1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাইভেট টিউশন – কতোটা প্রয়োজনীয়?

১১ আগস্ট ২০১১

বাংলাদেশে প্রাইভেট টিউশনের প্রচলন বহু পুরনো৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে দেখা যায়, স্কুলের শিক্ষক-শিক্ষিকা পর্যন্ত প্রাইভেটে পড়ানো শুরু করে দিয়েছে৷ এর কোনো নেতিবাচক দিক আছে কি?

DHAKA, Feb. 15, 2009 (Xinhua) -- Students take part in the exam of Secondary School Certificate (SSC) in Dhaka, capital of Bangladesh, on Feb. 15, 2009. A total of 106,3484 students across the country took the SSC on Sunday, a public examination for students who successfully complete at least ten years of schooling. Xinhua /Landov pa landov13719407. picture alliance / landov
ফাইল ছবিছবি: picture alliance / landov

মোহাম্মদ দেলোয়ার হোসেন একসময় প্রাইভেট টিউশনি করতেন৷ আর এখন তিনি একটি কোচিং সেন্টার চালান৷ প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রাইভেট টিউশনির প্রয়োজন কেন? তিনি জানালেন, ‘‘আমি আগে প্রাইভেট টিউটর হিসেবে কাজ করেছি এখন একটি কোচিং সেন্টার চালাই৷ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং দেয়া হয় ছাত্র-ছাত্রীদের৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় চার লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী৷ আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সবমিলে কোনো অবস্থাতেই ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে না৷ প্রতিযোগিতা এখানে খুবই তীব্র৷ এতো বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী কোথায় ভর্তি হবে? এরা সবাই কী পড়াশোনা বন্ধ করে বসে থাকবে? এদের প্রতিযোগিতায় টিকিয়ে দিতে আমরা যোগ্য ছাত্র-ছাত্রীদের সাহায্য করি৷ যেন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে৷ এজন্যই আমি মনে করি এধরণের কোচিং-এর প্রয়োজন রয়েছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ