1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকার প্রান্তিক নারীদের হাতিয়ার কোডিং

৯ জুন ২০১৭

দারিদ্র, হতাশা তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিতে পারে৷ দক্ষিণ আফ্রিকার এক নারী সপরিবারে এমন তরুণ-তরুণীদের কম্পিউটার প্রোগ্রামিং শিখিয়ে আশার আলো দেবার উদ্যোগ নিয়েছেন৷ তাঁর অভিনব কর্মসূচির ফলও পাওয়া যাচ্ছে৷

ছবি: DW

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের উপকণ্ঠে ভোর ৬টা নাগাদ মিয়া পরিবার প্রাতরাশ সারছে৷ ব্যস্ততার কারণে সকলকে একসঙ্গে পাওয়া যায় না৷ পরিবারের সব সদস্য প্রায় সব সময় অনলাইন থাকে – এমনকি খাওয়াদাওয়ার সময়েও৷ অন্য কোনো পরিবারের বাবা-মা সাধারণত এমনটা পছন্দ করেন না৷ তবে বারাটাং মিয়া-র কাছে এটা দৈনন্দিন জীবনের অঙ্গ৷ তিনি বলেন, ‘‘আমাদের পরিবার প্রযুক্তির বড় ভক্ত৷ টেলিফোন ছাড়া আমি বাঁচতেই পারি না৷ গুগল-এর মাধ্যমে পরিবারের কথাবার্তা হয়৷''

বারাটাং মিয়া প্রযুক্তি ছাড়া সত্যি বাঁচতে পারেন না৷ তিনি ‘গার্লহাইপ' সংগঠনের প্রতিষ্ঠাতা৷ ‘গার্লহাইপ' দরিদ্র পরিবারের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং শেখায়৷ বারাটাং-এর সবচেয়ে ছোট মেয়ে টাটো এখনো স্কুলে যায়৷ পরিবারের বাকি সদস্যরা এই সংগঠনের জন্য কাজ করে৷ কেপটাউনে সৃজনশীল মানুষদের পাড়া উডসস্টক-এ সংগঠনের দপ্তর৷ বারাটাং-এর আরেক কন্যা টোকো মায়ের সঙ্গে মিটিং-এর জন্য প্রস্তুত৷ ‘গার্লহাইপ'-এর শিক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে৷ আরও বেশি নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত পেশায় যোগ দিতে উৎসাহ দেওয়া এই সংগঠনের লক্ষ্য৷ বারাটাং মিয়া প্রোগ্রামিং নিয়ে কথা বললেই উৎসাহে মেতে ওঠেন৷ তিনি বলেন, ‘‘মাত্র এক ঘণ্টায় আমাকে কোডিং শেখানো হয়েছিল৷ মুগ্ধ হয়ে তখন বুঝেছিলাম সবার, প্রত্যেক শিশুর এটা শেখা উচিত৷ নারীবাদী হিসেবে মনে হয়েছিলো, এ ক্ষেত্রে নারীদের দিকে মনোযোগ দেওয়া উচিত৷''

বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষ করে ২০০৩ সালে বারাটাং মিয়া ‘গার্লহাইপ' প্রতিষ্ঠা করেন৷ নিজের মেয়ে টোকো প্রথম ছাত্রীদের মধ্যে ছিল৷ ১০ বছর ধরে সে তার মাকে প্রশিক্ষণের কাজে সাহায্য করে আসছে৷ সে বলে, ‘‘১১ বছর বয়সে আমি প্রথম ওয়েবসাইট কোড করেছিলাম৷ সেটা ছিল এইচটিএমএল৷ তখনই নেশা হয়ে গেল৷ তখন থেকেই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে চলেছি৷''

এর মধ্যে সে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে৷ একইসঙ্গে ‘গার্লহাইপ' সংগঠনের দূত ও পরিচালকের দায়িত্বও সামলাচ্ছে৷ গোটা পরিবার এই উদ্যোগে শামিল হয়েছে৷ এমনকি বারাটাং-এর ছেলে লেবো-ও সেখানে কাজ করে৷ ১৬ বছর বয়সে সে স্কুল ত্যাগ করে৷ তার মা তাকে বাড়িতেই পড়াতেন৷ আজ সে সফটওয়্যার ডেভেলাপার হয়ে উঠেছে এবং নিজের শিক্ষাকেন্দ্রে সে প্রোগ্রামিং শেখায়৷ বিভিন্ন টাউনশিপে বেকার যুবক-যুবতীদের শিক্ষা দেয় সে৷

লেবো আজ মা আর বোনের তৈরি নতুন খসড়া নিয়ে সন্তুষ্ট নয়৷ তবে সবে পেশার সঙ্গে পরিবারের প্রতি আবেগ আলাদা রাখতে শিখেছে৷ একাসি কোড ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে সে বলে, ‘‘কাজ সংক্রান্ত বিষয় আমি ঘরে আনি না৷ বাড়িতে সে আমার মা৷ মায়ের মতো অনেক আচরণের কারণে আমি তার উপর রাগ করি, যেমনটা স্বাভাবিক৷ কাজের জায়গায় কাজের সম্পর্ক থাকে৷''

দুপুরের দিকে বারাটাং শহর ছেড়ে ফিলিপি টাউনশিপে যান৷ সেখানে কমিউনিটি সেন্টারে পড়ান তিনি৷ ‘গার্লহাইপ' ৬টি স্কুলে দুপুরে প্রোগ্রামিং-এর ক্লাস আয়োজন করে৷ চাঁদা ও প্রযুক্তি কোম্পানিগুলির সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়৷ বছরে গড়ে প্রায় ৫০০ তরুণী প্রোগ্রামিং শেখেন৷ আজ বারাটাং মিয়া এইচটিএমএল শেখাচ্ছেন৷ তিনি মেয়েদের সামনে আরও সম্ভাবনার দ্বার খুলে দিতে চান৷ তবে কাজটা সবসময় সহজ নয়৷ বারাটাং মিয়া বলেন, ‘‘মেয়েদের সবসময়ে বোঝাতে হয়, যে কোডিং তাদের জীবন বদলে দেবে৷ কারণ এখনো যথেষ্ট সংখ্যক ‘রোল মডেল' নেই, দ্রুত ফলাফলের আশাও নেই৷''

বারাটাং মিয়া প্রকৃতির কোলে থাকতে খুব ভালবাসেন৷ সেখানে তিনি আধ্যাত্মিক ভারসাম্য খুঁজে পান৷ ২০২০ সালের মধ্যে তিনি দু'লাখ মেয়েকে প্রোগ্রামিং শেখানোর লক্ষ্যমাত্রা স্থির করেছেন৷

ইয়ুলিয়া ইয়াকি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ