1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান

১৪ জুলাই ২০১১

রবিবার ফ্রাঙ্কফুর্টে ফাইনাল ম্যাচে জিতে বিশ্বকাপ ঘরে নিয়ে যাবে অ্যামেরিকা বা জাপান৷ শনিবার তৃতীয় স্থানের জন্য লড়বে ফ্রান্স ও সুইডেন৷

Sweden's Josefine Oqvist and Japan's Azusa Iwashimizu compete for the ball during the semifinal match between Japan and Sweden at the Women’s Soccer World Cup in Frankfurt, Germany, Wednesday, July 13, 2011. (Foto:Matthias Schrader/AP/dapd)
ছবি: dapd

জার্মানির পর পর তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবার স্বপ্ন আগেই ভেঙে গেছে৷ এবারের বিশ্বকাপের শিরোপার দৌড়ে শেষ সংঘাত হবে অ্যামেরিকা ও জাপানের মধ্যে৷ তৃতীয় স্থান পেতে লড়বে ফ্রান্স ও সুইডেন৷ তা সত্ত্বেও জার্মানিতে প্রমীলা বিশ্বকাপকে ঘিরে আগ্রহে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না৷

বুধবার সন্ধ্যায় ম্যোনশেনগ্লাডবাখ শহরে প্রথম সেমিফাইনালে ৩-১ গোলে ফ্রান্সকে হারিয়ে অ্যামেরিকা ফাইনালে পৌঁছে যায়৷ অলিম্পিক চ্যাম্পিয়ন মার্কিনিরা ১৯৯১ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছলো৷ ফ্রাঙ্কফুর্টে দ্বিতীয় সেমিফাইনালে জাপান প্রথমে সুইডেনের কাছে ১ গোল খেয়েও ম্যাচের সিংহভাগের ওপর নিয়ন্ত্রণ বহাল রাখতে সক্ষম হয়৷ এবং শেষ পর্যন্ত ৩:১ গোল করে সুইডেনের ফাইনালে ওঠার স্বপ্ন নস্যাৎ করে দেয়৷

ছবি: dapd

এবার সবার নজর সপ্তাহান্তের দিকে৷ শনিবার সিন্সহাইম শহরে তৃতীয় স্থান দখলের জন্য লড়াই করবে ফ্রান্স ও সুইডেন৷ তারপর রবিবার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ৷ অ্যামেরিকা ও জাপানের মধ্যে কে বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে পারে, রেকর্ড সংখ্যক দর্শক তা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেইসঙ্গে শুরু হয়েছে দুই টিমের চুলচেরা বিশ্লেষণ, যাতে আগেভাগেই তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়৷

মার্কিন প্রমীলা দল সম্পর্কে ‘ডেয়ার স্পিগেল' পত্রিকার অনলাইন সংস্করণ তিনটি বিশেষণ ব্যবহার করেছে – বিনয়ী, পারদর্শী ও সফল৷ অ্যামেরিকাই ‘ফেভারিট' বলে মনে করছে এই পত্রিকা৷ তবে দলকে ঘিরে এত উচ্ছ্বাস সত্ত্বেও কোচ পিয়া সান্ডহেজ ফাইনাল ম্যাচের প্রস্তুতিতে কোনোরকম ঢিলেঢালা করতে প্রস্তুত নন৷ প্রতিপক্ষ হিসেবে জাপানকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তিনি৷ অন্যদিকে জাপান ফুটবলের ইতিহাসে এর আগে কখনো এত বড় সাফল্য পায় নি৷ ফলে আরো এক ধাপ এগিয়ে ফাইনালে মার্কিন দলকে হারাতে বদ্ধপরিকর জাপানি নারীরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ