1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান

১৭ জুলাই ২০২০

‘‘নিয়ম-কানুন না মেনে বিদেশে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের ধিক্কার জানাই',' রোম থেকে সম্প্রচারিত ডয়চে ভেলের ফেসবুকলাইভ দেখে মন্তব্যটি করেছেন একজন দর্শক৷ এমন ভাবনা অনেকেরই ৷

Italien Bangladescher obligatorisch auf COVID-19 getestet werden
ছবি: DW/A. Islam

‘‘আমরা জীবনের চিন্তা করি না, টাকার চিন্তা করি, আর এটাই বাস্তব,''এই মন্তব্য পাঠক শরীফুল ইসলামের৷

 পাঠক খালিদ দুঃখ করে লিখেছেন ইটালিতে অবৈধভাবে থাকা বাঙালির সংখ্যা বেশি, তাই হয়ত তারা নিয়ম মেনে চলতে পারে না, বা চলে না ৷ এটাকে স্বাভাবিকই মনে করেন খালিদ৷

পাঠক সাহাবউদ্দিন ভুঁইয়া প্রবাসীদের প্রতি সহানুভূতি জানিয়ে লিখেছেন, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের কারণেই ইটালির প্রবাসীদের এই দুর্ভোগ ৷

‘‘বাঙালি গর্বিত জাতি, কিন্তু যারা বাালাদেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের ধিক্কার জানাই'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় পটুয়াখালী থেকে লিখেছেন পাঠক রাশেদুল রাশেদ ৷

ইটালি সরকার বাংলাদেশিদের সেদেশে থাকার অনুমতি প্রত্যাহার করে দেয় কিনা তা নিয়ে শঙ্কিত ডয়চে ভেলের পাঠক খালিদ বিন ওয়ালিদ ৷

বাংলাদেশিরা নিয়ম-কানুন না মানায় ইটালিতে তাদের এমন সমস্যায় পড়তে হয়েছে ৷এ সম্পর্কে পাঠক বাবলু পাটোয়ারীর মন্তব্য, ‘‘একটা জাতি এরকম বোকা হয় কী করে!''

এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুকলাইভ করায় পাঠক কানিজ ফাতেমা লিমা ডয়চে ভেলেকে ‘স্যালুট' জানিয়েছেন৷

প্রবাসী বাংলাদেশিদের মুখে রোমের বাংলাদেশ দূতাবাস সম্পর্কে মন্তব্য শুনে পাঠক মোস্তফা কামাল লিখেছেন, ‘‘অনিয়ম-বিশৃংখলাসহ এ জাতীয় মানসিকতা আমাদের অস্থি-মজ্জার সাথে মিশে গেছে, যা আমাদের জাতিগত সমস্যা হিসেবে স্থায়ী আসন গেড়েছে৷''

বাংলাদেশিরা আইন-কানুন মানেনা বা বোঝে না, তাদের ধৈর্যের অভাব- এরকম মন্তব্য পাঠক ইমরান, জিয়া , তারিক চৌধুরী, ইব্রাহিম রহমানের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ