প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান
১৭ জুলাই ২০২০
‘‘নিয়ম-কানুন না মেনে বিদেশে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের ধিক্কার জানাই',' রোম থেকে সম্প্রচারিত ডয়চে ভেলের ফেসবুকলাইভ দেখে মন্তব্যটি করেছেন একজন দর্শক৷ এমন ভাবনা অনেকেরই ৷
বিজ্ঞাপন
‘‘আমরা জীবনের চিন্তা করি না, টাকার চিন্তা করি, আর এটাই বাস্তব,''এই মন্তব্য পাঠক শরীফুল ইসলামের৷
পাঠক খালিদ দুঃখ করে লিখেছেন ইটালিতে অবৈধভাবে থাকা বাঙালির সংখ্যা বেশি, তাই হয়ত তারা নিয়ম মেনে চলতে পারে না, বা চলে না ৷ এটাকে স্বাভাবিকই মনে করেন খালিদ৷
পাঠক সাহাবউদ্দিন ভুঁইয়া প্রবাসীদের প্রতি সহানুভূতি জানিয়ে লিখেছেন, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের কারণেই ইটালির প্রবাসীদের এই দুর্ভোগ ৷
‘‘বাঙালি গর্বিত জাতি, কিন্তু যারা বাালাদেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের ধিক্কার জানাই'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় পটুয়াখালী থেকে লিখেছেন পাঠক রাশেদুল রাশেদ ৷
ইটালি সরকার বাংলাদেশিদের সেদেশে থাকার অনুমতি প্রত্যাহার করে দেয় কিনা তা নিয়ে শঙ্কিত ডয়চে ভেলের পাঠক খালিদ বিন ওয়ালিদ ৷
করোনার কবলে প্রবাসীরা
বিদেশে প্রায় ১৬৮ টি দেশে ছড়িয়ে আছেন বাংলাদেশিরা৷ সেসব দেশের প্রায় সবই এখন করোনায় কম-বেশি আক্রান্ত৷ আক্রান্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও৷ অনেকে মৃত্যুবরণও করেছেন৷
ছবি: Reuters/E. Su
হাজার পেরিয়ে
ব্র্যাকের তথ্য অনুযায়ী, করোনার কারণে বিদেশের মাটিতে মোট ১৯টি দেশে অন্তত ১ হাজার ৩৭৭ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন৷ বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার৷ ৫ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান দিয়েছে ব্র্যাক৷
ছবি: picture-alliance/AP Photo/M. Scrobogna
সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যে
বাংলাদেশের অধিকাংশ প্রবাসী রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে৷ সেখানকার ছয়টি দেশেই এখন পর্যন্ত কমপক্ষে ৭৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে৷
ছবি: picture-alliance/AA/Stringer
সৌদি আরবে মোট মৃতের ২৫ ভাগই বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট সোয়া দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত৷ ৫ জুলাই পর্যন্ত মারা গেছেন দুই হাজার ১০০৷ এর মধ্যে ৫২১ জনই বাংলাদেশি। অর্থাৎ, সৌদি আরবে করোনায় মৃতদের এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি। ব্র্যাকের তথ্য অনুযায়ী সৌদিতে প্রায় ২০ হাজার বাংলাদেশি সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে বড় অংশই অবশ্য সুস্থ হয়ে গেছেন।
ছবি: Getty Images/AFP/A. Ghani Bashir
আমিরাতে মোট মৃতের এক তৃতীয়াংশ
সৌদি আরবের পর করোনায় সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে৷ উপসাগরীয় দেশটিতে করোনায় মৃত্যুবরণকারী ৩২৮ জনের ১২২ জনই বাংলাদেশি৷ দেশটিতে মোট আক্রান্ত সাড়ে চার হাজার৷
ছবি: picture-alliance/AP Photo/K. Jebreili
কুয়েতে আক্রান্ত চার হাজার
কুয়েতে চার হাজার বাংলাদেশি আক্রান্ত৷ এর মধ্যে ৫ জুলাই পর্যন্ত ৬০ জন প্রাণ হারিয়েছেন৷ গোটা দেশটিতে ৯ জুলাই পর্যন্ত মোট ৫২ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৮২ জন৷
ছবি: picture-alliance/AA/J. Abdulkhaleg
ওমানে কুড়ি
ওমানে করোনায় এ পর্যন্ত ২০ জন বাংলাদেশি মারা গেছেন৷ দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ২৩৬, পজিটিভ হয়েছেন প্রায় ৫২ হাজার৷
ছবি: Getty Images/AFP/S. alHasani
কাতারেও অনেক আক্রান্ত
কাতারে ১২ হাজার বাংলাদেশি আক্রান্ত৷ এরমধ্যে মারা গেছেন ১৮ জন৷ ৯ জুলাই পর্যন্ত দেশটিতে সর্বমোট এক লাখের উপরে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪২ জন৷
ছবি: Imago Images/M. Gattoni
বাহরাইনে যেমন
বাহরাইনে আক্রান্ত হয়েছেন এক হাজার বাংলাদেশি৷ এরমধ্যে মারা গেছেন নয় জন৷
ছবি: Getty Images/AFP/M.Al-Shaikh
যুক্তরাজ্যে আক্রান্ত ১৫ হাজার, মৃত্যুও বাড়ছে
যুক্তরাজ্যে ৩০৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি।
ছবি: picture-alliance/NurPhoto/D. Cliff
সিঙ্গাপুরে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু শূন্য
এখন পর্যন্ত প্রবাসে সবচেয়ে বেশি ২৩ হাজার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে৷ তাদের বেশিরভাগই শ্রমিক৷ তবে সেখানে তারা সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেয়েছেন৷ দেশটিতে বাংলাদেশের কারো প্রাণহানির তথ্যও মিলেনি৷ একইভাবে প্রায় এক হাজার জন্য আক্রান্ত হলেও মালদ্বীপেও কোনো বাংলাদেশি মারা যাননি৷
ছবি: Reuters/E. Su
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশিরা বিপাকে
সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্র৷ সেখানে বাংলাদেশিরাও ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন ২৭২ জন৷ এই দেশটিতেও আক্রান্ত ১৫ হাজারের উপরে৷
ছবি: AFP/J. Eisele
ইটালিতে যথেষ্ট কম
ইউরোপে করোনায় সবচেয়ে বেশি ভুগেছে ইটালি৷ দেশটিতে প্রায় ৩০০ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ১৪ জন৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/M. Scrobogna
অন্যান্য
৫ জুলাই পর্যন্ত ক্যানাডায় নয় জন, সুইডেনে আট জন, ফ্রান্সে সাত জন, স্পেনে পাঁচ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন৷ ভারত, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশির করোনায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷
ছবি: Mortuza Rashed
13 ছবি1 | 13
বাংলাদেশিরা নিয়ম-কানুন না মানায় ইটালিতে তাদের এমন সমস্যায় পড়তে হয়েছে ৷এ সম্পর্কে পাঠক বাবলু পাটোয়ারীর মন্তব্য, ‘‘একটা জাতি এরকম বোকা হয় কী করে!''
এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুকলাইভ করায় পাঠক কানিজ ফাতেমা লিমা ডয়চে ভেলেকে ‘স্যালুট' জানিয়েছেন৷
প্রবাসী বাংলাদেশিদের মুখে রোমের বাংলাদেশ দূতাবাস সম্পর্কে মন্তব্য শুনে পাঠক মোস্তফা কামাল লিখেছেন, ‘‘অনিয়ম-বিশৃংখলাসহ এ জাতীয় মানসিকতা আমাদের অস্থি-মজ্জার সাথে মিশে গেছে, যা আমাদের জাতিগত সমস্যা হিসেবে স্থায়ী আসন গেড়েছে৷''
বাংলাদেশিরা আইন-কানুন মানেনা বা বোঝে না, তাদের ধৈর্যের অভাব- এরকম মন্তব্য পাঠক ইমরান, জিয়া , তারিক চৌধুরী, ইব্রাহিম রহমানের৷