1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসাধনী যেভাবে চোখের ভ্রম ঘটায়

৯ মে ২০১৯

ইটালির মেক-আপ আর্টিস্ট লুকা লুচে অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টিভ্রম ঘটাতে বেশ পারদর্শী৷ তিনি তাঁর নিজের চেহারা এবং মাথাকে জ্যামিতিক বিভিন্ন আকার যেমন দিতে পারেন, তেমনি পারেন মাথায় সিঁড়ি গড়তে কিংবা ফাটল সৃষ্টি করতে৷

ছবি: Luca Gullia

তবে সেগুলো দেখতে তেমন ভীতিকর মনে হয় না৷

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিতে মাস্টার লুকা লুচে৷ আর সেটা তৈরিতে ব্রাশ এবং মেকআপ বা প্রসাধনী সামগ্রির বাইরে অন্য কিছু দরকার নেই তাঁর৷ এই মেকআপ আর্টিস্ট তাঁর খদ্দেরদের দেখতে সতেজ এবং প্রাকৃতিক করে তুললেও নিজের চেহারা বিকৃত করে ত্রিমাত্রিক দৃষ্টিভ্রম সৃষ্টিতে ভালোবাসেন৷

লুকা লুচে এই বিষয়ে বলেন, ‘‘সেই ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসি আমি৷ যেহেতু আমি ত্রিমাত্রিকতা এবং মেকআপের ব্যাপারে উৎসাহী, তাই দু'টিকে এক জায়গায় নিয়ে এসেছি৷ আর তার ফলাফল কী হচ্ছে, তা আপনি এখন দেখছেন৷’’

দৃষ্টিভ্রম ঘটাতে বেশ পারদর্শী যে মেক-আপ আর্টিস্ট

03:11

This browser does not support the video element.

মিলানে এক নাপিতের দোকানে লুকা লুচে তাঁর ত্রিমাত্রিক মেকআপ করার কৌশল আমাদের দেখিয়েছেন৷ চুল ধোয়া, কাটা কিংবা শুকানোর বদলে নিজের মাথা দু'ভাগ করতে বেশি আগ্রহী তিনি৷ লুচে বলেন, ‘‘বিষয়টি ছবির উপর নির্ভর করে৷ এটা করতে আমার এক থেকে দুই ঘণ্টা সময় লাগে৷ প্রথমে আমি অ্যাঙ্গেল ঠিক করি৷ কারণ ত্রিমাত্রিক আবহ তৈরি করতে পার্সপেকটিভ গুরুত্বপূর্ণ৷’’

ত্রিমাত্রিক আবহ তৈরি করতে লুচে প্রথমে তাঁর মাথায় সেটির এক বিকৃত সংস্করণ আঁকেন৷ শুরুতে সেটা দেখে কী আঁকা হচ্ছে বোঝা বেশ দুরুহ ব্যাপার৷ ত্রিমাত্রিক মেকআপের পর সেগুলো ইন্সটাগ্রামে প্রকাশ করেন লুকা লুচে৷ আড়াইলাখের বেশি অনুসারী তাঁর সেসব ছবি এবং ভিডিও উপভোগ করেন৷

২০১৪ সালে নিজের হাতের তালুতে ত্রিমাত্রিক দৃষ্টিভ্রম ঘটায় এমন ছবি আঁকতে শুরু করেন লুচে৷ সুন্দর বিভিন্ন প্রাণী থেকে শুরু করে বিমূর্ত বিভিন্ন চিত্রকলা এঁকে তিনি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন৷ তাঁর অনেক ভিডিওটি দু'লাখের বেশিবার দেখা হয়েছে৷ মেক আপ আর্টিস্ট লুকা লুচে বলেন, ‘‘মানুষের তাদের চেহারায় পরিবর্তন আনতে পছন্দ করেন৷ এতে তারা এমন এক পরিবর্তন অনুভব করেন যা তারা আগে বোঝেননি৷ নতুন কিছু দেখা তাদের অনেকের কাছেই আনন্দের ব্যাপার৷ এটা হচ্ছে উদ্ভাবন, এবং আমার মনে হয় এজন্যই তারা এটাকে এত পছন্দ করেন৷’’

ক্রিস্টিয়ান ভাইবেসান/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ