1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিয় খাদ্যের মধ্যেই তারকাদের আসল পরিচয়

১৬ আগস্ট ২০১৯

ভোজনরসিক হিসেবে বাঙালির সুনাম রয়েছে৷ আমাদের পছন্দের খাবারদাবারই কি আমাদের পরিচয়? এক আলোকচিত্রী অনেক বিখ্যাত মানুষদের পছন্দের খাবারের ছবি তুলে তাঁদের আসল পরিচয় তুলে ধরছেন৷

DW Euromaxx Kulinarische Stillleben von Dan Bannino
ছবি: DW

ড্যান ব্যানিনো স্টুডিও নয়, রান্নাঘরে ছবি তোলেন৷ পিনাট বাটার দিয়ে স্যান্ডউইচ বানিয়ে তারপর ক্যামেরার শাটার টেপেন৷ খাবারদাবারই তাঁর কাজের মূল উপকরণ৷ তিনি জানান, বিশেষ করে ইটালির খাবার চিরকাল বড় ভূমিকা পালন করেছে৷

ড্যান ব্যানিনো তারকাদের পছন্দের খাবারের ছবি তোলেন৷ যেমন মারায়া কেরি নাকি বেগুনি রংয়ের খাবার খুব পছন্দ করেন৷ শোনা যায়, লেডি গাগা নাকি ট্যুরে বেরোলে বেবিফুড খেয়েই থাকেন৷ লেমোনেড, চিকেন নাগেট ও আলু ভাজা নাকি ইউসেন বোল্ট-এর প্রিয় খাদ্য৷ বিশ্বের দ্রুততম মানুষ ফাস্ট ফুড খেতে বড়ই পছন্দ করেন৷

ড্যান ব্যানিনোর ক্যামেরায় এই সব খামখেয়ালীপনা ধরা পড়ে৷ তাঁর ‘স্টিল ডায়েটস' নামের ছবির সিরিজে খাবারের মাধ্যমে মানুষের প্রতিকৃতি ফুটে ওঠে৷ ড্যান বলেন, ‘‘সামান্য একটি প্লেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগসূত্র গড়ে তোলা সম্ভব৷ খাবার সবারই চেনা এক ভাষা, যা অনেক কাহিনি বলতে পারে৷ খাবারের দিকে তাকিয়ে সবাই তার নিজস্ব কাহিনি পড়ে নিতে পারে৷''

তাঁর নতুন প্রকল্পের বিষয় জার্মানির মডেল হাইডি ক্লুম৷ হাইডির পছন্দের খাবার তিনি ‘স্টিল লাইফ' শৈলিতে ক্যামেরাবন্দি করেছেন৷ ৪৬ বছর বয়সি এই মডেল নাকি ৮০ ভাগ স্বাস্থ্যকর খাবার খান, বাকিটা নিয়ে বাছবিচার করেন না৷ সেই রুচিবোধ তুলে ধরতে ড্যান কিছু স্কেচ দিয়ে কাজ শুরু করেছেন৷ পরের সৃষ্টিকর্মের ছবির কম্পোজিশন তাতে ফুটে উঠেছে৷ ড্যান ব্যানিনো নিজের কাজের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘আমি অবশ্যই ক্যামেরা ব্যবহার করি, তাই আমাকে আলোকচিত্রী বলতে পারেন৷ কিন্তু ফটো আমার কাজের প্রক্রিয়ার শেষ ধাপ৷ আমি আইডিয়া আঁকতে শুরু করছি৷ ক্যামেরা সে কাজে সাহায্য করছে৷''

প্রিয় খাদ্যের মধ্যেই তারকাদের আসল পরিচয়

04:08

This browser does not support the video element.

সোফিয়া লোরেন নাকি বলেছিলেন, স্প্যাগেটি খেয়েই তাঁর শরীরের ভাঁজ এত সুন্দর হয়েছে৷ এমন উদ্ধৃতি বা আলব্যার্ট আইনস্টাইনের নিরামিষ খাদ্যাভ্যাস তাঁকে প্রেরণা জুগিয়েছে৷ অথবা ডায়েট কোকের প্রতি কার্ল লাগারফেল্ড-এর মতো ডিজাইনারের আশক্তি৷

ড্যান ব্যানিনো-র ফটো প্রতিকৃতি বারোক যুগের চিত্রপট, কারাভাজোর মতো শিল্পীর সেরা সৃষ্টিকর্ম অথবা ফ্রেমিশ শিল্পের স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেয়৷ সে যুগেও খাবারদাবার শিল্পের বিষয়বস্তু ছিল৷ কারণ তার মাধ্যমে সামাজিক অবস্থান সম্পর্কে অনেক কিছু জানা যেত৷ ড্যান বলেন, ‘‘তাঁরা সবাই আমাকে প্রেরণা জোগান৷ আমার মনে বারোক যুগের শিল্পকর্ম ও স্টিল লাইফের সংগ্রহশালা সৃষ্টি হয়েছে৷ তাই ছবি সৃষ্টির সময় আমি তাঁদেরই শিল্পকর্মের সঙ্গে সংযোগ গড়ে তুলি৷ মনের ছবি স্কেচের মধ্যে ফুটে ওঠে৷''

হাইডি ক্লুম-এর ফটোর জন্য বরাবরের মতো তাঁর বাসাই ফটো স্টুডিও হয়ে উঠেছিল৷ তাঁর কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেট বা প্রেক্ষাপট গড়ে তোলা৷ সেখানেই স্কেচে আঁকা আইডিয়া বাস্তবে রূপান্তরিত হয়৷

হাইডি ক্লুম-এর পছন্দের পিনাট বাটার স্যান্ডউইচ ও নুডলস সাজানো হচ্ছে৷ সেগুলিকে ঘিরে রয়েছে নানা স্বাস্থ্যকর উপকরণ, যেগুলি তিনি মিক্সারের মাধ্যমে স্মুদি বা ঘন সরবতে পরিণত করেছেন৷

অবশেষে ছবি তোলা হলো৷ হাইডি ক্লুম-এর প্রতিকৃতি প্রস্তুত৷ ড্যান ব্যানিনো পরিশ্রমের ফলাফল ও উপকরণগুলি একইসঙ্গে উপভোগ করেন৷

হেন্ড্রিক ভেলিং/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ