1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর বাংলাদেশ সফর শুরু

৬ জুন ২০১৫

ভারতের প্রাক্তন মনমোহন সিং আঞ্চলিক মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে ঘটা করে ঢাকা সফর করেছিলেন৷ কিন্তু আচমকা বেঁকে বসে সেই সাফল্য নস্যাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নরেন্দ্র মোদীর সফরসঙ্গী হিসেবে তাঁর ভূমিকার উপর সবার নজর৷

Screenshot Twitter Modi EINSCHRÄNKUNG
ছবি: Twitter

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আঞ্চলিক সহযোগিতার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছেন৷ পাকিস্তানের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সাফল্য সম্ভব না হলেও নেপাল, শ্রীলঙ্কা বা ভুটানের মতো দেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তাঁর কাছে কতটা জরুরি, তা তিনি স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে বুঝিয়ে দিয়েছেন৷ তিস্তা চুক্তিও দ্রুত স্বাক্ষর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি – বিভিন্ন সূত্রে এমন কথা শোনা যাচ্ছে৷ সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ভূমিকা রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই৷

আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পেছনে দক্ষিণ এশিয়ায় চীনের বেড়ে চলা প্রভাবও কাজ করছে বলে মনে করছে অনেক মহল৷ রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী সামরিক সরঞ্জামের ক্ষেত্রে চীনের উপর বাংলাদেশ নির্ভর করে চলবে৷ চীন মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানে একের পর এক বন্দর তৈরি করে বা বন্দরের উন্নতি ঘটিয়ে ভারত মহাসাগরে নিজেদের নৌ-শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে৷

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন৷ অনেক কারণে তাঁর সাম্প্রতিক আচরণ বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছে৷ সৈয়দ কামরুল আহসান এ প্রসঙ্গে বাংলাদেশের এক হিন্দু সংগঠনের দাবির খবর তুলে ধরেছেন৷

ভারতের প্রধানমন্ত্রীর কোনো আঞ্চলিক সফরকে ঘিরে এত জল্পনা-কল্পনা সহজে দেখা যায় না৷ এ প্রসঙ্গে অনিল কুমার গুপ্ত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন শেয়ার করেছেন৷

মোদী-মমতার যৌথ বাংলাদেশ সফর ব্যাঙ্গচিত্র শিল্পীদের মধ্যেও উৎসাহের সৃষ্টি করেছে৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ