1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগাম তথ্য জানার উদ্যোগ

টোমাস রাডলার / এআই৯ নভেম্বর ২০১৩

বিশ্বের যে কোনো প্রান্তে এরকম প্রাকৃতিক বিপর্যয় – বিশেষ করে বন্যা, ভূমিকম্প বা সুনামির দিকে নজর রাখেন স্টেলা হুব্যার্ট৷ তিনি মিউনিখের কাছে অবস্থিত স্যাটেলাইট নির্ভর ক্রাইসিস ইনফরমেশন সেন্টারে কাজ করেন৷

HANDOUT - Die Grafik zeigt die Satelliten TanDEM-X und TerraSAR-X, die in nördlicher Richtung über Deutschland entlang der Tag-Nacht-Grenze fliegen. Satelliten schwirren weit entfernt durch den Orbit - doch ohne sie wäre das irdische Leben kaum noch vorstellbar. Der Fernseher bliebe schwarz, es gäbe kein Navi, die Wettervorhersage wäre nicht halb so gut - und sogar Piraten hätten es leichter. Foto: DLR dpa/lby (zu dpa-KORR "Erdbeobachtung soll vor Piraten schützen - und bei Windparks helfen" vom 25.07.2012)
ছবি: picture-alliance/dpa

‘‘আমরা সারা দুনিয়াতেই সক্রিয়,'' বলেন হুব্যার্ট৷ অ্যাপ্লিকেশন নির্ভর কাজ হওয়ায় ব্যবহারকারীদের বিশেষ গুরুত্ব দেন তাঁরা৷ মিউনিখে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তাঁর কাছে ফোন আসে জর্ডান থেকে৷ দুর্যোগ সম্পর্কে সেখানে কর্মরত উদ্ধারকারী দলের হালনাগাদ তথ্য প্রয়োজন৷

জরুরি সাহায্যের জন্য বিস্তারিত মানচিত্র তৈরি করেন হুব্যার্ট৷ একটি দূর নিয়ন্ত্রিত স্যাটেলাইট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে৷ স্যাটেলাইটে তোলা ছবিগুলো পরিস্থিতির ভয়াবহতা জানতে সহায়তা করে৷ বিশেষ করে কোন রাস্তায় এখনো চলাচল করা সম্ভব কিংবা কোন জায়গায় উদ্ধারকারীরা যেতে পারবেন না – তা জানা যায়৷ এসব জরুরি তথ্য জীবন বাঁচাতে সহায়ক হয়৷

স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন তথ্য দলগতভাবে বিশ্লেষণ করতে হয়৷ ক্রাইসিস ইনফরমেশন সেন্টারে হুব্যার্ট একটি অভিজ্ঞ দলের দায়িত্বে রয়েছেন৷ জরুরি অবস্থায় দলের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে৷

হুব্যার্ট পুরো দলের মধ্যে সমন্বয় সাধন করেন৷ তিনি বলেন, ‘‘ঝুঁকি বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্যারামিটার পর্যালোচনা করি৷ যেমন বিপদের মাত্রা কতটা? পুরো এলাকায় তার প্রভাব কেমন? দ্বিতীয় বিষয় হচ্ছে, দুর্বলতা৷ সেখানে কি এমন কিছু আছে যা আক্রান্ত হতে পারে? যদি এমন কোন এলাকা হয় যেখানে কেউ থাকে না কিংবা কোনো ভবন বা কাঠামো নেই, তাহলে সেখানে ক্ষতি তেমন হয়না৷''

স্যাটেলাইট তথ্যের সঙ্গে বাস্তবতা মিলিয়ে দেখতে দুর্যোগপ্রবণ এলাকায় যেতে চান হুব্যার্ট৷ মাঝেমাঝে তিনি প্রাপ্ত তথ্য যাচাইয়ের কাজে ঘটনাস্থলে চলে যান৷ হুব্যার্ট বলেন, ‘‘আমি পশ্চিম আফ্রিকা প্রকল্পে রয়েছি৷ গত ফেব্রুয়ারি, মার্চ মাসে দু'সপ্তাহের জন্য বুরকিনা ফাসো গিয়েছিলাম৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন নিঃসন্দেহে ভালো৷ এটা ছাড়া শুধু স্যাটেলাইট ছবির ভিত্তিতে একটি কাঠামো সম্পর্কে ধারণা করা কঠিন৷''

বিশ্বের বিভিন্ন প্রাপ্ত থেকে সপ্তাহে সাতদিন চব্বিশ ঘণ্টাই মিউনিখের এই সেন্টারে ফোন আসে৷ তবে হুব্যার্ট এবং তাঁর দল ভবিষ্যতে শুধু ঘটনা ঘটার পর সহায়তায় আগ্রহী নয়৷ তাঁরা আসন্ন প্রাকৃতিক দুর্যোগ শনাক্ত করে সে সম্পর্কে নির্ভুল তথ্য অন্যদের জানাতে চাচ্ছেন৷ আর এভাবে স্যাটেলাইট ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে দাবানল, বন্যা এবং ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে আরো দ্রুত রক্ষা করা সম্ভব হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ