জার্মানিতে প্রবীণদের দেখাশোনা করার কর্মী চাহিদার তুলনায় অনেক কম৷ তাই বিদেশি সেবাকর্মী নিয়োগ করে এ সমসার সমাধান খোঁজার চেষ্টা চলছে৷ এমনটাই জানালেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েনস স্পান৷
বিজ্ঞাপন
চ্যান্সেলর হিসেবে চতুর্থ মেয়াদ শুরু করেছেন আঙ্গেলা ম্যার্কেল৷ জোট সরকার গঠনের আগেই ম্যার্কেল প্রবীণদের সেবাদানে পর্যাপ্ত কর্মী নিয়োগের প্রয়োজনীতার গুরুত্ব উল্লেখ করেছিলেন৷ ড্যুসেলডর্ফের রাইনশে পোস্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী স্পান জানিয়েছেন, নতুন জোট সরকার ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে৷ তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে সেবাকর্মী আহবান করাই সবচেয়ে সুবিধাজনক উপায়৷ এর সঙ্গে জড়িতদের উপযুক্ত পারিশ্রমিক দিলে ইতিমধ্যে যাঁরা অনান্য পেশায় যুক্ত হয়েছেন, তাঁদেরও এই পরিকল্পনায় আকৃষ্ট করবে৷ ''
জানা গেছে, সাম্প্রতিককালে জার্মানি টিউনিসিয়ার ৯ জন প্রশিক্ষিত সেবিকাকে নিয়োগ দিয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীতে আরো ৮ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের৷ জার্মানির প্রথম সারির সেবা প্রতিষ্ঠানগুলো অবশ্য বলছে, ৮ হাজারে কিছুই হবে না, কারণ এ মুহূর্তে চাহিদা মেটাতে অন্তত ১ লাখ সেবাকর্মী দরকার৷
প্রবীণদের জন্য সেরা ১০টি দেশ
‘গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্স’ ২০১৫ সালে ৯৬টি দেশে জরিপ চালিয়ে প্রবীণদের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক যোগাযোগ এসবের ভিত্তিতে ১০টি দেশকে সেরা হিসেবে বেছে নিয়েছে৷
ছবি: Colourbox/Kzenon
সুইজারল্যান্ড
ষাটোধর্ব ব্যক্তিদের জন্য সেরা দেশ সুইজারল্যান্ড৷ এই দেশে প্রবীণদের জন্য সেরা স্বাস্থ্যসেবা রয়েছে, এছাড়া তাদের জন্য যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো৷ তবে ৬৫ বছরের বেশি বয়সিদের শতভাগ পেনশন সুবিধার পরও সেদেশে ১৬ দশমিক ১ ভাগ বয়স্ক মানুষ দরিদ্র৷
ছবি: picture-alliance/Keystone/U. Flueeler
নরওয়ে
প্রবীণদের ক্ষেত্রে সব বিষয়েই নরওয়ে ব়্যাংকিংয়ে শীর্ষে৷ দেশটিতে ৭১ দশমিক ১ ভাগ প্রবীণের কর্মসংস্থান রয়েছে৷ প্রবীণদের মধ্যে দরিদ্র ১ দশমিক ৮ ভাগ এবং সেদেশেও ৬৫ বছরের বেশি বয়সিদের শতভাগ পেনশন সুবিধা রয়েছে৷
ছবি: DW/M. Z. Haque
সুইডেন
সুইডেনে ষাটোর্ধ্বদের কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকার হার অনেক বেশি৷ সেখানে প্রবীণরা নিজেদের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট৷
ছবি: picture-alliance/chromorange/Media for Medical
জার্মানি
ব়্যাংকিংয়ে জার্মানির অবস্থান চতুর্থ৷ শিক্ষা ক্ষেত্রে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে এখানকার প্রবীণদের হার দ্বিতীয় সর্বোচ্চ৷ এই দেশটিও প্রবীণদের নাগরিক স্বাধীনতা, জীবন নিয়ে প্রত্যাশা এবং স্বাস্থ্যসেবার দিক দিয়ে প্রত্যাশা প্রায় শতাভাগ পূরণ করে থাকে৷
ছবি: picture-alliance/dpa
ক্যানাডা
দেশটিতে প্রবীণদের স্বাস্থ্যসেবা বেশ ভালো৷ ক্যানাডা প্রবীণদের স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা মিটিয়ে থাকে৷ এছাড়া এই দেশের বয়স্কদের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে৷ ৯৭ দশমিক ৭ ভাগ পেনশনের সুবিধা রয়েছে৷ বৃদ্ধ অবস্থায় দরিদ্রের সংখ্যা শতকরা ৬ দশমিক ৮ ভাগ৷
ছবি: picture-alliance/dpa/AP Photo/A.Lynett
নেদারল্যান্ডস
ব়্যাংকিংয়ে নেদারল্যান্ডসের অবস্থান ষষ্ঠ৷ বয়স্কদের মধ্যে দারিদ্রের হার ৩ ভাগ৷ ৬৫ বছরের বেশি বয়সে পেনশনের নিশ্চয়তা শতভাগ৷ এছাড়া নাগরিক স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে প্রবীণদের সন্তুষ্টি রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
আইসল্যান্ড
আইসল্যান্ডে প্রবীণদের মধ্যে দারিদ্র্যের হার ১ দশমিক ৬ ভাগ৷ ৬০ বছরের বেশি বয়সি মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে সন্তুষ্টি রয়েছে৷ সামাজিক যোগাযোগ, নিরাপত্তা, গণপরিবহন এবং নাগরিক স্বাধীনতা নিয়ে এখানকার প্রবীণদের সন্তুষ্টি রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
জাপান
বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণের বাস জাপানে৷ দেশটির এক তৃতীয়াংশ মানুষ প্রবীণ, অর্থাৎ তাদের বয়স ৬০ বছরের বেশি৷ স্বাস্থ্যসেবায় দেশটি তালিকায় শীর্ষে রয়েছে৷ এখানকার ৬০ বছরের প্রবীণরা আশা করেন তাঁরা আরও ২৬ বছর বাঁচবেন এবং এর মধ্যে ২০ বছরই তাঁরা সুস্থ-সবল থাকবেন৷ এছাড়া নিজেদের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা নিয়ে সন্তুষ্টি রয়েছে প্রবীণদের মধ্যে৷
ছবি: picture-alliance/AP Photo/Kyodo News
যুক্তরাষ্ট্র
ব়্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র আছে ৯ নম্বর অবস্থানে৷ শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ততার ক্ষেত্রে এটির অবস্থান শীর্ষে৷ এছাড়া এখানকার প্রবীণদের নিরাপত্তা, সামাজিক যোগাযোগ, স্বাস্থ্য সেবা এবং জীবনমান নিয়ে সন্তুষ্টি রয়েছে৷ তবে বয়স্ক মানুষদের মধ্যে দরিদ্র শতকরা ১৮ ভাগ৷
ছবি: ddp/David Hecker
যুক্তরাজ্য
সামাজিক যোগাযোগ, নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা এবং গণপরিবহন নিয়ে এখানকার প্রবীণদের মধ্যে সন্তুষ্টি রয়েছে৷ এছাড়া এখানকার ৬৫ বছরের বেশি বয়সিরা শতভাগ পেনশন সুবিধা পান৷ তবে বয়স্কদের মধ্যে ৯ দশমিক ৩ ভাগ দরিদ্র৷
ছবি: picture-alliance/dpa/T. Eisenhuth
10 ছবি1 | 10
গত কয়েক বছরে জার্মানিতে প্রবীণের সংখ্যা অনেক বেড়েছে৷ সেই অনুপাতে সেবাকর্মী বাড়েনি৷ জার্মানির রোগী অধিকার সংগঠন ডিএসপি'র এক উপদেষ্টা ডিডাব্লিউকে জানিয়েছেন, প্রবীণদের সেবা করার কাজ বছর দশেক করার পরেই অনেকে ক্লান্ত হয়ে পড়ছেন এবং এক সময় এ কাজ ছেড়ে দিচ্ছেন৷
জার্মানিতে একজন স্বাস্থসেবাকর্মীর জন্য জার্মান ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু দেখা যাচ্ছে, জার্মান ভাষার পরীক্ষায় ৫০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হচ্ছেন৷ ২০১৫ সালে ভাষা শিক্ষার পরীক্ষা আগের তুলনায় বেশ কঠিন করা হয়৷ অনেকে মনে করেন, এ কারণেই অকৃতকার্যের হার বেড়েছে৷ তাহলে কি পরীক্ষা আবার সহজ করে পাশের হার বাড়ানো উচিত? ডিএসপি'র চেয়ারম্যান ইউজেন ব্রিশ মনে করেন, পরীক্ষা সহজ করলে ফল খুব ভয়াবহ হবে, কেননা, সেবাকর্মীদের ভাষা ভালো জানা না থাকলে রোগী বা সেবাপ্রার্থীর সঙ্গে ভাব বা তথ্যের আদান-প্রদান করা কঠিন হবে৷