1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রফেসর ইউনূসকে অপসারণের আদেশ বৈধ : হাইকোর্ট

৮ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রফেসর মুহাম্মদ ইউনূসের অপসারণের আদেশ বৈধ বলে রায় দিল হাইকোর্ট৷

প্রফেসর ইউনূসছবি: AP

এরপর এক প্রতিক্রিয়ায় ইউনূসের আইনজীবী সারা হোসেন বলেন, নোবেল জয়ীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে৷ তিনি বলেন, ‘‘আজ বাংলাদশের মানুষের জন্য একটি দুঃখের দিন৷ বাংলাদেশ ব্যাংকের একটি অবৈধ নোটিশকে আদালত আজ বৈধতা দিলো৷ গত কয়েকদিন শুনানির সময় আমরা যে আশঙ্কা করেছিলাম, আজ রিট খারিজের মধ্য দিয়ে তা সত্যি প্রমাণিত হলো৷'' বিডিনিউজ টোয়েন্টিফোর সূত্রে এসব তথ্য জানা গেছে৷

বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ কিছুক্ষণ আগে রায় ঘোষণা করেন৷

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার প্রফেসর ইউনূসকে অপসারণের আদেশ দিয়েছিল৷ পরের দিন ঐ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস৷ পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের মধ্যে নয়জন একই দিনে একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন৷

আদালতের আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ইউনূস গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা লঙ্ঘন করে ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন৷

১৯৯৯ সালে প্রফেসর ইউনূসের বয়স ৬০ বছর উত্তীর্ণ হয়৷ ঐ বছর ব্যাংকের বোর্ড সভায় ইউনূসকে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আইনের দৃষ্টিতে তার কোনো ভিত্তি নেই বলেও উল্লেখ করেছে আদালত৷

বাংলাদেশ ব্যাংক ইউনূসকে অপসারণের যে আদেশ দিয়েছে আদালত তাকেও বৈধতা দিয়েছে৷

আদেশে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক এ ধরনের অপসারণের আদেশ দেওয়ার এখতিয়ার রাখে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ