1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিয় কুকুরকে ড্রিবলিং শেখাচ্ছেন মেসি!

২ আগস্ট ২০১৮

পায়ের কারুকাজ আর বলের অসাধারণ নিয়ন্ত্রণের কারণে ফুটবলবিশ্বে জাদুকর নামে পরিচিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি৷ বিশ্বকাপের পরে বেশ ক'বার ‘গোল্ডেন বল' জেতা এ তারকাকে দেখা গেল নিজের প্রিয় কুকুরকে ফুটবলের কলাকৌশল শেখাতে৷

FIFA Fußball-WM 2018 | Achtelfinale | Frankreich vs. Argentinien | Messi Enttäuschung
ছবি: Reuters/D. Martinez

স্ত্রী আন্তোনেয়া রোকুৎসোর সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা এক ভিডিতে এ তারকাকে দেখা গেছে বল পায়ে ড্রিবলিং করতে৷ তবে প্রতিপক্ষ নয়, নিজের পোষা কুকুরটির সাথে৷ আর মনযোগী ছাত্র হিসেবে কুকুরটিও ধাওয়া করছে বলটিকে, যেন শিখে নিতে চাইছে বল পায়ে প্রতিপক্ষকে পরাভূত করার কৌশল৷ কিন্তু কুকুরটি কি জানে, ফটবলের এ সুনিপূণ কৌশল তাকে শেখাচ্ছে একজন মহাতারকা ফুটবলার?

ইন্সটাগ্রামে ৩১আগস্ট পোস্ট করা এ ভিডিওটি ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে দর্শকদের৷ দু'দিনে ৪.৮ মিলিয়ন দর্শক দেখেছেন ভিডিওটি৷ সেই সাথে ১.৩ মিলিয়ন ‘লাইক' ও ২৫ হাজার কমেন্ট পেয়েছে এটি৷ আর লাইক, কমেন্ট-এর সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে৷

ভিডিওটি শেয়ার হচ্ছে ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও৷

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরা এ ভিডিওটি নিয়ে কেউ কেউ রসকতা করতেও ভোলেননি৷ এক রসিক দর্শকের মন্তব্য করেন, ‘‘হুম, মেসির আসল রহস্য উন্মোচিত হলো এবার৷ আমারও একটি কুকুর চাই৷''

আরআর/ডিজি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ