1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রায় ৫৭ হাজার হজযাত্রীর মধ্যে ১২ জন মারা গেছেন

৪ জুলাই ২০২২

এবছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গেছেন মোট ৫৬ হাজার ৯৫২ জন৷ তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়৷

Saudi Arabien Hadsch nach Mekka
ছবি: picture-alliance/dpa/Saudi Press Agency

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী,

সর্বশেষ রোববার রংপুর জেলার খয়রব হোসেন নামের ৫৫ বছর বয়সি এক বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে৷ বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল, ঢাকা থেকে হজের শেষ ফ্লাইট ছিল রোববার৷

এবছর সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন৷ তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী ৷

মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে যারা হজে গেছেন, তাদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সিদের সংখ্যা বেশি৷ ১৮ বছরের কম বয়সিদের সংখ্যা সবচেয়ে কম৷
হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি, ২৯ দশমিক ৬০ শতাংশ গৃহিনী৷ সবচেয়ে কম অবসরপ্রাপ্তরা, ৪ দশমিক ৯৮ শতাংশ৷ এবারের হজযাত্রীদের ৩৭ শতাংশই ঢাকা বিভাগের৷ সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম, ২ শতাংশ মানুষ গেছেন জানিয়েছে মন্ত্রণালয়৷ 

হজ হবে ৮ জুলাই৷ এর আগে আগামী বুধবার মিনায় অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা৷

৮ জুলাই তারা আরাফাতের ময়দানে সমবেত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন৷ ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ৷ হজের শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৪ আগস্ট পর্যন্ত৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ