1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেম প্রত্যাখান

২৪ মে ২০১২

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক স্কুল-ছাত্রীর হাতের আঙুল ও কান কেটে নিয়েছে ইব্রাহিম নামের একজন যুবক৷

ছবি: Reuters

যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামের মেয়ে মোমেনা৷ দশম শ্রেণির ছাত্রী মোমেনাকে ‘ভালবাসে' একই গ্রামের ছেলে ইব্রাহিম৷ মোমেনার স্কুলে যাবার পথে নিয়মিত দাঁড়িয়ে থেকেছে সে৷ তবুও প্রেমের প্রস্তাবে সাড়া দেয় নি মোমেনা৷ কিন্তু কী ঘটলো প্রেমে সাড়া না দেয়ার পর?

মোমেনার বড় ভাই কামরুল ইসলাম  বলেন, ‘‘বছরখানেক ধরেই মোমেনাকে নানাভাবে উত্ত্যক্ত করত ইব্রাহিম৷ এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়৷ কিন্তু  প্রেম প্রত্যাখ্যান করার পর সে খেপে যায়৷ ঘটনার দিন পাকা রাস্তার মাথায় খেজুর গাছ কাটার দা নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকে সে৷ তারপর স্কুল থেকে ফেরার পথে মোমেনাকে অতর্কিতে আক্রমণ করে ইব্রাহিম৷''

খেজুর গাছ কাটার দা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় মোমেনাকে৷ এর ফলে বাম হাতের চারটি আঙুল ও ডান কান কেটে যায় মোমেনার৷ এছাড়াও শরীরের বিভিন্ন অংশেও রয়েছে আঘাত৷ আহত মোমেনা এখন ভর্তি রয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে৷

মেয়েদের ওপর অত্যাচার খুবই স্বাভাবিক ঘটনা বলে ধরে নেয়া হয়ছবি: fotolia

গত ১৬ মে এ ঘটনা ঘটার পর থানায় ‘হত্যা চেষ্টা' মামলা দায়ের করেছেন মোমেনার বাবা শাহাবুদ্দিন মোল্লা৷ ঘটনার দিনই ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ৷

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান মনে করেন, মোমেনার মত এমন আরো অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটছে৷ প্রেমে সাড়া না দেয়ায় মেয়ে এবং তার পরিবারের উপর আক্রমণ, নির্যাতন এমনকি ঘটছে খুনের ঘটনাও৷

অধ্যাপক খান বলেন, ‘‘বাংলাদেশে অপরাধ করলে অনেক সময়ই বিচার হয় না৷ অপরাধী ছাড়া পেয়ে যায়৷ ফলে এসব ঘটনা ক্রমাগত ভাবে বাড়ছে৷ তাই, অপরাধীকে শুধু ধরলেই হবে না৷ শাস্তিও কার্যকর করতে হবে৷''

আইনকে কার্যকর করতে, সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ‘সুশীল সমাজে'র ভূমিকা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি৷

একদিকে অপরাধীর শাস্তি কার্যকর করতে হবে৷ অন্যদিকে সমাজে বাড়াতে হবে নৈতিকতা শিক্ষা৷ তবেই সহিংস মানসিকতার পরিবর্তন হবে বলে মনে করেন অধ্যাপক খান৷ কারণ তিনি মনে করেন, ‘‘নৈতিক অবক্ষয় এর কারণেই সহিংসতার ঘটনা বাড়ছে৷ তাই প্রতিটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে তার পরিবার ও শিক্ষাব্যবস্থায় নৈতিকতা শিক্ষা দেয়াও অত্যন্ত জরুরি'' বলেই মনে করেন তিনি৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ