1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিন্সেস ডায়ানার সমাধি অনুষ্ঠান, কিংবা প্রিন্স উইলিয়ামের বিবাহ

৩ মার্চ ২০১১

দু’টি অনুষ্ঠানেই দৃশ্যত উপস্থিত থাকছেন এলটন জন৷ ১৯৯৭ সালে ‘‘ক্যান্ডল ইন দ্য উইন্ড’’ গেয়ে দুনিয়াকে কাঁদিয়েছিলেন৷ এবার ২৯শে এপ্রিল ওয়েস্টমিনস্টার এ্যাবিতে তিনি থাকবেন ১,৯০০ অতিথির মধ্যে৷

একটি রঙীণ ছবির মতো জীবন এলটন জন’এরছবি: RIA Novosti

জীবন যেরকম৷ সেটি ছিল বিয়োগান্ত উপলক্ষ, এবার খুশী আর আনন্দে ভরা একটি দিন, তা অনুষ্ঠান যতোই গুরুগম্ভীর হোক না কেন৷ তাছাড়া ৬৩ বছরের এলটনের জীবনে তো এখন একটা খুশীর সময় চলেছে৷ তিনি সদ্য বাবা হয়েছেন৷

এলটন এবং তাঁর জীবনসঙ্গী ডেভিড ফার্নিশ যে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন, এবং দুজনে যে সে অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা করছেন, সে-কথা জানালেন এলটন নিজে, সুদূর ক্যানাডায়৷ ক্যানাডায়, কেননা চলচ্চিত্র প্রযোজক ডেভিড ফার্নিশের জন্ম ক্যানাডায়, তাঁর আত্মীয়স্বজন ওখানেই থাকেন৷ তাদের নবজাতক জাকারি'কে দেখাতে দুজনে ক্যানাডা গেছেন৷ সেই সুবাদে সিটিভি'র সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারে উইলিয়াম-কেট বিবাহ সংক্রান্ত প্রশ্ন৷

২০০৫ সালে বিবাহের অব্যবহিত পরে ডেভিড ফার্নিশ এবং এলটন জনছবি: AP

গত জানুয়ারিতে কিন্তু এলটন বলেছিলেন, তিনি উইলিয়ামকে বিশেষ ভালোভাবে চেনেন না, এবং বিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই মনে হয়৷ - যাই হোক, বাকি সব প্রশ্ন ছিল জাকারি কে নিয়ে, যার জন্ম গত ডিসেম্বরে, বড়দিনের দিন, ক্যালিফোর্নিয়ায়, এক সারোগেট বা প্রতিভূ মায়ের গর্ভে৷ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পর ক্যানাডাতেই প্রথম জাকারির পা পড়ল৷

জীবনে কতো কিছু ঘটে: ‘‘এক মহিলার সঙ্গে বিবাহিত ছিলাম৷ পরে এক পুরুষের সঙ্গে বিবাহিত৷ এবার সন্তান হল৷ কে জানে, হয়তো ৮৫'তে পড়ে সেক্স চেঞ্জ করাব,'' ঠাট্টা করে বললেন পপ সঙ্গীতের কিংবদন্তী এলটন জন৷

প্রতিবেদন. অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ