1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রথম দিন

হারুন উর রশীদ স্বপন৭ জানুয়ারি ২০০৯

স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন শেখ হাসিনা৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি৷

সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর নিয়ম দেশ স্বাধীন হওয়ার পর থেকেই৷ বিশেষ দিবসে প্রতি বছর দলীয় ভাবে যাওয়া হলেও এবার সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা স্মৃতি সৌধে গেলেন সাত বছর পর৷

মন্ত্রী পরিষদ সদস্য, নির্বাচিত অনেক সংসদ সদস্য , তিন বাহিনীর প্রধান ছিলেন শ্রদ্ধা জ্ঞাপনের এই আনুষ্ঠানিকতায়৷ মন্ত্রীপরিষদে ঠাঁই না পাওয়া দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাও এসময় উপস্থিত ছিলেন৷

পরিদর্শন বইতে স্বাক্ষরের পর বঙ্গবন্ধু কন্যা শহীদ বেদীর পাশেই একটি বিচিত্রা বকুল গাছের চারা রোপণ করেন৷ এর পর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে যান শেখ হাসিনা৷ সেখানকার কর্মকর্তারা বরণ করে নেন তাকে৷ এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা৷ মন্ত্রী পরিষদ সদস্যরা ছাড়াও দলীয় নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন৷

অন্যদিকে প্রথম কর্মদিবসে সচিবালয়ে গিয়েই মন্ত্রীরা আশ্বাস দিলেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে৷ তাঁরা বলেছেন, নতুন সরকারের প্রথম কাজই হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা৷

সকালে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিতে গিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা চান৷ এখন পর্যন্ত সচিবালয়ে প্রায় সব মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাঁদের দায়িত্বপ্রাপ্ত দপ্তরে প্রবেশ করেছেন৷ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রীদের স্বাগত জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ