1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা সামলাতে পারছে না জার্মানি

১১ জুলাই ২০১১

পর পর তিন বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন জার্মানির জাতীয় দলের খেলোয়াড়রা৷ কিন্তু দেশের মাটিতেই কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর শোকে মুহ্যমান তারা৷

Germany's Nadine Angerer (L) and Saskia Bartusiak react after the quarter-final soccer match of the FIFA Women's World Cup between Germany and Japan at the Arena im Allerpark in Wolfsburg, Germany 09 July 2011. Photo: Carmen Jaspersen dpa/lni
জাপানের কাছে হারার পর...ছবি: picture-alliance/dpa

খেলায় হার-জিত রয়েছে – একথা মেনে নিয়েও প্রশ্ন উঠছে, এমন অঘটন কীভাবে ঘটলো? তাহলে কি টিমের খোলনলচে বদলে নতুন করে শুরু করতে হবে? কোচ হিসেবে সিলভিয়া নাইড কি সেই কাজ করতে পারবেন – নাকি তিনি নিজেই এই ব্যর্থতার জন্য দায়ী? এমন নানা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে৷ টিমের সাফল্য ফিরিয়ে আনতে কোচ হিসেবে নাইড'এর হাতে প্রায় ২ বছর সময় রয়েছে৷ তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০১৬ সালে৷ ২০১৩ সালে সুইডেনে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে জার্মান প্রমীলারা আবার ঘুরে দাঁড়াবার সুযোগ পাবে৷ শুধু বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নয়, জার্মান প্রমীলা টিম আগামী বছর লন্ডনে অলিম্পিক প্রতিযোগিতায় খেলার সুযোগও হাতছাড়া করেছে৷ ফলে এই বাড়তি সময় পাওয়া গেছে৷

প্রমীলা বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা সামলাতে পারছে না জার্মানি...একেবারেই!ছবি: dapd

তবে টিমে কোনো বড় রদবদলের কথা ভাবছেন না নাইড৷ বির্গিট প্রিনৎস ও আরিয়ানে হিংস্ট বিশ্বকাপের আগেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ এছাড়া বাকি সবাইকেই আপাতত টিমে রাখতে চান নাইড৷ এবারের বিশ্বকাপে দেখা গেছে, যে জার্মান নারীরা মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলার কাজে বেশ পারদর্শী, কিন্তু ডিফেন্স অপেক্ষাকৃত দুর্বল৷ প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগাতে পারলেই গোল করতে পেরেছে৷ দুর্গের প্রাচীরে সেই ফাটল বন্ধ করাই নাইড'এর অন্যতম প্রধান কাজ হবে৷

তবে জার্মানির ব্যর্থতার পর নাইড'এর বিরুদ্ধেও বেশ সমালোচনার ঝড় উঠেছে৷ তাঁর কাঁধেই ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছেন অনেকেই৷ খোদ জার্মান ফুটবল ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট রল্ফ হকে বলেছেন, নাইড'কে বেশ কিছু অপ্রিয় প্রশ্নের জবাব দিতে হবে৷ তবে প্রেসিডেন্ট টেও সোয়ানসিগার নাইড'এর যোগ্যতা নিয়ে এখনো কোনো প্রশ্ন তুলতে প্রস্তুত নন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ