ভারতের ‘‘পুবে তাকাও’’ নীতি নতুন করে তুলে ধরতে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে গেছেন জাপান ও থাইল্যান্ডে৷ জাপানের সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দু বিনিয়োগ ও বেসামরিক পরমাণু সহযোগিতা৷
বিজ্ঞাপন
টোকিও-নতুন দিল্লি সম্পর্কের মেরুদণ্ড রাজনীতি, অর্থনীতি ও এনার্জি নিরাপত্তা৷ দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মধ্যে একটা সামঞ্জস্য এনে ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা বা পার্টনারশিপের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো, যা হবে এশিয়ার স্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নের অঙ্গ৷ চলতি সফরে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সেই বার্তাই দেবেন জাপানি নেতৃত্বকে৷
বাণিজ্য ও বিনিয়োগ কর্মসূচির শীর্ষে আছে পশ্চিম ভারতের নির্ধারিত পণ্য চলাচলকারী করিডর এবং দিল্লি-মুম্বই শিল্প করিডর৷ নিরাপত্তা ক্ষেত্রে বিশেষ করে সমুদ্রপথে নিরাপত্তার ক্ষেত্রে ভারত-জাপান বিশেষ সহযোগিতামূলক পদক্ষেপ নেবে৷ দু’দেশের নৌবাহিনীর মধ্যে যৌথ মহড়া তার অন্যতম৷ কথা হবে জাপানে তৈরি জলে-স্থলে চলার উপযোগী বিমান বেচাকেনার বিষয়ে৷ জাপান মোট ১৫টি এই ধরনের উভচর বিমান বিক্রি করতে আগ্রহী ভারতকে৷ আগে জাপান শুধু প্রযুক্তি ও যন্ত্রাংশ বিক্রি করে এসেছে৷
ভারতে সাংস্কৃতিক অসহিষ্ণুতা বাড়ছে
বহু জাতি-ধর্ম-বর্ণের দেশ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র৷ কিন্তু মত প্রকাশের অধিকারের প্রশ্নে ইদানীং অসহিষ্ণুতার নানা দৃষ্টান্ত উঠে আসছে৷ সেই সঙ্গে অবশ্য সহিষ্ণুতার সীমা নিয়েও চলছে ব্যাপক বিতর্ক৷
ছবি: AP
আশিষ নন্দী ও অনগ্রসর শ্রেণি
সম্প্রতি জয়পুর সাহিত্য উৎসবের মঞ্চে প্রখ্যাত সমাজতত্ত্ববিদ আশিষ নন্দীর এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক৷ ভারতের অনগ্রসর শ্রেণির মানুষেরাই মূলত দুর্নীতির সঙ্গে বেশি যুক্ত, তিনি নাকি এমন কথা বলেছিলেন৷ বহুজন সমাজ পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আশিষ নন্দীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়৷ তিনি অবশ্য এর প্রেক্ষাপট খোলসা করে অভিযোগ অস্বীকার করেছেন৷
ছবি: picture alliance/ZUMA Press
কমল হাসান ও তাঁর ‘বিশ্বরূপম’
দক্ষিণের রাজ্য তামিলনাডুর বিখ্যাত অভিনেতা ও বহুমুখী প্রতিভা কমল হাসান দেশে-বিদেশে পরিচিত৷ আফগানিস্তানের পটভূমিকায় তৈরি তাঁর সাম্প্রতিকতম ছবি ‘বিশ্বরূপম’ চরম বিরোধিতার মুখে পড়েছিল৷ তামিলনাডুর কিছু মুসলিম সংগঠনের আপত্তিতে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে৷ নিজের গাড়ি-বাড়ি বন্ধক রেখে ছবিটি তৈরি করেছেন কমল হাসান৷ অবশেষে দুই পক্ষের মধ্যে রফা হয়েছে৷
ছবি: AFP/Getty Images
কলকাতায় ‘অনভিপ্রেত’ সলমান রুশদি
ভারতের ‘সাংস্কৃতিক রাজধানী’ বলে পরিচিত শহর কলকাতায় আমন্ত্রণ সত্ত্বেও পা রাখতে পারলেন না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমান রুশদি৷ তাঁর উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’-এর উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্র সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে৷ পরিচালক দীপা মেহতার সঙ্গে দেশের অন্যান্য শহরে যেতে পারলেও তিনি কলকাতায় ‘অনভিপ্রেত’ রয়ে গেলেন৷ বিষয়টি নিয়ে এখনো চলছে বিতর্ক৷
ছবি: DW/H. Kiesel
তোপের মুখে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতিপ্রেমি হিসেবে পরিচিত৷ অথচ তাঁর শাসনকালেই সলমান রুশদির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক কলকাতায় পা রাখতে না পারায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকেও কলকাতা ছাড়তে হয়েছিল৷
ছবি: Prabhakar Mani Tewari
তসলিমা নাসরিনকে ফিরিয়ে দিয়েছে কলকাতা
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতে আশ্রয় নিয়ে কলকাতায় থাকতে চেয়েছিলেন৷ তসলিমাকে ঘিরে লাগাতার বিতর্কের জের ধরে পশ্চিমবঙ্গের বামপন্থি সরকার তাঁকে কলকাতায় থাকতে দেয় নি৷ তাঁর নিরাপত্তা ও জনজীবনে অশান্তির আশঙ্কা প্রকাশ করেই এমনটা করা হয়েছিল৷
ছবি: AFP/Getty Images
শশী থারুরের সতর্কতাবাণী
প্রাক্তন কূটনীতিক, লেখক, চিন্তাবিদ, রাজনীতিক, মন্ত্রী শশী থারুর ভারতের সমাজে বেড়ে চলা অসহিষ্ণুতা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ আশিষ নন্দীর মন্তব্য বা ‘বিশ্বরূপম’ ছবি নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, মত প্রকাশের অধিকার ও অন্যদের আবেগে আঘাত করার অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে৷ তাঁর মতে, ভারত এখনো ‘আঘাত করার অধিকার’ মেনে নেওয়ার অবস্থায় পৌঁছে নি৷
ছবি: AP
6 ছবি1 | 6
বিশ্লেষকদের মতে, ভারত-জাপান প্রকৃত স্ট্র্যাটিজিক পার্টনারশিপ এশিয়ার ভূ-রাজনৈতিক পটপরিবর্তনের অনুঘটক হতে পারে৷ ভারতের সঙ্গে টোকিও-র বেসামরিক পরমাণু সহযোগিতা এবং সামরিক পার্টনারশিপে চীনের পররাষ্ট্র নীতির কাছে ভারতকে থাকতে হবে না নতজানু হয়ে৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত-বন্ধু৷ আশা করা যায়, বেসামরিক পরমাণু সহযোগিতার রাজনৈতিক অন্তরায় দূর করতে সক্ষম হবেন তিনি৷ চীনকে সামনে রেখে এতদিন ভারতও জাপানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল ধীর গতিতে৷
হালের লাদাখ সীমান্তে চীনেরবিতর্কিত অনুপ্রবেশের ঘটনার পর ভারত আর সময় নষ্ট করতে চাইছে না৷ বিকল্প সমর্থন জোগাড় করতে নেমে পড়েছে জোরেসোরে৷ জাপানও তার চীন নীতির কিছু নেতিবাচক দিক নিয়ে বিব্রত৷ জাপানি ভূখণ্ডের ওপর চীনের দাবি এবং সেই দাবি পূরণে সামরিক শক্তি প্রদর্শন৷ এর অভিঘাতে দিল্লি-টোকিও আরও কাছে আসতে চায় ক্ষমতার ভারসাম্য রক্ষায়৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এশিয়ার ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তারে ভারত বা জাপানকে সমকক্ষ মনে করে না চীন৷ চীনা প্রবাদ, একই জঙ্গলে দুই সিংহ থাকতে পারে না৷ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভারত ও জাপানের স্থায়ী সদস্যপদে তাই চীনের আপত্তি৷
জাপানের পর প্রধানমন্ত্রী যাবেন থাইল্যান্ডে৷ আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশের এক গুরুত্বপূর্ণ সদস্য৷ ভারতের সঙ্গে প্রাচীন সাংস্কৃতিক এ ধর্মীয় বন্ধনে আবদ্ধ৷ সমুদ্রবর্তী দেশ হিসেবে ভারত ও থাইল্যান্ডের সমুদ্রপথ নিরাপত্তার স্বার্থ অভিন্ন৷ দু’দেশের মধ্যে আছে প্রতিরক্ষা সহযোগিতা৷ সেই সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবার বিষয়ে থাই নেতৃত্বের সঙ্গে মত বিনিময় হবে ড. মনমোহন সিং-এর৷