1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রভাবশালীরা ভবন নির্মাণ নীতিমালা মানছেন না: আব্দুর রাজ্জাক

৫ জুন ২০১০

ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে মন্তব্য করেছেন৷

ড. আব্দুর রাজ্জাক (ফাইল চিত্র)ছবি: Mustafiz Mamun

পুরান ঢাকায় ভয়াবহ আগুনের ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না সরকার৷ এর পেছনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলা এবং লোভী মানসিকতা কাজ করেছে বলে সরকার মনে করছে৷ বিশেষ করে ওই এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরি আগুনের ভয়াবহতা বাড়িয়ে দেয়৷ ওই ফ্যাক্টরিটি ছিল অবৈধ৷ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ডয়চে ভেলেকে জানান, তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার৷

তিনি জানান, রাজধানীতে ভবন নির্মাণে অনেক ক্ষেত্রেই ভবন নির্মাণ নীতিমালা অনুসরণ করা হয়না৷ ফলে দুর্ঘটনা বাড়ছে৷ ভবন নির্মাণকারীরা যেমন এটি ভঙ্গ করেন, তেমনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকও এর জন্য দায়ি৷ রাজউক তার দায়িত্ব ঠিকমতো পালন করছেনা৷ একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না৷ তারা অবৈধ প্রভাব খাটিয়ে বে-আইনীভাবে স্থাপনা নির্মাণ করেন৷

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, পুরনো ঢাকার এই ভয়াবহ আগুন আর প্রানহানির ঘটনায় সরকারের পক্ষ থেকে সংসদে একটি বিবৃতি দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ