1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপে জয় পেল জাপান, ইংল্যান্ড-মেক্সিকো ড্র

২৮ জুন ২০১১

প্রমীলা বিশ্বকাপে জয় দিয়েই সোমবার যাত্রা শুরু করল জাপান৷ নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সেদল৷ অন্যদিকে, ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে তাক লাগিয়েছে মেক্সিকো৷

Mexiko hat mit einem Unentschieden gegen England seine Beteiligung im WM begonnen. Das Spiel war voller Leidenschaft für die Spielerinnen und auch für die vielen Fans, die das mexikanischen Team in Wolfsburg unterstützten.
ইংল্যান্ড-মেক্সিকোর খেলায় উত্তেজনার ভিড়ছবি: DW

জার্মানিতে গতকাল আবহাওয়া বেশ গরম ছিল৷ তবুও বোখুমে জাপান-নিউজিল্যান্ড খেলা দেখতে মাঠে হাজির তের হাজার দর্শক৷ জাপানের লাল-সাদা পতাকার ভিড় একটু বেশিই ছিল সেখানে৷ খেলার শুরুতেই জাপানের সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান ইয়ুকি নাগাসাতো৷ অবশ্য ১২ মিনিটেই লম্বা পাস থেকে প্রাপ্ত বলে মাথা ঠুকিয়ে সমতা আনেন নিউজিল্যান্ডের আম্বার হের্নস৷ এরপর সমানতালে লড়েছে অপেক্ষাকৃত দুর্বল কিউয়িরা৷ খেলার ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি এরিয়ার সামান্য বাইরে থেকে ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন জাপানের আয়া মিয়ামা৷

ভোল্ফসবুর্গে ইংল্যান্ডের মুখোমুখি হয় মেক্সিকো৷ মাঠে দর্শকের সংখ্যাও ছিল প্রায় ১৯,০০০৷ সে ম্যাচের ২১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেয় ইংল্যান্ডের ফারা উইলিয়ামস৷ এরপর ৩৩ মিনিটের মাথায় পাল্টা গোল করে সমতা আনেন মেক্সিকোর মনিকা ওকাম্পো৷ খেলা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওকাম্পো৷ তিনি বলেছেন, আমাদের জন্য এই ফলাফল মানে ড্র' এক বিশাল সাফল্য৷ ইংল্যান্ড অনেক বড় দল৷

ছবি: DW

ইংলিশদের ম্যানেজার হোপে পাওয়েল অবশ্য খানিকটা হতাশা প্রকাশ করেছেন ম্যাচ শেষে৷ তাঁর কথায়, আমরা জিততে পারিনি তাই খানিকটা বিষন্ন, তবে হারতে যে হয়নি তাতেই সন্তুষ্ট৷

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে জাপান এখন গ্রুপ-বি এর শীর্ষে রয়েছে৷ ইংল্যান্ড এবং মেক্সিকোর ভাণ্ডারে জমা পড়েছে একটি করে পয়েন্ট৷ গ্রুপ-সিতে আজ কলম্বিয়া মুখোমুখি হবে সুইডেনের৷ অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে৷ বলে রাখা ভাল, এবারের আসরে অন্যতম শক্তিশালী দল যুক্তরাষ্ট্র৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ