1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাকৃতিক বিপর্যয়ের তালিকার শীর্ষে বাংলাদেশ

ফারজানা কবীর খান৫ ডিসেম্বর ২০০৮

বাংলাদেশ, উত্তর কোরিয়া এবং নিকারাগুয়া ২০০৭-এ প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পোলান্ডের পোজনানে আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

২০০৭ সালের প্রলয়ংকরী সাইক্লোন সিডরের পর ভুক্তভোগীরাছবি: picture-alliance / dpa

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে দেখানো হয়েছে, কিভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব পড়ে দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর৷

দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগ যখন ধনী দেশের উপরে আঘাত হানে তখন তা সামাল দিতে তাদের আর্থিক ব্যয়ের অংক অনেক বেড়ে যায়৷ এমনটিই বলেছেন জার্মানওয়াচ সংস্থার কর্মকর্তা সোয়েন হারমেলিং৷ উদাহরণস্বরুপ, ২০০৫ সালে আমেরিকায় যখন ক্যাটরিনা ঝড় আঘাত হানে তখন ক্ষয়-ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল ২১৫ বিলিয়ন ডলার৷ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ঝড় হল ক্যাটরিনা৷

হারমেলিং আরও বলেছেন, ২০০৭-এ যে দেশগুলো সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, ওমান এবং পাকিস্তান অন্যতম৷

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স অনুযায়ী, ২০০৬ সালের ট্রপিকাল সাইক্লোন গনুর আঘাতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩.৯ বিলিয়ন ডলার৷ জার্মানওয়াচের হিসাবমতে ১৯৯৮-২০০৭ সালের মাঝে একদশকের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হয়েছে হন্ডুরাস, বাংলাদেশ, নিকারাগুয়া, ডোমিনিকান রিপাবলিক এবং হাইতিতে৷

পোল্যান্ডের পজনানে আয়োজিত জলবায়ু সম্মেলনে গ্রীন হাউস গ্যাসের প্রভাব কিভাবে হ্রাস করা যায় এবং প্রাকৃতিক বিপর্যয়ে পীড়িত দেশগুলোকে কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে৷ এই সম্মেলন চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ