1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান শিল্প-বাণিজ্য ক্ষতির মুখে

৮ জুন ২০১২

শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় প্রথম দশটি দেশের মধ্যে পড়ে জার্মানি৷ কিন্তু বিভিন্ন শাখায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের অভাব এতদিনে জার্মান সরকারেরও টনক নড়িয়েছে৷ বিদেশ থেকে কর্মী আনানো ছাড়া পন্থা নেই৷

ছবি: picture-alliance/Frank May

জার্মান শ্রম বাজারের অবস্থা প্রথম নজরে ভালোই মনে হতে পারে, কেননা কর্মহীনদের সংখ্যা কমছে৷ অন্যদিকে খালি চাকরির সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে৷ ফেডারেল শ্রমসংস্থান সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিগত জুন মাসে জার্মানিতে প্রায় পাঁচ লাখ চাকরি খালি ছিল, অর্থাৎ পাঁচ লাখ চাকরির জন্য কর্মী খোঁজা হচ্ছিল৷

তথাকথিত মেকাট্রনিক, সেই সঙ্গে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম সংক্রান্ত যা কিছু, এছাড়া ধাতু শিল্প, মেশিন নির্মাণ শিল্প, গাড়ি শিল্প, এমনকি মাল পরিবহণ অথবা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পেশাতেও আজ জার্মানিতে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না৷ আইটি, অর্থাৎ তথ্য-প্রযুক্তি শাখার তো কথাই নেই৷ জার্মান তথ্য-প্রযুক্তি শিল্প সমিতি বিটকম'এর মুখ্য কার্যনির্বাহী ব্যার্নহার্ড রোহলেডার বলেন, ‘‘আমরা জানি, আমাদের শাখায় আমরা প্রায় দেড় বিলিয়ন ইউরো পরিমাণ ব্যবসা হারাচ্ছি, কেননা তার জন্য যথোপযুক্ত কর্মী আমাদের হাতে নেই৷ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের অভাবে সরাসরি ব্যবসায়িক ক্ষতি হচ্ছে৷ এছাড়া নতুন পণ্য সৃষ্টিও ব্যাহত হচ্ছে, কেননা সেজন্য উদ্ভাবনশীল মস্তিষ্কের মানুষদের প্রয়োজন৷''

ভবিষ্যতে যা'তে শিল্প-বাণিজ্যের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাওয়া যায়, সেজন্য তিনভাবে এগোতে হবে, বলে রোহলেডার'এর অভিমত৷ প্রথমত, জার্মান শিক্ষাব্যবস্থাকে তার উপযোগী করে তুলতে হবে৷ দ্বিতীয়ত, বর্তমানে যেসব মহিলা ও প্রবীণেরা শ্রমবাজারে নেই অথবা শ্রমবাজার থেকে বিদায় নিয়েছেন, তাদের সক্রিয় করতে হবে৷ তৃতীয়ত, অভিবাসন নীতির আধুনিকীকরণ করতে হবে৷

বস্তুত বিদেশ থেকে কর্মী আনানো ছাড়া পন্থা নেইছবি: picture-alliance/ZB

কিন্তু শ্রমিক-কর্মীদের এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরেই খুব সহজ নয়৷ ঋণ সংকটের ফলে ইউরোপে বহু মানুষ এখন চাকরির খোঁজে৷ তবুও গ্রিস, স্পেন কিংবা পর্তুগাল থেকে খুব বেশি মানুষ যে জার্মানিতে আসতে আগ্রহী, এমন মনে হয় না৷ ফেডারেল শ্রমসংস্থান সংস্থার প্রধান হাইনরিশ আল্ট বলেন, ‘‘হ্যাঁ, ইউরোপের অভ্যন্তরে অভিবাসন বেড়েছে৷ এ'বছর ইইউ থেকে জার্মানিতে শ্রমিক-কর্মীদের অভিবাসন গতবছরের তুলনায় আরো লাখ দেড়েক বাড়বে, বলে আমাদের ধারণা৷ জার্মান শিল্পসংস্থাগুলি পরিকল্পিতভাবে অন্য দেশে কর্মীর খোঁজ চালাচ্ছে, কিন্তু তা শুধুমাত্র কয়েকটি পেশায়, যেখানে কর্মীর বিশেষ অভাব রয়েছে৷ এবং খুব যে বেশি কর্মী আনা হচ্ছে, এমন নয়৷''

বস্তুত খোঁজ চলেছে ইঞ্জিনিয়ারদের অথবা আইটি বিশেষজ্ঞদের৷ এক্ষেত্রে ইইউ'এর বাইরে থেকেও যে খুব বেশি যোগ্যতাসম্পন্ন কর্মী জার্মানিতে আসছেন , এমন নয়৷ ইউরোপীয় ইউনিয়নের ব্লু কার্ড নিয়মাবলী অনুযায়ী ইঞ্জিনিয়াররা, অথবা যে'সব পেশায় জার্মানিতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের অভাব, সে'সব পেশার মানুষরা বছরে প্রায় ৩৫ হাজার ইউরো মাইনে দেখাতে পারলেই জার্মানিতে আসতে পারবেন৷ কিন্তু তা'তে যে কিছু জার্মানিতে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যাবে, বিটকম'এর মুখ্য কার্যনির্বাহী রোহলেডার তা মনে করেন না, ‘‘আমার একটি আশ্চর্য অভিজ্ঞতা হয় ভারতে৷ সেখানে আমি এক আইটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, যার তখন জার্মানি যাওয়ার কথা৷ বিশেষজ্ঞটি শুধু নিজেকেই নয়, আমাকেও জিজ্ঞাসা করছিলেন: ‘আমি ভুলটা কোথায় করলাম? আমাকে কেন জার্মানি যেতে হচ্ছে?' জার্মানিতে স্ট্র'বেরি পাওয়া যায়, এর বেশি তিনি কিছু জানতেন না৷ হয়তো কোনো জার্মান ফুটবল খেলোয়াড় কিংবা গাড়ির নাম৷ কিন্তু একজন কুশলী ভারতীয় আইটি বিশেষজ্ঞের পক্ষে জার্মানি যাওয়াটা হল এক ধরণের সাজা৷ জার্মানি তার কাছে স্বপ্নের দেশ নয়৷''

পরিসংখ্যানই বলে দিচ্ছে রোহলেডার'এর কথাটা কত সত্যি৷ ২০১১ সালে ইইউ-বহির্ভূত দেশগুলি থেকে ১,২২১ জন ডাক্তার স্থায়ীভাবে জার্মানিতে আসেন৷ ২০১০ সালে এই সংখ্যা ছিল ৭৯৫৷ ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইইউ-বহির্ভূত দেশগুলি থেকে আগতদের সংখ্যা গত দু'বছরে মাত্র ৩০০ বেড়ে ১,১৯১'তে দাঁড়িয়েছে৷ অর্থাৎ যতদিন বসবাসের স্থান হিসেবে জার্মানি শিক্ষিত, প্রতিভাবান বিদেশিদের পক্ষে আকর্ষণীয় নয়, ততদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না৷ অপরদিকে বার্লিনে বিরোধীপক্ষের মতে অভিবাসীদের আনার আগে, দেশের মানুষদের মধ্যে যে সম্ভাবনা আছে, তার সদ্ব্যবহার করা দরকার৷ সে টানাপোড়েনের ফলেও মূল সমস্যা সমস্যাই থেকে যাচ্ছে৷

প্রতিবেদন: সাবিনে কিনকারৎস/অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ