1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপের নক-আউট পর্বে যুক্তরাষ্ট্র, সুইডেন

৩ জুলাই ২০১১

প্রমীলা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেন৷ শনিবার গ্রুপ-সি’তে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় মার্কিন প্রমীলারা৷ অন্যদিকে, ১-০ গোলে উত্তর কোরিয়াকে হারিয়েছে সুইডেন৷

Fussball, Fifa Frauen-Weltmeisterschaft Deutschland 2011, Vorrunde, Gruppe C, Spiel 13, USA - Kolumbien, Samstag (02.07.11), Rhein-Neckar-Arena, Sinsheim: Die US-Amerikanerin Rachel Buehler (l.) und Kolumbiens Katerin Castro kaempfen um den Ball. +++ Der dapd Sportdienst ist ueber den dapd newsplaner nutzbar. Die kostenlose Freischaltung kann unter newsplaner.de beantragt werden +++ Foto: Oliver Lang/dapd
উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: dapd

কলম্বিয়া দলকে হারিয়ে গ্রুপ-সি'র শীর্ষে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র৷ সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানের কারণে এই দলে সুইডেনের অবস্থান দ্বিতীয়৷ আগামী বুধবার ভোল্ফসবুর্গে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেন৷

শনিবারের খেলায় কলম্বিয়ার বিপক্ষে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে মার্কিনিরা৷ কিন্তু প্রতিপক্ষের ভাগ্য ভালো বলতে হবে৷ মার্কিনিদের কমপক্ষে দুটি শট গোল বারে লেগে ফেরত এসেছে৷ তবুও খেলার ১২ মিনিটের মাথায় গোল পান ও'ব়্যাইলি৷ এরপর দ্বিতীয়ার্ধের ৫০ এবং ৫৭ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের পক্ষে গোল ব্যবধান বাড়ান মেগান রেপিনো এবং কার্লি লিওড৷ অন্যদিকে কলম্বিয়ার একটি গোল বাতিল হয়েছে অফ-সাইড এর কারণে৷ জিন্সহাইমে'র মাঠে এই খেলা দেখেছেন সাড়ে ২৫ হাজার দর্শক৷

বিজয়ের উল্লাসছবি: dapd

যুক্তরাষ্ট্রের কোচ পিয়া সান্ডহেগ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দলের সুবিধা হচ্ছে, আমরা সেই ১৯৯১ সাল থেকেই স্বর্ণ, রোপ্য আর ব্রোঞ্জ জয় করছি৷ তাই প্রয়োজন হলে আমরা এসব অর্জনের কথা স্মরণ করতে পারি৷ চলতি আসর সম্পর্কে পিয়া'র মন্তব্য, উত্তর কোরিয়া আর কলম্বিয়ার সঙ্গে খেলায় মনে হয়েছে আমরা তৈরি হয়েই এসেছি৷

এদিকে, উত্তর কোরিয়াকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে সুইডেনকে৷ আউকসবুর্গে প্রায় চব্বিশ হাজার দর্শকের সামনে নান্দনিক গোলটি করেন লিসা ডাল্ভিস্ট৷ ৬৪ মিনিটের মাথায় কার্যত তিন মধ্যমাঠের তারকার চেষ্টায় জয়সূচক গোলটি পায় সুইডেন৷

গ্রুপ পর্বে দুটি করে ম্যাচে হারের ফলে প্রমীলা বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ল উত্তর কোরিয়া এবং কলম্বিয়া৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ