1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটার তালিকা নিয়ে প্রশ্ন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ আগস্ট ২০১৩

আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন৷ তবে সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কমিশনের প্রস্তুতি সন্তোষজনক নয়৷ ভোটার তালিকায় গলদ ছাড়াও আছে নানা সমস্যা৷

Narayanganj City Corporation Election, Bangladesh Size: Flash and Standard (any three from your choice) Description: Narayanganj City Corporation Election taking place today. This election has created huge attention. Decleration: DW correspondent Samir Kumar Day sent these photos. copyright : Samir Kumar Day 30.11.2011
ছবি: DW/S. Kumar Day

জানুয়ারি মাসের শেষ দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন৷ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাররা একাধিকবার একথা বলেছেন৷ বিদেশি কূটনীতিকদের সঙ্গে গেল সপ্তাহের বৈঠকেও একই কথা বলা হয়েছে৷ প্রধান নির্বাচন কমশিনার তখন বলেন, নির্বাচনের জন্য তাদের পুরো প্রস্তুতি রয়েছে৷

সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো কোনো রাজনৈতিক সমাধান না হলেও নির্বাচন কমিশন যথা সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে, এটাই স্বাভাবিক৷ কিন্তু তাঁর বিবেচনায় নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি নেই৷ তিনি বলেন, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ এবং আইনি কঠামো নিয়ে উল্লেখ করার মতো বহু সমস্যা আছে৷

বদিউল আলম মজুমদার বলেন, দেশে জনসংখ্যা বেড়েছে ১.৩৫ ভাগ হারে, কিন্তু ভোটার বেড়েছে ২.৭৬ ভাগ হারে যা সন্দেহজনক এবং অধিক হারে ভোটার বাড়ার বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন৷ এদিকে শতকরা ১৫ শতাংশ ভোটার আইডি কার্ডের আইডি নাম্বার ভুল৷ এই ভুল কেন হলো, তা জানা এবং সংশোধনের উদ্যোগ এখনো নেয়া হয়নি৷ তিনি জানান, এর আগে ভোটার তালিকা আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করানো হলেও এবার তা এখনো করা হয়নি৷ আর সবচেয়ে বড় কথা হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা এখনো ছাপা শেষ হয়নি৷

বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, সংসদীয় এলাকার সীমানা পুনর্নিধারণ নিয়ে কমিশন চরম পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে৷ এ নিয়ে বিরোধী দলের অভিযোগ তো আছেই, এমনকি সরকারি দলের এমপিরাও অভিযোগ করেছেন৷ কিন্তু নির্বাচন কমিশনের আইনি কাঠামো এখনো চূড়ান্ত হয়নি৷ তারা নানা বিষয় নিয়ে দোদুল্যমান৷ যেমন প্রার্থীতা বাতিলে তাদের ক্ষমতা নিয়ে নানা ধরনের নাটক হয়েছে৷

তিনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়হীনতা কাজ করছে৷ আর নির্বাচন কমিশনের সচিব অনেক সিদ্ধান্তের কথা জানাচ্ছেন, যা কমিশনাররা জানেন না৷

বদিউল আলম মজুমদারের মতে, নির্বাচন কমিশনকে শুধু মুখে বললেই হবে না যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত৷ তাদের তা কাজে প্রমাণ করতে হবে৷ আর তাদের কাজের মধ্য দিয়েই সব দলের আস্থা অর্জন করতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ