বয়স ৩০ পেরোলেই বিয়ের জন্য অস্থির হয়ে পড়েন অনেকে৷ এটা বিশ্বের অনের দেশেই দেখা যায়৷ তবে জাপানে এই প্রবণতার সুযোগ নিয়ে ব্যবসা বাগিয়ে নিচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান৷ প্রেমের অভিনয় করে প্রতারণার অভিযোগে মামলা তাই বেড়েই চলেছে৷
বিজ্ঞাপন
সম্প্রতি প্রেম করে দাগা খেয়েছেন অন্তত ১২ জন জাপানি নাগরিক৷ তাঁদের মধ্যে ১০ জনই নারী, বাকি দু'জন পুরুষ৷ তাঁদের বয়স ত্রিশ থেকে চল্লিশের মধ্যে৷ প্রত্যেকের অভিন্ন অভিযোগ৷ অনলাইন ডেটিং সাইটে কোনো তরুণ বা তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল তাঁদের৷ পরিচয় থেকে প্রণয়৷ কিন্তু প্রণয় পরিণতিতে রূপ নেয়ার আগেই ছন্দপতন৷ ও পাশের প্রেমিক বা প্রেমিকা হঠাৎ করেই লাপাত্তা!
ভালোবাসার রং বিশ্বময়
ভালোবাসার জন্য আবার দিনক্ষণ লাগে? কিন্তু ১৪ই ফেব্রুয়ারি দিনটিই সেই ভালোবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইনস ডে’ নাম ধরে একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে৷ এ দিন বিশ্বের কোটি কোটি মানুষ তাঁদের ভালোবাসার মানুষটিকে মনের কথা জানান৷
ছবি: dapd
যেদিন থেকে শুরু
২৬৯ সালে ইটালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিষ্টান পাদ্রী ছিলেন৷ ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট তাঁকে বন্দি করেন৷ বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন৷ এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাঁকে মৃত্যুদণ্ড দেন৷ দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি৷
ছবি: Getty Images/Afp/Ali Al-Saad
আনন্দ ও বিষাদের অনুভূতি
৪৯৬ সালে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ঐ দিনটিকেই ‘ভালোবাসা দিবস’ ঘোষণা করা হয়৷ প্রেমে থাকে আনন্দ, থাকে বিষাদ৷ ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানি৷’ অথবা ‘আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে৷’ রবীন্দ্রনাথের ভাষায়, ‘তোমরা যে বল দিবস-রজনী, ভালোবাসা, ভালোবাসা৷ সখি ভালোবাসা কারে কয়? ’
ছবি: Getty Images/Afp/Ali Al-Saad
দিবসটি ঘিরে বাণিজ্য
ভ্যালেন্টাইনস ডে-কে ঘিরে যুক্তরাষ্ট্রের বিপণিবিতানগুলোতে ভালোবাসার সাজ৷ লাল রঙের সমাহার সর্বত্র৷ থরে থরে সাজানো লাল টকটকে গোলাপ৷ অনেকে একটি মাত্র দিনকে ভালোবাসা দিবস হিসেবে উৎসর্গ করতে আপত্তি জানালেও, বাংলাদেশও আর ব্যতিক্রম নয়৷ সেখানেও একই ধরনের বাণিজ্য দেখা যায় পোশাক ও উপহারে৷
ছবি: DW/M. Al-Saidy
সামাজিক যোগাযোগের মাধ্যমে...
অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন ফেসবুক আর প্রযুক্তিপণ্যের এ যুগে ভ্যালেন্টাইনস ডে-র কার্ড বিক্রিতে কিছুটা মন্দা দেখা দিয়েছে আজকাল৷ তারপরও অবশ্য ভালোবাসার নানা বাণী লেখা কার্ডের সমাহার দোকানে দোকানে৷ ভালোবাসার মানুষটির জন্য উপযুক্ত একটি কার্ড বেছে নিলেই হলো...
ছবি: Getty Images/Afp/Armend Nimani
সব বয়সের প্রেম
বাংলাদেশে ভ্যালেনটাইনস ডে-র প্রচলন খুব বেশি দিনের না হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে এ দিনটি পালন এখন যেন সামাজিক রীতির অংশ হয়ে গেছে৷ আমাদের দেশে কেবল শহুরে তরুণ-তরুণীরা এদিন পালনে উত্সাহী হলেও, মার্কিন মুলুকে কিন্তু প্রায় সব বয়সিরাই এ দিনটিকে বিশেষভাবে পালন করেন৷
ছবি: picture-alliance/dpa
ভালোবাসার দৃষ্টান্ত
২০০৭ সালের ২০শে এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন৷ তাঁদের প্রেমের শুরুটা হয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবির সেটে৷ বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া৷
ছবি: AP
সময় একটা বড় ব্যাপার
অনেক ব্যস্ততার মধ্য থেকেই বের করে নিতে হবে ভালোবাসার সময়৷ একটু সময় একসঙ্গে থাকা, কাছাকাছি আসার জন্য মুহূর্তগুলো নিজেদের মতো করে বের করে নিতে হবে৷ ভালোবাসা হচ্ছে বাগানের মতো – যত যত্ন নেয়া হবে, ততই তো বাড়বে তার সৌন্দর্য, ফুটবে ফুল, ফলবে ফল৷
ছবি: Reuters
ভালোবাসা দিবসে বিয়ে
বিয়ে নিয়ে দেশে দেশে বিশেষ দিনক্ষণ খোঁজার রীতি রয়েছে৷ নতুন জীবনে ধাবিত হওয়ার প্রক্রিয়াটি বেশিরভাগ মানুষই শুভদিনে সম্পন্ন করতে চান৷ ইদানীং অন্যান্য দিনগুলোর পাশাপাশি ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে করারও একটা ফ্যাশন শুরু হয়েছে৷
ছবি: dapd
8 ছবি1 | 8
কেটে পড়ার আগে একটি কাজ ঠিকই সুকৌশলে করে নিয়েছে কথিত প্রেমিক বা প্রেমিকা৷ তাঁদের প্রেমের ফাঁদে পা দিয়ে কমপক্ষে আড়াই লক্ষ ডলার মূল্যে একটি অন্তত ফ্ল্যাট কিনেছেন ১২ জনের প্রত্যেকে৷ একজন তো ‘হায়, হায়' করেছেন তিনটি ফ্ল্যাট কিনে৷ পরে তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন, প্রেমের অভিনয় করে কেটে পড়া লোকগুলো সবই করেছে কোনো না কোনো আবাসন প্রকল্পের কর্মী হিসেবে৷ তাদের কাছে ফ্ল্যাট বিক্রিই ছিল মুখ্য আর প্রেমটা কর্মক্ষেত্রে উত্তরোত্তর উন্নতির সোপান তৈরির উপায় মাত্র!
একসঙ্গে সুখে-শান্তিতে বসবাস করার জন্য ফ্ল্যাট কিনে তাই কোনো ক্রেতাই জীবনসাথী পাননি, পেয়েছেন শুধু ফ্ল্যাটের চাবি৷ প্রেমের অভিনয় করে বাজার মূল্যে ফ্ল্যাট বিক্রি করা হলেও হয়ত প্রতারণার জ্বালা কিছুটা কম হতো৷ কিন্তু ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ হিসেবে মোট ১৯ লক্ষ ৫০ হাজার ডলার দাবি করে মামলা ঠোকা ১২ জনের কাছ থেকে প্রতিটি ফ্ল্যাটের ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি মূল্য আদায় করা হয়৷
জাপানে প্রেমের অভিনয় করে এমন প্রতারণার ঘটনা দু'বছর ধরে খুব দ্রুত বাড়ছে৷ সে দেশের জাতীয় ভোক্তা তথ্য কেন্দ্র জানিয়েছে, ২০১২ সালে এমন অভিযোগে মোট ২৬টি মামলা হয়েছিল, ২০১৩ সালে এ ধরণের মামলা হয়েছে ৪২টি!