1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুনামগঞ্জে আবার বন্যা পরিস্থিতি

১১ আগস্ট ২০১৭

প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের নিম্নাঞ্চলে আবারো সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির৷ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি৷ জরুরি ব্যবস্থা না নিলে আবার বড় দুর্যোগের আশংকা করছেন এলাকাবাসী৷

Bangladesh - Überschwemmung in Sunamganj Haor situation
ছবি: bdnews24.com

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১২টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো৷

চার মাস আগেই প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হন সুনমাগঞ্জের কৃষকেরা৷ বাঁধ ভেঙে তলিয়ে যায় ঐ অঞ্চলের ১৪২টি ফসলি হাওরের সবকটি৷

তবে শুধু ফসলের ক্ষতিই নয়, এ বছরের বন্যায় দেখা দেয় নতুন দুর্যোগ৷ মৎস অধিদপ্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফসলে ব্যবহার করা কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে মারা যায় ১ হাজার ২৭৬ টন মাছ৷ ৩,৮৪৪টি হাঁসও মারা যায় বিষাক্ত খাবার খেয়ে৷

ছবি: bdnews24.com

অভিযোগ ওঠে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে দুর্নীতির৷ সত্যতা যাচাইয়ে হয়েছে তদন্ত কমিটি৷ তিনজন প্রকৌশলিকে সাময়িক বরখাস্তও করা হয় গত মে মাসে৷

ক্ষতিগ্রস্ত বাঁধ পুরোপুরি মেরামত করা সম্ভব না হওয়ায় এবারও প্রবল বন্যায় হাওর প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে৷ এরই মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির৷ প্রবল পানির তোড়ে বন্ধ আছে বিশ্বম্ভরপুর-তাহিরপুর, জেলা সদর, জামালগঞ্জ, শাল্লা ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল

বিভিন্ন উপজেলার কয়েকটি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় জরুরু ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ