1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাচীরের পতন হলেও ভেদাভেদ রয়ে গেছে

১১ জুন ২০০৯

বার্লিন প্রাচীর পতনের বিশ বছর পর জার্মানির পূর্ব অংশ দেশটির অন্যান্য অঞ্চলের চেয়ে অর্থনৈতিকভাবে অধিক উন্নতি করেছে৷ এক সরকারি রিপোর্টে বুধবার এই তথ্য দেয়া হয়েছে৷

ছবি: AP

তবে এই উন্নতি সত্ত্বেও জার্মানির পূর্ব এবং পশ্চিমাঞ্চলের মধ্যে ভেদাভেদ রয়েই গেছে৷

জার্মানির পুনরেকত্রীকরণের দুই দশক পরেও দেশের পূর্ব আর পশ্চিমের মধ্যে ফারাক অবশ্য এখনও বেশ বড়৷ তবুও জার্মান ঐক্য সংক্রান্ত বার্ষিক সরকারি রিপোর্টে আশাবাদী মনোভাবেরই প্রকাশ ঘটেছে৷ জার্মানির পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভল্ফগাং টিফেনজে বলেছেন, বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, পূর্বাঞ্চলের পিছিয়ে পড়া রাজ্যগুলো ক্রমাগত পশ্চিমি রাজ্যগুলোর পর্যায়ে চলে আসছে৷ এমনকি বিশ্ব মন্দার এই সময়েও পূর্বের রাজ্যগুলো পশ্চিমি রাজ্যগুলোর চেয়ে অর্থনৈতিকভাবে অধিকতর ভালো অবস্থায় রয়েছে৷ মন্ত্রী ভল্ফগাং টিফেনজে বলেছেন, আমি এ কথাটা বলতে পারি যে, গত তিন চার বছরে আমরা জার্মানির পূর্বাঞ্চলে খুবই ভাল এক পথ ধরে চলেছি৷

টিফেনজে বুধবার সংসদে এই বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ বিপ্লব এবং ঐতিহাসিক প্রাচীর পতনের বিশ বছর পর জার্মানির পূর্বাঞ্চলের অর্জনের স্বীকৃতি দেয়া হচ্ছে৷ তাঁর মতে, জার্মানির পশ্চিমাঞ্চল যতটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি, পূর্বাঞ্চল ততটা নয়৷ তিনি বলেন, গত বছর যখন পশ্চিমাঞ্চল অর্থনৈতিক মন্দায় জর্জরিত, সেসময়ে পূর্বাঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান স্থিতিশীল হয়েছে৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বছর পূর্বাঞ্চলে মাথা পিছু গড় জাতীয় উৎপাদন – জিডিপি ৭১ শতাংশে পৌঁছেছে যা ২০০০ সালে ছিল ৬৭ শতাংশ৷ এছাড়া, গত তিন বছরে পূর্বাঞ্চলে শিল্প-কারখানার প্রবৃদ্ধি ঘটেছে ৭.৫ শতাংশ যখন পশ্চিমাঞ্চলে ঘটেছে মাত্র ৪.৩ শতাংশ৷ টিফেনজে পূর্বাঞ্চলের এই উন্নয়নের পেছনে ১৯৯০ সাল থেকে দেয়া এক ট্রিলিয়ন ইউরোরও বেশি পরিমাণ ‘সংহতি কর' এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন৷ উল্লেখ্য, শুধুমাত্র ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যেই পূর্বাঞ্চলের অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নের জন্য জার্মান সরকার ভরতুকি দিয়েছে প্রায় ৪৫ বিলিয়ন ইউরো৷

জার্মানির পূর্ব অংশ দেশটির অন্যান্য অঞ্চলের চেয়ে অর্থনৈতিকভাবে অধিক উন্নতি করেছেছবি: AP

তবে বর্তমানে পূর্বাঞ্চলে বেকারত্বের হার ১৩.৩ শতাংশ যা পশ্চিমের চেয়ে দ্বিগুণ৷ যে কারণে কর্মহীন অবস্থায় থাকা তরুণ ও উদ্যমী জনগোষ্ঠী কাজের আশায় পশ্চিমের দিকে পাড়ি জমাচ্ছে৷ এক্ষেত্রে মেয়েদের সংখ্যায় সবচেয়ে বেশি৷ এই প্রবণতা এতটাই বেশি যে, প্রতি বছর পূর্ব থেকে পশ্চিমে পাড়ি জমায় প্রায় ৯০ হাজার মানুষ৷ উল্টোদিকে, পূর্বাঞ্চলে যায় প্রায় ৪০ হাজার৷ প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে বসবাসকারী জার্মান নাগরিকদের তিন ভাগের দুই ভাগ মনে করে, কমিউনিজম শাসনামলের চেয়ে তারা অনেক বেশি উন্নতি করছে৷ তবে সেখানে এখনও অধিকাংশ মানুষের অভিযোগ, তাদেরকে পুনরেকত্রিত জার্মানির দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে গন্য করা হয়৷

টিফেনজের মতে, পূর্বাঞ্চলে বসবাসরত মানুষদের পূর্ণাঙ্গ জাতীয় পরিচয় অর্জনের জন্য প্রথমত সেখানে বেকারত্বের হার কমাতে হবে৷ দ্বিতীয়ত কর্মীদের বেতন-ভাতার ক্ষেত্রে পশ্চিমের সাথে সমতা আনতে হবে৷ টিফেনজে সংসদে বলেন, পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য এখনও অনেক কিছু করা বাকি৷ তাই তিনি ২০১৯ সাল পর্যন্ত ঐ অঞ্চলের জন্য ‘সংহতি কর' প্রদান অব্যাহত রাখার সুপারিশ করেন৷ উল্লেখ্য, ১৯৮৯ সালের নভেম্বরে বার্লিন প্রাচীরের পতন হলেও পূর্ব এবং পশ্চিম জার্মানির আনুষ্ঠানিক পুনরেকত্রীকরণ ঘটে ১৯৯০ সালের অক্টোবরে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ