1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবাসীরাও টিউনিশিয়ার নির্বাচনে অংশ নিচ্ছে

২১ অক্টোবর ২০১১

টিউনিশিয়ায় আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন৷ ২৩ বছরে নিরপেক্ষ নির্বাচন এই প্রথম৷ প্রবাসীরাও এই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পেরেছে৷ বন শহর থেকে টিউনিশিয়ার ২৪ বছরের এক তরুণী সেই ডাকে সাড়া দিয়েছেন৷

Tunesischer Wahlkampf in Deutschland Amal Nasr, Kandidaten des demokrtaisch-modernistischen Pol Foto: Chamselassil Ayari
টিউনিশিয়ার নাগরিক আমল নাসরছবি: DW

ধীরে ধীরে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে টিউনিশিয়া৷ রবিবারের আসন্ন নির্বাচন হল তার প্রথম এবং স্পষ্ট প্রমাণ৷ আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে গণতন্ত্রের দাবিতে ঘটেছে গণ অভ্যুত্থান৷ শুরু হয়েছিল টিউনিশিয়া দিয়ে৷

রবিবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন করা হবে সংসদীয় পরিষদ এবং এই পরিষদ নতুন একটি সংবিধান রচনা করার দায়িত্ব পাবে৷ টিউনিশিয়ার যেসব নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে৷ ইউরোপের বিভিন্ন প্রতিনিধি টিউনিশিয়া যাবেন সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া যাচাই করতে৷

জার্মানিতেও বসবাস করছে টিউনিশিয়ার অনেক নাগরিক৷ এই দেশেই রয়েছে ১৫জন প্রার্থী ৷ তবে টিউনিশিয়ার সংসদীয় পরিষদের সদস্য হিসেবে বেছে নেয়া হবে মাত্র একজনকে৷ জার্মানিতে ১৫ প্রার্থীর তালিকায় রয়েছেন একজন মহিলাও৷ তিনি ২৪ বছর বয়স্কা ইতিহাস ও শিল্পের ছাত্রী আমাল নাসর৷ তিনি বসবাস করেন বন শহরেই৷ তিনি জানান,‘‘জার্মানিতে প্রায় আশি হাজার টিউনিশিয়ার নাগরিক বসবাস করছে৷ তারা সবাই চাইলে আমাকে ভোট দিতে পারে৷'' বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেন তিনি৷

বন শহরেই তিনি চালাচ্ছেন তাঁর প্রচারাভিযানছবি: DW/Michael Gessat

বন শহরে বাস করছে অসংখ্য টিউনিশিয়ার নাগরিক৷ রাজধানি বার্লিনে দূতাবাস থাকা সত্বেও বন শহরে টিউনিশিয়ার একটি কন্সুলেট অফিস এখনো রয়েছে৷ এই অফিসই একসময় দূতাবাস ছিল৷ তবে আমাল নাসর মুখোমুখি হচ্ছেন চ্যালেঞ্জের৷ রাস্তায় রাস্তায় টিউনিশিয়ার মানুষদের আকৃষ্ট করতে, তাদের প্রভাবিত করতে, তাদের ভোট চাইতে গিয়ে রীতিমত হিসশিম খাচ্ছেন তিনি৷

আমাল নাসর এবং তাঁর সহকর্মীরা একটি রাজনৈতিক দল গঠন করেছেন৷ নাম ডেমোক্র্যাটিক মডার্নিস্ট পোল৷ আমাল নাসর জানান,‘‘আমরা সামাজিক গণতান্ত্রিক একটি দল৷ তবে এধরণের আরো অনেক রাজনৈতিক দল রয়েছে৷ টিউনিশিয়ায় প্রায় ১১৪ টি রাজনৈতিক দল আছে এবং সবগুলো দলই সক্রিয়৷''

মধ্যপন্থী বলে বিবেচিত ইসলামি দল এন্নাহদা নির্বাচনের এই দৌঁড়ে এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে৷ জার্মানিতেও তাদের একজন প্রার্থী রয়েছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ