1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপ ফুটবল হবে মাইলফলক - সেপ ব্লাটার

২৬ জুন ২০১১

জার্মানির রাজধানী বার্লিনে আজ শুরু হচ্ছে প্রমীলা বিশ্বকাপ ফুটবলের আসর৷ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার এখন বার্লিনে৷ সাংবাদিক সম্মেলনে ব্লাটার এই আসরকে মাইলফলক বলে অভিহিত করলেন৷

Fussball, Fifa Frauen-Weltmeisterschaft Deutschland 2011, Pressekonferenz Fifa, Freitag (24.06.11), Olympiastadion, Berlin: Die deutsche Spielerin Kim Kulig sitzt auf dem Podium. Mit der Kampagne "Live your goals" will die Fifa den Frauenfussball weiter foerdern. +++ Der dapd Sportdienst ist ueber den dapd newsplaner nutzbar. Die kostenlose Freischaltung kann unter www.newsplaner.de beantragt werden +++ Foto: Axel Heimken/dapd
জার্মানিতে শুরু হচ্ছে প্রমীলা বিশ্বকাপ ফুটবলছবি: dapd

প্রমীলা বিশ্বকাপ ফুটবল আসরের জন্য প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আজ৷ প্রস্তুত বার্লিন৷ সেজেছে নানা রঙে আর নানা সাজে৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা - ফিফার প্রধান সেপ ব্লাটার৷ প্রথম দিন মাঠে নামছে নাইজেরিয়া এবং ফ্রান্স৷ এছাড়া ক্যানাডার ফুটবল তারকাদের বিপক্ষে লড়বেন স্বাগতিক জার্মান প্রমীলা ফুটবল তারকারা৷

আসর শুরুর আগে, সাংবাদিক সম্মেলনে প্রমীলা ফুটবল বিশ্বকাপ নিয়ে বেশ আশার কথা শোনালেন ব্লাটার৷ প্রমীলা ফুটবলের জন্য তহবিল বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি৷ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতে স্পেন পেয়েছিল তিন কোটি ডলার৷ আর সেই আসরের পদকের জন্য মোট তহবিল ছিল ৪২ কোটি ডলার৷ এছাড়া দক্ষিণ আফ্রিকায় যেসব দল গ্রুপ পর্যায়েই ছিটকে পড়েছিল তাদের প্রত্যেকটি দলকে দেওয়া হয়েছিল ৮০ লাখ ডলার করে৷ অথচ প্রমীলা বিশ্বকাপ আসরের পুরস্কারের জন্য তহবিল মাত্র ৬০ লাখ ডলার৷ এতো স্বল্প পরিমাণ তহবিলের জন্য ব্লাটার নিজেও আশ্চর্য বলে জানালেন শনিবার৷ তিনি প্রমীলা ফুটবল আসরের জন্য তহবিলের আকার বাড়ানোর ঘোষণা দেন৷

ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটারছবি: dapd

তিনি আরো বলেন, ‘‘১৯৯৫ সালে আমি যখন বলেছিলাম যে, ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ হলো প্রমীলা আসর, তখন আমি সেটা প্রকৃতপক্ষে বিশ্বাস না করেই বলেছিলাম৷ কিন্তু এখন আমি সত্যিই বিশ্বাস করি যে, আমরা খুব ভালো মানের ফুটবল খেলা দেখবো এই আসরে৷ এছাড়া খেলা পরিচালনার ক্ষেত্রেও আমরা আরো উৎকর্ষ দেখতে পাবো বলে মনে করি৷ এটা হবে একটি মাইলফলক৷''

এদিকে, সাম্প্রতিক কেলেঙ্কারিতে কালিমাযুক্ত হয়ে পড়া ফিফার প্রশ্নবিদ্ধ অবস্থানের কারণে কেউ যেন ফিফা প্রধানের প্রতি অসম্মানজনক মন্তব্য না ছুঁড়ে দেন ভক্তদের প্রতি সেই আহ্বান জানালেন আয়োজক কমিটির প্রধান স্টেফি জোন্স৷ তিনি বলেন, ‘‘আমরা ভালো আয়োজক এবং আমি আশা করি কেউ কোন কটুক্তি কিংবা অপমানজনক শিস দেবেন না৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ