1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাইভেট স্কুলের মাত্রাধিক ভর্তি ফি নিয়ে ক্ষোভ

৭ জানুয়ারি ২০১২

রাজধানী ঢাকায় বেসরকারি স্কুলে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ফি আদায় নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠছেন অভিভাবকরা৷ শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই যে সব স্কুল বেশি অর্থ আদায় করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন৷

DHAKA, Feb. 15, 2009 (Xinhua) -- Students take part in the exam of Secondary School Certificate (SSC) in Dhaka, capital of Bangladesh, on Feb. 15, 2009. A total of 106,3484 students across the country took the SSC on Sunday, a public examination for students who successfully complete at least ten years of schooling. Xinhua /Landov
ফাইল ছবিছবি: picture alliance / landov

ঢাকার বেসরকারি স্কুলে ভর্তি ফি ৫০০০ টাকার বেশি হতে পারবেনা৷ এটা সরকারের নির্দেশ৷ আর আসনের বেশি ছাত্র ভর্তি করা যাবেনা৷ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আছে কোটা৷ কিন্তু এসবের কিছুই মানছেনা স্কুলগুলো৷ আর এনিয়ে গত সপ্তাহে রাজধানীর মনিপুর স্কুলের অভিভাকরা ব্যাপক বিক্ষোভ করেছেন৷ এ অবস্থায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগের মুখে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন৷

তারপরও থামছেনা৷ আসনের অতিরিক্ত ভর্তি করে চলছে অর্থ আদায়৷ মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা না দেয়া আর অতিরিক্ত ভর্তি ফি আদায় চলছেই, অভিযোগ অভিভাবকদের৷

অভিযোগের জবাবে আইডিয়াল ইস্কুল ও কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, প্রভাবশালীদের চাপের কারণেই তারা আসনের চেয়ে বেশি ছাত্র ভর্তি করাতে বাধ্য হন৷ আর এই চাপ সরকারের লোকজনের কাছে থেকেই বেশি আসে৷

ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন মিটাতেই তারা অতিরিক্ত অর্থ নেন৷ সরকারি বরাদ্দে তাদের চলেনা৷

এবিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহমিদা খাতুন বলেন, অবশ্যই শিক্ষকদের ভাল বেতন দেয়া উচিত৷ তবে তা হতে হবে বাংলাদেশের অর্থনীতি বিবেচনা করে৷ কেউ এর মাধ্যমে কাঁড়ি কাঁড়ি টাকা আয়ের স্বপ্ন দেখতে পারেন না৷ তিনি বলেন, অবশ্যই ভর্তি বাণিজ্য বন্ধ করতে হবে৷ আর এই দুর্নীতি বন্ধে শিক্ষকদেরই মূল ভূমিকা পালন করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ