1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্রভাবশালীদের কাছে শিক্ষকের কোনো মর্যাদা নেই'

১০ জুন ২০১৬

‘প্রভাবশালীদের কাছে শিক্ষকের কোনো মর্যাদা নেই' – শিক্ষকের মর্যাদা সম্পর্কে ডিডাব্লিউ-র ফেসবুক পাতায় এই মন্তব্যটি করেছেন একজন পাঠক৷ সাধারণ মানুষের মধ্যেও শিক্ষককে সম্মান না করার মনোভাবের কথা জনিয়েছেন কেউ কেউ৷

Bangladesch Iresh Zaker
ছবি: Privat

ডয়চে ভেলের পাঠক আকাশ আহমেদের মতে, ‘‘আজ যারা শিক্ষক তাঁরা সবাই সাধারণ জীবনযাপন করেন কারণ এঁদের সাধারণ মানুষ সম্মান করে৷ তবে প্রভাবশালীদের কাছে শিক্ষকের কোনো মর্যাদা নেই৷''

ফেসবুকবন্ধু সালেক মোহাম্মদ জানিয়েছেন যে, তিনি আকাশ আহমেদের মন্তব্যের সাথে মোটামুটি একমত৷ তবে সবাই নাকি একরকম নয়৷

অন্যদিকে, শিক্ষকের মর্যাদা সম্পর্কে বন্ধু অর্জুন বৈদ্যের মতামত হলো, ‘‘আমাদের দেশে কিছু সংখ্যক অসহিষ্ণু ছাত্ররা আছে, তা ঠিক৷ তবে অবশ্যই মা-বাবার দায়িত্ব সবার আগে৷ কারণ অনেক সময়ই দেখবেন, বাচ্চারা স্কুলে গিয়ে মার খাওয়ার আগে স্কুলে যাবার জন্য ঘরে মার খায়৷''

জার্মানিতে বসবাসকারী একজন বাঙালি ছাত্র শাহ মঈন ইসলাম ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘আমি জার্মানির একটি স্কুলে লেখাপড়া করি৷ এখানে বাংলাদেশের মতো শিক্ষককে সম্মান দেওয়া হয় না৷ আমি একজন শিক্ষককের সাথে আলাপ করেছিলাম৷ বাংলাদেশের শিক্ষকরা অনেক সম্মান পান, কিন্তু এখানে তেমন না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ