করোনাকালে সচেতন আচরণের জন্য এক ভিডিও বার্তায় জার্মানির প্রবীণদের ধন্যবাদ জানিয়েছেন চ্যান্সেলার আঙ্গেলা ম্যাকেল৷
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘‘একা বাসায় কিংবা নার্সিং হোমে থাকা প্রবীণদের এই দীর্ঘ সময় সন্তান, নাতি-নাতনিদের কাছ থেকে দূরে থাকা বা তাদের জড়িয়ে ধরতে না পারা নিঃসন্দেহে বেদনাদায়ক ছিল৷ করোনা সংকটের কঠিন সময়ে এত কষ্ট সত্ত্বেও আমি অনেক প্রবীণের মধ্যে রাগের বদলে বরং করোনার প্রয়োজনীয় সতর্কতা বা সামাজিক দূরত্ব মেনে চলার মনোভাব দেখেছি৷ তাঁদের সচেতন আচরণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷''
দেখার মতো নয়টি ছবি
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ কড়াকড়ি শিথিল করেছে৷ ফলে মানুষ আবার বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে৷ নয়টি ছবির মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলো৷
ছবি: Reuters/D. Balibouse
উদ্ভিদের জন্য কনসার্ট
বার্সেলোনার অপেরা হাউস দেল লিসেওতে মহড়ার সময় দর্শক আসনে শোভা পেয়েছে নার্সারির গাছ৷ করোনা সংক্রমণে লকডাউন শিথিলের পর দর্শকদের গুরুত্ব বোঝাতে এই অভিনব উদ্যোগ৷
ছবি: Reuters/N. Doce
মৃত্যুর চাকা
সুইজারল্যান্ডের অ্যাক্রোবেট রামন ক্যাথরিনার এক এয়ারশোতে ‘হুইল অফ দ্য ডেথ’ পারফর্ম করছেন৷
ছবি: Reuters/D. Balibouse
মস্কোতে বিজয় দিবসের প্যারেড
২৪ জুন রাশিয়ার মস্কোর রেড স্কয়ারে রুশ সেনারা বিজয় দিবসের প্যারেডে অংশ নেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে এই প্যারেড৷ মূলত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিলো ৯ মে৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে তা বাতিল করা হয়েছিল৷
ছবি: Reuters/M. Voskresenskiy
যোগব্যায়াম
ক্যানাডার টরন্টোতে এলএমএনটিএস আউটডোর স্টুডিওতে যোগব্যায়াম ক্লাস চলছে৷ সামাজিক দূরত্ব মেনে এবং সঠিক প্রটোকল মেনে সবাই এতে অংশ নিচ্ছেন৷
ছবি: Reuters/C. Osorio
ঘরে বসে খেলা দেখা
২১ জুন প্রিমিয়ার লিগে এভারটন আর লিভারপুলের খেলা চলছিলো৷ করোনা ভাইরাসের কারণে এভারটন ভক্ত স্পিডো মাইক ঘরে বসে খেলা উপভোগ করেছেন৷
ছবি: Reuters/M. Childs
মাস্ক পরে মাস্ক তৈরি
করোনা সংক্রমণ রোধে মাস্কের চাহিদা এখন ব্যাপক৷ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘ফেস শিল্ড’ তৈরি করছেন এক কর্মী, যিনি নিজেও মাস্ক পরে আছেন৷
ছবি: Reuters/A. D. Ulfiana
সিনেমা হলে সামাজিক দূরত্ব
ফ্রান্সে লকডাউন উঠে যাওয়ার পর প্যারিসের সিনেমাহলগুলো খুলে দেয়া হয়েছে৷ সিনেমা হলে সামাজিক দূরত্ব মেনে বসার জন্য চেয়ারগুলোতে বসিয়ে রাখা হয়েছে মিনিয়ন খেলনা৷
ছবি: Reuters/B. Tessier
বেগুনের খোসা থেকে মাস্ক
জর্ডানের শেফ ওমর সারতাওই-এর পরিকল্পনা এবং জর্ডানের ডিজাইনার প্রিন্সেস নেজলা আসেম ও সালাম ডাজানর নকশা করা মাস্ক পরে বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন এই মডেল৷ বেগুনের খোসা থেকে তৈরি করা হয়েছে এই মাস্ক৷
ছবি: Reuters/M. Hamed
সূর্যগ্রহণ দেখার ভিন্ন অভিজ্ঞতা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘কিং পাওয়ার মাহানাখোন’ ভবনের ‘মাহানাখোন স্কাইওয়াক গ্লাস ট্রে’তে বসে আংশিক সূর্যগ্রহণ দেখছে একটি ছোট্ট মেয়ে৷
ছবি: Reuters/A. Perawongmetha
9 ছবি1 | 9
প্রবীণরা যেন একাকী বোধ না করেন সেজন্য নার্সিং হোম এবং হাসপাতালগুলোতে সংক্রমণের বিরুদ্ধে বিশেষ সুরক্ষা ব্যবস্থা ও পাশাপাশি প্রবীণদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকেও সম্মান জানানো হয়- করোনা সংকটের শুরুতেই সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন ম্যার্কেল৷
প্রবীণদের শারিরীক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য অনেক নার্সিং হোম সৃজনশীল সমাধান খুঁজছে, এবার ভিডিও বার্তায় বিষয়টিকে অনুকরণীয় বলে উল্লেখ করেছেন ম্যার্কেল৷ তিনি বলেন,‘‘ আমরা এমন একটি দেশে পরিণত হতে চাই না যে রাস্তাঘাট বা পরিবহণে কেবল তরুণ বা সবল মানুষরা চলবে, বয়স্করা সংক্রমণের ভয়ে রাস্তায় বের হওয়ার সাহস পাবেন না৷''