1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকে থাকার কলাকৌশল

ইউলিয়া ভ্যার্গিন/আরবি২ জুন ২০১৪

টিকে থাকার সংগ্রামে প্রাণীদের নানারকম কৌশলের আশ্রয় নিতে দেখা যায়৷ অনেক প্রাণী পারিপার্শ্বিকতার সাথে এমনভাবে খাপ খাইয়ে নেয় যে, তাদের অস্তিত্ব প্রায় বোঝাই যায় না৷ কাউকে পাতা, কাউকে আবার পাথরের মতো মনে হয়৷

ছবি: CC-BY-SA-Sandilya Theuerkauf

কিছু প্রাণীকে শুধু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় যে, তারা পাতা বা গাছের ডালপালা নয়৷ অনেক পতঙ্গ পারিপার্শ্বিক প্রকৃতির রূপ ও রং গ্রহণ করে নিজেকে প্রায় অদৃশ্য করে ফেলে৷ একে অনুকৃতি বলা হয়৷ যেমন এক ধরনের ‘স্টিক ইনসেক্ট' বা কাঠি পোকাকে চলন্ত পাতা বলে মনে হয়৷ প্রাণীদের ছদ্মবেশ ধারণের প্রবণতা বহু আগে থেকেই চলে আসছে বলে গবেষকরা জানতে পেরেছেন৷ কাঠি পোকা বলে পরিচিত প্রাণীটির অনুকরণের প্রবণতা পুস্পক গাছের উত্থানের সাথে সাথে বেড়ে উঠেছে৷ এতদিন মনে করা হতো এসবের শুরু হয় বুঝি ৯০ মিলিয়ন বছর আগে৷

ছবি: CC-BY-SA-Bruce

১২৬ মিলিয়ন বছর আগেও একই কৌশল

গ্যোটিংগেন শহরের বিবর্তনবিষয়ক জীববিজ্ঞানী সোয়েন ব্রাডলার-এর পরিচালনায় এক গবেষণা টিম কাঠি পোকার ফসিলের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণ করেছেন যে, এই প্রাণীটি ১২৬ মিলিয়ন বছর আগেও অনুকরণের কৌশল চালাতো৷ বিবর্তন-গবেষণা জগতে এক চাঞ্চল্যকর আবিষ্কার এটি৷ সম্প্রতি এই বিষয়ক ম্যাগাজিন ‘প্লস ওয়ান'-এ এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়৷

ছবি: picture alliance/WILDLIFE

১২৬ মিলিয়ন বছর আগে চক প্রস্তরযুগে প্রাণীজগতে ডাইনোসোর ও উদ্ভিদ জগতে ফার্ন, গিংকো নেকেড সিড প্ল্যান্ট ইত্যাদির আধিপত্য ছিল৷ পুস্পক গাছ প্রায় দেখাই যেত না৷

ব্রাডলারের পরীক্ষিত ফসিলটি অবশ্য় কোনো পুস্পক গাছকে নয় বরং গিংকো জাতীয় উদ্ভিদকে অনুকরণ করতো৷ ‘‘অনুকরণকারী পতঙ্গগুলি সাধারণত যেসব উদ্ভিদ তারা খেয়ে থাকে, চেহারার দিক দিয়ে সেসব উদ্ভিদকে অনুকরণ করতে চায়৷ আজ সেটা হলো পুস্পক গাছ, আর সেকালে সেগুলি ছিল নেকেড সিড প্ল্যান্ট'', বলেন জীববিজ্ঞানী ব্রান্ডলার৷

খাপ খাওয়ানোর ব্যাপারে ওস্তাদ পতঙ্গরা

জীবজগতের মধ্যে, বিশেষ করে পতঙ্গরা উদ্ভিদজগতের সঙ্গে খাপ খাইয়ে চলতে ওস্তাদ৷ এতে তারা শুধু আত্মরক্ষাই করার চেষ্টাই করতে চায় না, শিকারের প্রাণীটিকে ফাঁদেও ফেলতে চায়৷ যেমন ম্যান্টিস বা লম্বা পা বিশিষ্ট এক ধরনের ফড়িং এই কৌশলটি ভালোভাবে আয়ত্ত করেছে৷

অদৃশ্য হওয়ার কলাকৌশলে প্রকৃতিতে কোনো কমতি নেই৷ ‘‘এক ধরনের শুঁয়াপোকা পাখির বিষ্ঠার মতো আকৃতি ধারণ করে'', বলেন জীববিজ্ঞানী ব্রাডলার৷ তাঁর কথায়, ‘‘জীবজগতে অনুকরণের ক্ষেত্রে এই সাফল্য দেখে মনে হয় এখন পর্যন্ত যা প্রমাণিত হয়েছে, বিষয়টি তারা চেয়েও অনেক পুরানো৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ