1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রার্থী জনপ্রিয় তাই ‘রিস্ক’ নেয়নি সরকার?

২৩ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আশা জাগিয়েছে৷ আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন৷ নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল বা প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যায়নি৷

সেলিনা হায়াৎ আইভী
ছবি: bdnews24.com

নারায়ণগঞ্জের এই নির্বাচন কাছ থেকে দেখেছেন স্থানীয় সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘এবারের নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে৷ প্রার্থীরাও কোনো ঝামেলা না করে যার যার পক্ষে ভোটারদের টানার চেষ্টা করেছেন৷ আর নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার চেষ্টা করেছে৷ একটি ভালো নির্বাচনের জন্য সব পক্ষই কাজ করেছে৷ ফলে বলতে পারি একটি মডেল নির্বাচন হয়েছে৷’’

হতে পারে আইভী জনপ্রিয়, তাই নির্বাচনে প্রভাব বিস্তারের প্রয়োজন পড়েনি: হাফিজ

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগের প্রার্থী বরং আতঙ্কে ছিলেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ শামীম ওসমানকে নিয়ে৷ তিনি সব সময় সতর্ক থেকেছেন যাতে শামীম ওসমান কোনো ঘটনা ঘটিয়ে তাঁর ইমেজ ক্ষুণ্ণ না করেন৷ ওদ্কে বিএনপি প্রার্থীও ছিলেন ‘ক্লিন ইমেজের’৷ তিনিও চাননি কোনো অনৈতিক পন্থা অবলম্বন করতে৷’’

প্রশ্ন ছিল, তাহলে সরকার কেন অতীতের অভিজ্ঞতার বাইরে গেল? জবাবে সবুজ বলেন, ‘‘সরকারদলীয় প্রার্থী যেখানে জনপ্রিয়, সেখানে তো আর প্রভাব বিস্তারের প্রয়োজন পড়ে না৷ সরকার কেন অযথাই দুর্নামের ভাগিদার হবে?’’

প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে: সবুজ

This browser does not support the audio element.

একই ধরনের কথা ডয়চে ভেলেকে বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান৷ তিনি বলেন,‘‘হতে পারে আইভী জনপ্রিয়, তাই সরকারের নির্বাচনে প্রভাব বিস্তারের প্রয়োজন পড়েনি৷ সরকারের প্রার্থী অজনপ্রিয় হলে কী পরিস্থিতির সৃষ্টি হতো, তা কিন্তু বলা যাচ্ছে না৷’’

তিনি বলেন, ‘‘তবে এটা স্পষ্ট যে নারায়ণগঞ্জে সবপক্ষের ইতিবাচক ভূমিকার কারণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে, যা আমাদের আশাবাদী করে৷ আমরা বুঝতে পেরেছি সবপক্ষ চাইলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷’’

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন,‘‘নারায়ণগঞ্জের নির্বাচন পরবর্তী জাতীয় নির্বাচনের মডেল হতে পারে৷ এই নির্বাচনে সবপক্ষের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি সবপক্ষ দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছে৷ যে যার ভূমিকা সঠিকভাবে পালন করায় নির্বাচন অবাধ এবং গ্রহণযোগ্য হয়েছে৷’’

নারায়ণগঞ্জের নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: কলিমুল্লাহ

This browser does not support the audio element.

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কার ভূমিকা প্রধান? এমন প্রশ্নের জবাবে তিনজনই বলেন, ‘‘সরকারের৷ সরকার চাইলে ভালো নির্বাচন সম্ভব৷ কারণ শুধু নির্বাচন কমিশনের একক আন্তরিকতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ তাই আগে চাইতে হবে সরকারকে৷ নারায়ণগঞ্জেও সরকার চেয়েছে বলেই ভালো নির্বাচন হয়েছে৷ সরকার জানতো তার প্রার্থী জনপ্রিয়৷ সুষ্ঠু নির্বাচন তাই সরকারেরই প্রয়োজন ছিল৷’’

প্রিয় পাঠক, এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই আমরা৷ লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ