1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্তাবিত নির্বাচন কমিশনারদের নাম প্রকাশের দাবি

১২ ফেব্রুয়ারি ২০২২

পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে সার্চ কমিটিতে যাদের নাম প্রস্তাব করা হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের সদস্যরা৷

Bangladesch - Neues Bürogebäude zur Wahlkomission
ছবি: bdnews24.com

শনিবার নির্বাচন কমিশনারের খোঁজে গঠিত সার্চ কমিটির সাথে বৈঠকে এই দাবি জানান তারা৷ সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নাম পাঠাবে তাও প্রকাশের দাবি নাগরিক সমাজের৷

নাগরিক সমাজের সদস্যদের এ দাবির বিষয়টি সার্চ কমিটি ভেবে দেখার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে৷

প্রসঙ্গত, গত সপ্তাহে সার্চ কমিটির কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত মোট তিনশ ৩০ জনের নাম প্রস্তাব করা হয়েছে৷ 

চলমান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুই দফায় ২৫ জন বিশিষ্ট নাগরিকের সাথে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কথা বলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হসানের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি৷

‘অনলাইনে প্রকাশ করলে মানুষ তাদের ব্যাপারে তথ্য দেবে’

This browser does not support the audio element.

আলোচনার দ্বিতীয় দফায় বিশিষ্ট সাংবাদিকদেরই প্রাধান্য ছিল৷ কমিটি রোববার দুপুরের পর আবারও বিশিষ্ট নাগরিকদের সাথে কথা বলবে৷

প্রথম দফায় আলোচনায় অশ নেয়াদের মধ্যে ব্রতীর শারমিন মুরশেদ বলেন, ‘‘আমরা নানা দিক থেকে মতামত দিয়েছি তবে একটি মতামত ছিলো কমন৷ তা হলো সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য যাদের নাম এসেছে তাদের সবার নাম প্রকাশ করা৷''

তিনি বলেন, ‘‘সার্চ কমিটি জানতে চেয়েছিলো, রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নাম পাঠানো হবে তাদের নাম কি না? আমরা বলেছি, যাদের নাম এসেছে সবার নাম৷ আর যেই ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে তাদের নামও আবার নতুন করে প্রকাশ করতে হবে৷’’

তিনি জানান, এগুলো এখনই অনলাইনে প্রকাশ করলে দেশের মানুষ তাদের ব্যাপারে তথ্য দেবেন৷ তাতে সার্চ কমিটির সিদ্ধান্ত নিতে সুবিধা হবে৷ আর এখন তথ্য পাওয়া অনলাইনে আরো অনেক সহজ৷

বৈঠকে অংশ নেয়া ব্যক্তিরা মনে করেন, রাষ্ট্রপতির কাছে ১০ জনের বেশিও নাম পাঠানো যায়৷ আর সেই নামের তালিকা প্রকাশ করা হলে রাষ্ট্রপতি কোন ধরনের লোক নির্বাচন কমিশনে নিয়োগ দিলেন তা নাগরিকরা বুঝতে পারবেন৷

শারমিন মুরশেদ বলেন, ‘‘এর বাইরে আমরা বলেছি দেশের গণতন্ত্র এবং নির্বাচনব্যবস্থা যখন সংকটের মুখে তখন এই সার্চ কমিটি কাজ করছে৷ তাদের কাজের উপর দেশের গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করছে৷ তাই তারা যেন সৎ, যোগ্য এবং স্বাধীনতার পক্ষের লোককে নতুন নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করেন৷’’

দ্বিতীয় দফা বৈঠকে উপস্থিতদের একজন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী৷ তিনি বলেন, ‘‘আমিও প্রস্তাবিত সবার নাম আগেই প্রকাশের জন্য বলেছি৷ আমি মনে করি এতে স্বচ্ছতা বাড়বে৷ আর আমি নিজেও আট জনের নাম প্রস্তাব করেছি৷’’

তিনি বলেন, ‘‘আমরা যোগ্যতার ব্যাপারে বলেছি যে, নির্বাচন কমিশনে যাদের নিয়োগ দেয়া হবে তারা যেন সাহসী হন, সরকারের হুকুমে চলবেন না, তাবেদারি করবেন না, নিরপেক্ষ হবেন৷’’

‘আমি আট জনের নাম প্রস্তাব করেছি’

This browser does not support the audio element.

আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জানান, ‘‘বিদায়ী নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে৷ তাই যাদের নিয়ে প্রশ্ন নাই এবং প্রশ্ন উঠবে না এমন ব্যক্তিদের যেন কমিশনে নেয়া হয় ৷ তারা যেন নিজেদের মধ্যে ঝগড়া না করেন৷’’

‘‘এর বাইরে আমি সংখ্যালঘু এবং নারীদের মধ্য থেকে নির্বাচন কমিশনে প্রতিনিধি রাখার সুপারিশ করেছি৷’’

উল্লেখ্য, গত সপ্তাহে বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নাম নেওয়ার কথা জানিয়েছিল সার্চ কমিটি৷ তবে বিএনপি কোনো নাম জমা দেয়নি বলে জানা গেছে৷

প্রস্তাবিত নাম থেকে সার্চ কমিটি নতুন কমিশন গঠনের জন্য ১০ জনের নাম প্রস্তাব করবে৷ রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে নিয়োগ দেবেন৷

শারমিন মুরশিদ  বলেন, ‘‘রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেবেন৷ আমি বলেছি প্রধানমন্ত্রী একটি দলের৷ তাই এখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ