1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণভিক্ষার আবেদন না ষড়যন্ত্র?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ নভেম্বর ২০১৫

বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার লিখিত আবেদন করেছেন৷ তবে জামায়াত তা অস্বীকার করেছে৷

Bangladesh Urteil Salahuddin Quader Chowdhury
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

[No title]

This browser does not support the audio element.

ডয়চে ভেলেকে এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন৷ আর সিদ্ধান্ত নেয়া হবে দ্রুতই৷ তবে জামায়াতে ইসলামী মুজাহিদের আবেদনকে কারাকর্তৃপক্ষের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে৷ আর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে দাবি করেছেন, তাঁর বাবা পুনর্বিচারের আবেদন করেছেন৷

সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: picture-alliance/dpa

বুধবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন৷ এরপর তাদের স্বজনরা তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও আইনজীবীদের দেখা করার আবেদন গ্রহন করেনি কারাকর্তৃপক্ষ৷

আইনমন্ত্রী জানান, ‘‘শনিবার দুপুরের দিকে এই দু'জনই কারাকর্তৃপক্ষের মাধ্যমে প্রাণভিক্ষার আবেদন করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠাবে আইনমন্ত্রণালয়৷ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘তাদের অপরাধ এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি৷''

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডয়চে ভেলেকে জানান, ‘‘আমাদের মতামতসহ আইন মন্ত্রণালয় থেকে আজ (শনিবার) সন্ধ্যার আগেই প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে৷''

আলী আহসান মোহাম্মদ মুজাহিদছবি: picture-alliance/dpa/Stringer

তবে প্রাণভিক্ষার আবেদনে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের অপরাধের দায় স্বীকার করেছেন কিনা তা স্পষ্ট নয়৷ এনিয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কেউই মন্তব্য করেননি৷

এর আগে মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন করে জানায় যে, ‘‘২১ শে আগষ্টের গ্রেনেড হামলার ঘটনার মামলায় মুজাহিদ আইনি লড়াই চালিয়ে যেতে চান৷ তিনি এই মামলার আসামি৷ তাই তার দণ্ড স্থগিত করা হোক৷''

অন্যদিকে সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন করেছেন৷ প্রসঙ্গত, যুদ্ধাপরাধের মামলায় প্রাণভিক্ষার আবেদন এই প্রথম৷ জামায়াত নেতা কাদের মোল্লা এবং কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি৷ তাদের দণ্ড কার্যকর হয়েছে৷ এদিকে জাময়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, ‘‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন কারাকর্তৃপক্ষের ষড়যন্ত্রেরই ফসল৷''

আর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী দাবি করেছেন, ‘‘আমার বাবা অপরাধের দায় স্বীকার করেননি৷ তিনি প্রাণভিক্ষার আবেদনে পুনর্বিচারের দাবি করেছেন৷ কারণ তিনি ন্যায়বিচার পাননি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ