ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন দেশত্যাগী একজন ব্লগার৷ তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ব্লগারদের বিপদ বাড়াচ্ছে৷
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ‘‘মুক্তচিন্তার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া বিকৃত রুচি ও নোংরা রুচির পরিচয়৷'' পাশাপাশি তিনি এ ধরনের লেখালেখির কারণে হামলার শিকার হলে তার দায় সরকার নেবে না বলেও জানিয়েছেন৷
সামাদ হত্যার পর সরকারের অবস্থান
সর্বশেষ ঢাকায় অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডের পর এ কথা বলেন প্রধানমন্ত্রী৷ সামাদ ছিলেন একজন নাস্তিক এবং গত ৬ এপ্রিল ঢাকায় তাঁকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়৷ ফেসবুকে ইসলাম ধর্মের সমালোচনামূলক একাধিক পোস্ট করেছিলেন তিনি, যেগুলাকে হত্যার কারণ হিসেবে দেখিয়ে টুইটারে তার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আনসার আল-ইসলাম৷
বর্তমানে ইউরোপে নির্বাসিত ব্লগার ‘নাস্তিকের ধর্মকথা' বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর ধর্ম সম্পর্কে কেউ যদি লেখে তাহলে তিনি তা বরদাশত করবেন না! এটি সরাসরি চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি সরাসরি হুমকি৷''
বাংলা ব্লগারদের ভোট দিন, এক্ষুণি!
এটা বছরের সেই সময়৷ আপনার অনলাইন ভোটে বাংলা ব্লগার, অনলাইন প্রকল্পগুলো করতে পারে জগৎ জয়৷ এক নজরে দেখে নিন এবছর কারা লড়ছেন বাংলা ভাষার পক্ষে, আর তাদের ভোটই বা দেবেন কিভাবে৷
ছবি: somewhereinblog.net
সামাজিক পরিবর্তন: সুন্দরবন বাঁচাও আন্দোলন
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরব বাঁচাতে একটি আন্দোলন শুরু হয়েছে৷ বাংলাদেশ সরকার, ভারতের সহায়তায় সুন্দরবনের খুব কাছেই একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে যা আন্দোলনকারীদের মতে, পানি, বায়ু দুষণ এবং বনের মধ্য দিয়ে মাত্রাতিরিক্ত জাহাজ চলাচলের মাধ্যমে ধীরে ধীরে সুন্দরবনকে ধ্বংস করে দেবে৷ এই আন্দোলনকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: Instagram/supriyors
প্রগতির জন্য প্রযুক্তি: মায়া অ্যাপ
মায়া হচ্ছে বাংলাদেশের নারীদের জন্য তৈরি প্রথম মোবাইল অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট৷ এতে মূলত নারী স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরীক্ষিত তথ্য প্রকাশ করা হয়৷ তবে অ্যাপটির মূল আকর্ষণ হচ্ছে প্রশ্ন করার সুযোগ৷ একজন ব্যবহারকারী চাইলে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন৷ এরপর মায়ার বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেন৷ মায়া অ্যাপের ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: maya.com.bd
নাগরিক সাংবাদিকতা: রেজর’স এজ
বাংলাদেশে গতবছর চারজন ব্লগার ও একজন প্রকাশ খুন হন৷ নিহতদের সবাই মুক্তমনা এবং ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী ছিলেন৷ দুঃখজনক হচ্ছে, দেশটির সরকার ব্লগারদের রক্ষার চেয়ে ইসলামপন্থিদের সন্তুষ্ট রাখার দিকে মনোযোগী বেশি৷ ‘নাস্তিকের ধর্মকথা’ ছদ্মনামের এক ব্লগার ব্লগার হত্যার পেছনের নোংরা রাজনীতি তুলে ধরেছেন রেজর’স এজ নামক একটি ভিডিও তথ্যচিত্রে৷ তথ্যচিত্রটিকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: DW/A. Islam
শিল্প এবং সংস্কৃতি: জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা
বাংলাদেশের আলোকচিত্রী জিএমবি আকাশ ছবিকে তার নিজের ভাষা মনে করেন, যার মাধ্যমে তিনি গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন৷ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খার গল্প ছবিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন আকাশ, যিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও জয় করেছেন৷ জিএমবি আকাশকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: GMB Akash/instagram
ইউজার্স চয়েস বাংলা: ইস্টিশন
ইস্টিশন শব্দের অর্থ সকলের কাছেই বোধগম্য৷ তবুও কোনো বিভ্রান্তি থাকলে সাইটটি একবার ঘুরে আসতে পারেন৷ কমিউনিটি ব্লগ সাইটটিতে অনেকে লেখেন যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার৷ গতবছর ব্লগারদের উপর ধারাবাহিক হামলার পর সাইটটির একাধিক ব্লগার আত্মগোপনে যেতে বাধ্য হন৷ ইস্টিশনকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: istishon.com
ইউজার্স চয়েস বাংলা: প্রবীর বিধানের ব্লগ
বাংলাদেশের চলমান বিভিন্ন ঘটনা সম্পর্কে নিয়মিত নিজের মতামত জানান ব্লগার প্রবীর বিধান৷ তাঁর ব্লগ সাইট সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা একটু ভিন্ন চোখে দেখার সুযোগ করে দেয়৷ প্রবীর বিধানের ব্লগকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: blog.bdnews24.com
ইউজার্স চয়েস বাংলা: ইতুর ব্লগ
নারীবাদী ব্লগার ইতু এমন সব বিষয় নিয়ে লিখছেন যা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত সমাজে নিষিদ্ধ বিষয় হিসেবে বিবেচিত৷ তাঁর সাম্প্রতিক এক পোস্ট প্রকারান্তরে নারীদের স্তনবৃত্ত উম্মুক্ত রাখার আন্দোলনকে সমর্থন দিচ্ছে, কেননা তিনিও নিজের শরীরের এবং পোশাক নির্বাচনের ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতায় বিশ্বাসী৷ ইতুর ব্লগকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: ettila.blogspot.de
ইউজার্স চয়েস বাংলা: জার্মান প্রবাসে
জার্মানিতে বসবাসরত বাঙালিদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাঙালিদের মধ্যে এক মেলবন্ধন তৈরি করছে জার্মান প্রবাসে ওয়েবসাইটটি৷ মূলত প্রবাসী তরুণ প্রজন্মের উদ্যোগে তৈরি সাইটটি জার্মানিতে নতুন আগত বাঙালি শিক্ষার্থীদের জন্য এক তথ্য ভাণ্ডার৷ নতুন এবং পুরাতনের মধ্যে সম্পর্ক গড়ার এক চমৎকার প্লাটফর্ম এটি৷ জার্মান প্রবাসেকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: germanprobashe.com
ইউজার্স চয়েস বাংলা: অগ্নি সারথির ব্লগ
‘অগ্নি সারথি’ ছদ্মনামে লেখালেখি করা ব্লগার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাধারণ জীবনযাপন ছবির মাধ্যমে তুলে ধরেন৷ আদিবাসীসহ বিভিন্ন ইস্যুতে সিরিজ ব্লগও লিখেছেন তিনি যা অনেকর দৃষ্টি আকর্ষণ করেছে৷ অগ্নি সারথিকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ছবি: somewhereinblog.net
9 ছবি1 | 9
‘নাস্তিকের ধর্মকথা' একটি ছদ্মনাম৷ এই নামে লেখালেখি করলেও উগ্রপন্থিদের কাছে তাঁর পরিচয় গোপন থাকেনি৷ বরং একাধিক ‘হিট লিস্টে' তাঁর নামে প্রকাশ হয়েছে৷ ফলে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি৷ প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্বৃত করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মের বিরুদ্ধে ‘নোংরা' কথা বললে যদি কোনো অঘটন ঘটে যায়, তবে তার দায় সরকার নেবে না৷ বাস্তবিক অর্থে এই কথাটি বলার মধ্য দিয়ে সরকার এ পর্যন্ত ঘটা নাস্তিক-মুক্তমনাদের সমস্ত হত্যাকাণ্ড, আক্রমণের বৈধতা দিলেন এবং ভবিষ্যতেও নাস্তিকদের যাতে একের পর এক খুন করা হয় – সে ব্যাপারে আমন্ত্রণ, উৎসাহ ও আহ্বান জানালেন৷''
দ্য বব্স প্রতিযোগিতায় ‘‘রেজর'স এজ''
‘নাস্তিকের ধর্মকথা' সম্প্রতি একটি ভিডিও তথ্যচিত্র প্রকাশ করেছেন, যা ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার ‘নাগরিক সাংবাদিকতা' বিভাগে মনোনয়ন পেয়েছে৷ এই বিষয়ে তিনি বলেন, ‘‘দ্য ববস প্রতিযোগিতায় ‘‘রেজর'স এজ''-এর মনোয়ানায়ন পাওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা৷ এই ডকুমেন্টারি আমার কাছে যতখানি না একটি ডকুমেন্টারি, তার চাইতেও এটি আমার কাছে একটিভিজমের মাধ্যমে৷''
মূলত, বাংলাদেশে কি চলছে তা বিশ্বকে দেখিয়ে দেয়া এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষার জন্যে বাংলাদেশ সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য ও সংকটে থাকা ব্লগারদের পাশে এসে দাঁড়ানোর জন্যে বিশ্ববাসীকে আহবান জানানোর উদ্দেশ্যে তথ্যচিত্রটি তৈরি করেছেন নাস্তিকের ধর্মকথা৷ ইতোমধ্যে তা বিশ্বের একাধিক দেশে একাধিক ফোরামে প্রদর্শিত হয়েছে৷ পাশাপাশি ইউটিউবেও ভিডিওটির একাধিক সংস্করণ রয়েছে৷
মুক্তমনা এই ব্লগার বলেন, ‘‘দ্য ববস প্রতিযোগিতায় এই ডকুমেন্টারির মনোনায়ন পাওয়ার মাধ্যমে আরো অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে৷ বস্তুত এর মাধ্যমে ডিডাব্লিউ বা ‘দ্য ববস' আমার অ্যাক্টিভিজমের পাশে দাড়াঁলো ও অংশীদার হলো, আমি এভাবেই দেখছি৷ সে জন্যে তাদের প্রতি আমি কৃতজ্ঞ৷''
দ্য বব্স প্রতিযোগিতায় ‘‘রেজর'স এজকে'' ভোট দিতে ক্লিক করুন এখানে৷ খেয়াল রাখবেন, ভোট দেয়ার আগে প্রথমে ওয়েবসাইটটিতে ‘লগ-ইন' করতে হবে৷ আর ‘লগ-ইন' অপশন পাবেন সাইটটির উপরের দিকে৷ সেখানে থাকা ফেসবুক বা টুইটার বাটনে ক্লিক করে লগ-ইন করুন৷ এরপর ‘নাগরিক সাংবাদিকতা' বিভাগ এবং ‘‘রেজর'স এজ'' বাছাই করে টিপে দিন ভোট বাটন৷ প্রতি ২৪ ঘণ্টায় একবার ভোট দেয়া যায়৷
চলতি বছর ইসলামপন্থিরা একের পর এক হামলা চালিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে৷ এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ চলুন জানা যাক ২০১৫ সালের কবে, কারা হামলার শিকার হয়েছেন...৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্লগার খুন
একুশে বইমেলা থেকে ফেরার পথে ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন ব্লগার এবং লেখক অভিজিৎ রায়৷ কমপক্ষে দুই দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে৷ এসময় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন৷ বাংলাদেশি মার্কিন এই দুই নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিম’৷ পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বাড়ির সামনে খুন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয় ঢাকায়, গত ৩০ মার্চ৷ তিন দুর্বৃত্ত মাংস কাটার চাপাতি দিতে তাঁকে কোপায়৷ সেসেময় কয়েকজন হিজরে সন্দেহভাজন দুই খুনিকে ধরে ফেলে, তৃতীয়জন পালিয়ে যায়৷ আটকরা জানায়, তারা মাদ্রাসার ছাত্র ছিল এবং বাবুকে হত্যার নির্দেশ পেয়েছিল৷ কে বা কারা এই হত্যার নির্দেশ দিয়েছে জানা যায়নি৷ বাবু ফেসবুকে ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে লিখতেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
সিলেটে আক্রান্ত মুক্তমনা ব্লগার
শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গত ১২ মে সিলেটে নিজের বাসার কাছে খুন হন নাস্তিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার অনন্ত বিজয় দাস৷ ভারত উপমহাদেশের আল-কায়েদা, যাদের সঙ্গে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সম্পর্ক আছে ধারণা করা হয়, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷ দাস ডয়চে ভেলের দ্য বব্স জয়ী মুক্তমনা ব্লগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷
ছবি: picture-alliance/EPA/Str
বাড়ির মধ্যে জবাই
ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে, যিনি নিলয় নীল নামেই বেশি পরিচিত ছিলেন, হত্যা করা হয় ঢাকায় তাঁর বাড়ির মধ্যে৷ একদল যুবক বাড়ি ভাড়ার আগ্রহ প্রকাশ করে ৮ আগস্ট তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁকে কুপিয়ে হত্যা করে৷ নিজের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কায় পুলিশের সহায়তা চেয়েছিলেন নিলয়৷ কিন্তু পুলিশ তাঁকে সহায়তা করেনি৷ ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তবে তার সত্যতা যাচাই করা যায়নি৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
জগিংয়ের সময় গুলিতে খুন বিদেশি
গত ২৮ সেপ্টেম্বর রাতে জগিং করার সময় ঢাকার কূটনৈতিক এলাকায় খুন হন ইটালীয় এনজিও কর্মী সিজার তাবেলা৷ তাঁকে পেছন থেকে পরপর তিনবার গুলি করে দুর্বৃত্তরা৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদিদের অনলাইন কর্মকাণ্ডের দিকে নজর রাখা একটি সংস্থা৷ তবে বাংলাদেশে সরকার এই দাবি অস্বীকার করে বলেছে ‘এক বড় ভাইয়ের’ তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad)
রংপুরে নিহত এক জাপানি
গত ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও৷ মুখোশধারী খুনিরা তাঁকে গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ ইসলামিক স্টেট এই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করেছে, তবে সরকার তা অস্বীকার করেছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন না যে তাঁর দেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির উপস্থিতি রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo
হোসনি দালানে বিস্ফোরণ, নিহত ১
গত ২৪ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালানে শিয়া মুসলমানদের আশুরার প্রস্তুতির সময় বিস্ফোরণে এক কিশোর নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন৷ বাংলাদেশে এর আগে কখনো শিয়াদের উপর এরকম হামলায় হয়নি৷ এই হামলারও দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, তবে সরকার সে দাবি নাকোচ করে দিয়ে হামলাকারীরা সম্ভবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবি-র সদস্য৷ সন্দেহভাজনদের একজন ইতোমধ্যে ক্রসফায়ারে মারা গেছে৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
ঢাকায় প্রকাশক খুন
গত ৩১ অক্টোবর ঢাকায় দু’টি স্থানে কাছাকাছি সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়৷ এতে খুন হন এক ‘সেক্যুলার’ প্রকাশক এবং গুরুতর আহত হন আরেক প্রকাশক ও দুই ব্লগার৷ নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের সঙ্গে ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ জঙ্গি গোষ্ঠী ‘আনসার-আল-ইসলাম’ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
প্রার্থনারত শিয়াদের গুলি, নিহত ১
গত ২৭ নভেম্বর বাংলাদেশের বগুড়ায় অবস্থিত একটি শিয়া মসজিদের ভেতরে ঢুকে প্রার্থনারতদের উপর গুলি চালায় কমপক্ষে পাঁচ দুর্বৃত্ত৷ এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হন এবং অপর তিন ব্যক্তি আহত হন৷ তথকথিত ইসলামিক স্টেট-এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করা স্থানীয় একটি গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷