1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিয় আমলাগণ: আপনারা শাসক নন, সেবক

২৯ জুলাই ২০১৯

সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে যেসব কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তার কয়েকটির দিকে চোখ বুলানো যাক৷  

Bangladesch Straßenverkehr in Dhaka
প্রতীকী ছবিছবি: DW/Muhammad Mostafigur Rahman

অতিরিক্ত সচিবের কারণে ফেরি আটকে থাকে বলে অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী মারা গেছে৷

একজন কারা কর্মকর্তার বাড়িতে ঘুসের ৮০ লাখ টাকা পাওয়া গেছে৷

সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করতে যান সরকারি কর্মকর্তারা আর তার দেখভাল করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার৷

সরকারি কর্মকর্তার পানিতে পড়া মোবাইল উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন সরকারি ডুবুরি দল৷

একজন অতিরিক্ত সচিব গবেষণার জন্য একজন অধ্যাপককে হুমকি-ধমকি দেন৷

প্রতিযোগীদের ছাড়াই মন্ত্রণালয়ের কর্মকর্তারা গেলেন নাসায়৷

সরল বিশ্বাসে করা কোনো কাজ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি হিসেবে বিবেচিত হবে না— দুদক প্রধানকে পেনাল কোড  স্মরণ করিয়ে দেওয়া হয় ডিসি সম্মেলনে৷

খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

পাঠক, কী মনে হচ্ছে?

সরকারি কর্মকর্তারা কি নিজেদের দেশের মালিক আর আমাদের প্রজা ভাবতে শুরু করেছেন? নাকি তারা পুরস্কার পাচ্ছেন কোনো অতিরিক্ত দায়িত্ব পালনের?

আমাদের ধারণা ভুল হতে পারে৷ তবে বেসামরিক বা সামরিক আমলারা যে অন্য যে-কোনো সময়ের তুলনায় বেশি ক্ষমতাশালী সে বিষয়ে অনেকেরই কোনো সন্দেহ নেই৷  

সরকারি কর্মকর্তারা কোনো জনবিচ্ছিন্ন গোষ্ঠী নন৷ তারা আমাদের বোন, আমাদেরই ভাই৷ তারা যদি নিজেদের শাসক ভাবতে শুরু করেন তবে এর দায় নিশ্চয়ই আমাদেরও৷ নিজেদের যারা জনপ্রতিনিধি মনে করেন তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন৷

আমরা দেখতে চাই এইসব কাজের কোন কোনগুলো অপরাধ? আর এইসব অপরাধের জন্য কে কোন শাস্তি পাচ্ছেন? মনে রাখতে হবে, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র যেখানে জনগণই সব ক্ষমতার মালিক৷

খালেদ মুহিউদ্দীন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান। ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ