1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রেসিডেন্টের কড়া মন্তব্য

৮ মার্চ ২০১৮

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষকসহ শিক্ষার্থীদের বাবা-মায়েদের জড়িত থাকার খবরে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ৷ সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নীতি-নৈতিকতা বিবর্জিত সাফল্য কারও কাম্য হতে পারে না৷

ছবি: Getty Images/AFP/M. Zaman

যে শিক্ষকরা প্রাইভেট পড়ান তাঁরা নিজেদের বাজার বাড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রশ্ন বলে দেন বলে অভিযোগ করেন রাষ্ট্রপতি৷ ‘‘অহন কথা কইলে তো খারাপ কথা কইতে হয়৷ কিন্তু দেশ ও জাতির স্বার্থে তাঁদের ফায়ারিং স্কোয়াডে দেয়া উচিত,’’ বলেন তিনি৷

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ঐ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর ছোটবেলার অভিজ্ঞতাও বর্ণনা করেন৷ সেই সময় নকল করাকে কেমন হেয় চোখে দেখা হতো সেটি বলেন তিনি৷ এখনকার বাবা-মায়েরা সন্তানের সাফল্যের জন্য অসৎ উপায় অবলম্বন করেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি৷ ‘‘শোনা যায় এখনকার বাবা-মায়েরা সন্তানদের নকল সাপ্লাই দেন৷ এটা কী করে হয়! এর চেয়ে জঘন্য, লজ্জাকর আর কী হতে পারে,’’ বলেন আব্দুল হামিদ৷ নীতি-নৈতিকতা বিবর্জিত সাফল্য কোনোভাবেই কাম্য হতে পারে না বলে জানান রাষ্ট্রপতি৷ প্রশ্নপত্র ফাঁস রোধে কিছু প্রস্তাবও তুলে ধরেন আব্দুল হামিদ৷

প্রাথমিক শিক্ষকদের বেতন ও প্রোটোকল নিয়ে দুঃখ না পাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি৷ তিনি বলেন, শিক্ষার্থীরা অন্য যে কোনো পর্যায়ের শিক্ষকদের চেয়ে প্রাথমিক শিক্ষকদের বেশি সম্মান করে এবং তাঁদের কথা আজীবন মনে রাখে৷ ‘‘আপনারা প্রতিটি ছেলেমেয়ের মনে যেভাবে সারাজীবন থাকবেন এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না,’’ প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বলেন রাষ্ট্রপতি৷

জেডএইচ/ডিজি

২০১৬ সালের জুন মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ