1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমিকাকে অপহরণের দায়ে গোলরক্ষক ব্রুনোর কারাদণ্ড

৮ ডিসেম্বর ২০১০

সাবেক প্রেমিকাকে অপহরণসহ একাধিক অপরাধের জালে আটকা পড়েছেন ব্রাজিলীয় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর সাবেক অধিনায়ক এবং তারকা গোলরক্ষক ব্রুনো৷ ব্রুনোকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷

প্রেমিকা, ফুটবল, ব্রাজিল, অপহরণ, দায়, গোলরক্ষক ব্রুনো, কারাদণ্ড, Bruno, Lover, Kidnap, Brazil, Football, Sports, killing,
ফাইল ছবিছবি: picture-alliance/ dpa

তারকা গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেজের অধিনায়কত্বেই ফ্লামেঙ্গো ক্লাব ২০০৯ সালে ব্রাজিলীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে নিয়েছিল৷ এছাড়া অসংখ্যবার জালের বল ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন ফুটবল জগতে ব্রুনো নামে পরিচিত এই তারকা খেলোয়াড়৷ কিন্তু শেষ পর্যন্ত অপরাধ জগতের জাল থেকে নিজেকে বাঁচাতে পারলেন না তিনি৷

রিও ডি জেনেরিও'র আদালত ব্রুনোর বিরুদ্ধে সাড়ে চার বছরের কারাদণ্ডের রায় দিয়েছে মঙ্গলবার৷ এই অপরাধ কর্মের সাথে জড়িত থাকার দায়ে ব্রুনোর অপর সহযোগীকে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড৷ এছাড়া ব্রুনোর বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা এলিজা সামুদিওকে হত্যার অভিযোগে আরেকটি মামলা চলছে বেলো হোরিজোন্টে শহরের আদালতে৷

ঘটনার শুরু গত বছরের অক্টোবরে৷ ব্রুনো তাঁর সাবেক প্রেমিকা সামুদিও'কে অপহরণ করার পর গর্ভপাত ঘটানোর জন্য চাপ দিতে থাকেন৷ এমনকি বাচ্চা নষ্ট করার জন্য দেওয়া ওষুধ সেবনে রাজি না হলে তার উপর চালানো হয় শারীরিক নির্যাতন৷ শেষ পর্যন্ত চলতি বছরের জুন মাসে নিখোঁজ হন সামুদিও৷

সামুদিওকে খুন করে তার লাশ লুকিয়ে ফেলেছেন ব্রুনো এমনটিই সন্দেহ করা হচ্ছে৷ ব্রুনোর এসব অপরাধ কর্মের সাথে আরো আটজন জড়িত থাকার কথা শোনা যাচ্ছে৷ এমনকি তাঁর বর্তমান স্ত্রীর বিরুদ্ধেও উঠেছে সামুদিও'কে খুনের কাজে ব্রুনোকে সহযোগিতার অভিযোগ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ