক মনে করেন প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের প্রতি বিএনপির ইতিবাচক হয়ে সমঝোতায় যাওয়া উচিত৷

ছবি: AP

তিনি মনে করেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের যে প্রস্তাব দিয়েছেন তার মধ্য দিয়েই রাজনৈতিক সমঝোতা হবে৷ এবং এই সমঝোতা খুব বেশি দূরে নয়৷ তবে তিনি মনে করেন, নির্বাচনকালীন সরকার যে রকমই হোক না কেন তার প্রধান যেন হন নির্দলীয় এবং নিরপেক্ষ৷

ব্যারিস্টার রফিক-উল হক মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট কেটে যাবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় যে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছেন তার মধ্যেই রয়েছে সমঝোতার সুবাতাস৷ তিনি বলেন, এখন বিএনপির উচিত প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখে সমঝোতার জন্য এগিয়ে যাওয়া৷

ব্যারিস্টার রফিক শনিবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, এখন যা দরকার তা হলো, অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা শুরু করা৷ এর রূপরেখা কেমন হবে, কার অংশগ্রহণ কেমন হবে, তা নিয়ে আলোচনা করতে হবে৷ তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি হওয়াই ভাল৷

তিনি বলেন রাজনীতিতে সঙ্কট নিরসনের আভাস যখন দেখা গেছে তখন সবাইকেই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে৷ বন্ধ করতে হবে ব্যক্তিগত আক্রমণ৷

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই যদি অন্তর্বর্তী সরকারের প্রধান হন তাহলে তা আর নিরপেক্ষ থাকে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ