1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে বিএনপি

১৮ মার্চ ২০১২

অবশেষে প্রায় এক বছর পর সংসদে যোগ দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি সহ ৪ দলীয় জোটের সংসদ সদস্যরা৷ রোববার বিকেল সোয়া ৫টার দিকে খালেদা জিয়াসহ বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন৷

ছবি: picture-alliance/Dinodia Photo

এসময় সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা৷ স্পিকার আব্দুল হামিদ তাঁদের সংসদে স্বাগত জানান৷

এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি'র সংসদীয় দলের বৈঠকে সংসদের চলতি অধিবেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত হয়৷ গত বছরের ২৪শে মার্চ ৮ম অধিবেশন থেকে বিএনপির নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ বর্জন করে আসছেন৷ এরপর তারা আর সংসদে যাননি৷ এবারের সংসদে সংরক্ষিত আসনসহ মোট ৩৯টি আসন বিএনিপি'র৷ বিএনিপি'র সঙ্গে জামায়াতে ইসলামী, এলডিপি এবং বিজেপি'র সংসদ সদস্যরাও রোববারের অধিবেশনে যোগ দিয়েছেন৷

সংসদে যোগ দেয়ার পর বিএনপির সংসদ সদস্য শহীউদ্দিন চৌধুরী এ্যানি প্রথম বক্তব্য রাখেন ৷ তিনি সংসদে বলেন বিএনপি ১২ মার্চের মহাসমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ১০ই জুন পর্যন্ত সময় বেধে দিয়েছে৷ এই সংসদ তা বিবেচনা করবে বলে তাঁর আশা৷

এদিকে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন সংসদ সদস্যপদ রক্ষা বা বেতন ভাতার জন্য তাঁদের সংসদ সদস্যরা সংসদে যাননি৷ তাঁরা গণতন্ত্র রক্ষার জন্যই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

অন্যদিকে রোবাবার আদালতে একুশে আগষ্টের গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে৷ আসামির তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক ভূমি উপমন্ত্রী আব্দুস সলাম পিন্টু, জামায়াতের আমীর এবং সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান৷ মামলায় ২৮শে মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে৷ ২০০৪ সালের ২১শে আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল৷ হামলায় শেখ হাসিনা আহত হলেও প্রাণে বেঁচে যান৷ নিহত হন ২৪ জন৷আহত হন ৩ শতাধিক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ