1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাচীন সভ্যতার নিদর্শন ধ্বংসে উন্মত্ত আইএস

৬ মার্চ ২০১৫

মোসুলের এক জাদুঘরের অমূল্য শিল্পকর্ম ভেঙে গুঁড়িয়ে দেয়ার পর এবার বুলডোজার দিয়ে একটি প্রাচীন শহর প্রায় মাটিতে মিশিয়ে দিল আইএস৷

Irak Archäologie Nimrud
ছবি: picture-alliance/Bildagentur-online/Tips Images

হত্যা, ধর্ষণ, লুটতরাজের পাশাপাশি গত কিছুদিন ধরে পুরাতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে চলেছে সুন্নিদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ কয়েকদিন আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলের একটি জাদুঘরে ঢুকে সমস্ত শিল্পকর্ম হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল তারা৷ অ্যাসিরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো ধ্বংসের খবর এবং সেই ধ্বংসযজ্ঞে শিল্পরসিকদের হতাশা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এলো নিমরুদ ধ্বংস করার খবর৷ বৃহস্পতিবার ইরাকের পর্যটন এবং প্রাচীন নিদর্শন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়৷

প্রাচীন অ্যাসিরীয় রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল নিমরুদ৷ ৯০০ খ্রীষ্টপূর্বাব্দের দিকে শুরু হয়ে ৬১২ খ্রীষ্টপূর্বাব্দের দিকে ধ্বংস হয়ে যায় সেই সভ্যতা৷ ১৯৮০-র দশকে প্রায় হারিয়ে যাওয়া অ্যাসিরীয় সভ্যতার অনেক নিদর্শনের সন্ধান মেলে৷ এতদিন প্রত্নতত্ত্বের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য হিসেবে গণ্য হয়ে আসা নিমরুদকেও ধ্বংস করে দিল আইএস৷

প্রাচীন অ্যাসিরীয় রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল নিমরুদছবি: picture-alliance/dpa/S. Baldwin

গত বছর মোসুল দখল দিয়ে শুরু করে এ পর্যন্ত ইরাকের প্রায় এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে আইএস৷ সিরিয়ারও বেশ বড় একটা অংশ তাদের দখলে৷

এদিকে সিরিয়ায় যুদ্ধরত ইসলামী জঙ্গি সংগঠন নুসরা ফ্রন্টের সেনা কমান্ডার আবু হাম্মাম আল শামি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ আল কায়েদার অনুসারী নুসরা ফ্রন্ট বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বোমা হামলায় বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন, আবু হাম্মাম আল শামিও নিহতদের মধ্যে ছিলেন৷

এসিবি/এসবি (এপি, বিবিসি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ