1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রীর হাস্যকর কৌতুক

৯ জানুয়ারি ২০১৮

রাজনৈতিক কথা বলতে হলে কাট আউটের সঙ্গে বলুন৷ অভিনব! বিরক্তিকর! পাগলামো!

Prayut Chan-O-Cha
ছবি: Getty Images/AFP/T.C. Sothy

থাইল্যান্ডের হাওয়ায় এখন ভেসে বেড়াচ্ছে এই প্রশ্নগুলো৷ কারণ, দেশের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা সাংবাদিক বৈঠকে এসেছিলেন নিজের প্রমাণ সাইজের কাট আউট নিয়ে৷ নিজের বক্তব্য শেষ করে সাংবাদিকদের তিনি বলেন, এরপর আর কোনও রাজনৈতিক প্রশ্ন থাকলে ওই কাট আউটকেই করতে হবে৷ এরপর মাইক্রোফোনটি কাট আউটের সামনে রেখে তিনি চলে যান৷

হতবাক সাংবাদিকেরা এরপর খানিক হাসাহাসি করে ফিরে যান৷

কিন্তু প্রয়ুথবিরোধী গোষ্ঠীর মতে, এটা হাসাহাসি করার বিষয় নয়৷ তাঁরা মনে করেন, দেশের প্রধানমন্ত্রী যদি রাজনৈতিক প্রশ্ন শুনতে না চান, তাহলে তাঁর ক্ষমতায় থাকা উচিত নয়৷ ইতিমধ্যেই ফেসবুকে প্রয়ুথবিরোধীরা এই মর্মে স্টেটাস পোস্ট করেছেন৷

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর মস্করা!

00:24

This browser does not support the video element.

অন্যদিকে প্রয়ুথের পারিষদেরা জানিয়েছেন, মূলত ‘শিশু দিবস' নিয়ে কথা বলার জন্যই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রয়ুথ৷ সে কারণেই রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি৷ বরাবরই সাংবাদিক বৈঠকে এ ধরনের নানা মজা তিনি করে থাকেন৷ ফলে বিষয়টিকে জটিল করার অর্থ নেই৷

২০১৪ সালে রক্তহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন প্রয়ুথ৷ তিনি ছিলেন থাইল্যান্ডের সেনা প্রধান৷ ক্ষমতায় আসার পর থেকে দেশে কোনো নির্বাচন হয়নি৷ যদিও কথা দিয়েছেন, আগামী নভেম্বর মাসে নির্বাচন হবে৷ কিন্তু অনেকেই সে গুড়েও বালি দেখছেন৷

বস্তুত ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিকদের সঙ্গে একের পর এক হাস্যকর ব্যবহার তিনি করেছেন৷ একটি বৈঠকে সাউন্ড বাইট নেওয়ার জন্য তাঁর সামনে নিলডাউন হয়ে বসেছিলেন এক সাউন্ড টেকনিশিয়ন৷ প্রয়ুথ সেই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে কান ধরে টেনে হাস্যকর ব্যাপার ঘটিয়েছিলেন৷ পরবর্তীকালে এক চিত্র সাংবাদিকের ক্যামেরার দিকে কলার খোসা ছুড়ে তিনি বলেছিলেন, সামরিক জান্তা সরকারের বিরোধিতা করলে মৃত্যুদণ্ড হবে৷

থাইল্যান্ডের সাংবাদিকেরা প্রয়ুথের এহেন আচরণের এখনও পর্যন্ত কোনও প্রতিবাদ করেননি৷ কেউ কেউ ব্যক্তিগত স্তরে করেছেন৷ জান্তাবিরোধী গোষ্ঠীর বক্তব্য, সকলের একসুরে প্রয়ুথের বিরোধিতা করার সময় এসেছে৷

এসজি/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ