1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রযুক্তির সাহায্যে ম্যাজিক আরও জাদুময়

৯ আগস্ট ২০১৮

পিটার ভ্যালেন্স বিশ্বখ্যাত এক ইলিউশনিস্ট৷ চোখধাঁধানো সব স্টান্ট দেখিয়ে তিনি নিজের ম্যাজিক শোতে দর্শকদের মুগ্ধ করে দেন৷ এমন সব কৌশল লাস ভেগাস শহরের বর্ণাঢ্য শো-গুলিতে বেশ মানায়৷

ছবি: DW

জটিল প্রযুক্তি প্রয়োগ করে চোখে ধুলো দেওয়াই ভ্যালেন্স-এর বৈশিষ্ট্য৷ তাঁর সরঞ্জাম লাস ভেগাসেই তৈরি৷ প্রত্যেক অনুষ্ঠানের আগে সেটি পরীক্ষা করতে হয়৷ তাঁর সর্বশেষ চমক হলো এমন করাত, যা দিয়ে মঞ্চে আসা কোনো দর্শকের মাথা কেটে ফেলার বিভ্রম সৃষ্টি করা যায়৷ অবশ্যই সেই ব্যক্তির কোনো ক্ষতি হয় না৷ কিন্তু মঞ্চে কাজে লাগানোর আগে সেই কৌশলকে আরও নিখুঁত করে তুলতে হবে৷

পিটার বলেন, ‘‘দেখতে অবশ্যই অত্যন্ত মৌলিক মনে হলেও ম্যাজিকের ক্ষেত্রে সেটাই প্রবণতা৷ মানুষ আর এখন চাকচিক্য পছন্দ করেন না৷ এখন সবকিছু দেখতে ‘ইন্ডাস্ট্রিয়াল' বা ব্যবহৃত হতে হবে৷ অর্থাৎ দেখলে মনে হবে ওয়ার্কশপ থেকে এসেছে, অনেকবার ব্যবহার করা হয়েছে৷''

ম্যাজিকে প্রযুক্তির প্রয়োগ

03:28

This browser does not support the video element.

মঞ্চে তাঁর নাম পিটার ভ্যালেন্স হলেও আসল নাম পেটার ম্যুনস্ট৷ বয়স ৩৮৷ জার্মানির দক্ষিণে জন্ম হলেও এখন তিনি বার্লিনে থাকেন৷ বছরে ৭০০র মতো অনুষ্ঠান করেন ভ্যালেন্স৷ যেখানেই যান, সঙ্গে অনেক লটবহর নিয়ে যেতে হয়৷

প্রায় ২০ বছর ধরে পেশাদারী শিল্পী হিসেবে কাজ করছেন তিনি৷ ম্যাজিকের প্রতি তাঁর আকর্ষণ শিশু বয়সেই শুরু হয়েছিল৷ তবে এমন কৌশল আয়ত্ত করতে অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়৷ যত কম বয়সে শুরু করা যায়, ততই ভালো৷ পিটার ভ্যালেন্স বলেন, ‘‘এটা এমন এক ম্যানিপুলেশন ট্রিক, অর্থাৎ ম্যাজিকের এমন কৌশল যা পুরোপুরি ছলচাতুরীর উপর নির্ভরশীল৷ সবার আগে এটাই শিখতে হয়৷ বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাতসাফাই৷''

জাদুকররা ম্যাজিক দেখান বটে, কিন্তু তাঁদের নিয়মিত অনুশীলন করে যেতে হয়৷ পিটারের নিজস্ব রিহার্সাল কামরাও আছে৷ তিনি বলেন, ‘‘এটাই হলো আসল মজা৷ মানুষ বিশাল মাত্রার চোখ-ধাঁধানো ম্যাজিক কৌশল দেখে মুগ্ধ হন বটে, কিন্তু কখনো ছোট আকারের হাতসাফাইয়ের ম্যাজিক তাঁদের সবচেয়ে বিস্মিত করে৷''

বাহুল্যবর্জিত হলেও সেগুলিই সবচেয়ে জাদুময় মূহূর্ত৷

বেটিনা বুশ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ