প্রেসিডেন্টের জবাবদিহি চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
৩০ মে ২০২২
চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য কিছু প্রস্তাব রেখেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে৷ তার প্রস্তাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংসদের কাছে প্রেসিডেন্টের জবাবদিহি এবং সংসদীয় কমিটিতে তরুণদের অংশগ্রহণ৷
বিজ্ঞাপন
প্রচণ্ড বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমাসিংহে৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব নেয়ার পর থেকেই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আাবার সচল করা৷ রবিবার এই দুটি লক্ষ্যকে সামনে রেখে কিছু প্রস্তাব রেখেছেন বিক্রমাসিংহে৷ শ্রীলঙ্কার ডেইলি মিররকে তিনি বলেন, ‘‘বর্তমানে যে ব্যবস্থা চলছে তরুণরা তার পরিবর্তন চায়৷ তাই তরুণদের সার্বিক সমস্যা সম্পর্কে জানা দরকার এবং নিজেরা যাতে নিজেদের সমস্যা সমাধান করতে পারে সে সুযোগ তাদের দেয়া দরকার৷'' এই লক্ষ্য পূরণের জন্য সবার আগে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আইন প্রণেতাদের ক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের প্রভাব কমাতে হবে৷ ডেইলি মিররকে তিনি বলেন, ‘‘আমাদের প্রস্তাব করা নতুন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদের কাছে দায়বদ্ধ হবেন৷''
দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিক্ষোভ দেশে দেশে
ইউক্রেন যুদ্ধ আর খরায় বিশ্বজুড়ে বেড়ে চলছে খাদ্য শস্য, ভোজ্য তেল, জ্বালানি আর সারের দাম৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে চলায় ক্ষুব্ধ ইন্দোনেশিয়া থেকে শুরু করে পেরুর মানুষ৷ দেখুন ছবিঘর...
ছবি: Jeff J Mitchell/Getty Images
আর্জেন্টিনা
২৩ এপ্রিল প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজের বিরুদ্ধে রাস্তায় নামেন কৃষকরা৷ ব্যাপক মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে তার সরকারের নেয়া নীতিতে ক্ষুব্ধ তারা৷ অভ্যন্তরীণ বাজার সামলাতে গম আর ভুট্টা রপ্তানিতে ১২ শতাংশ এবং সয়া, আটা ও রান্নার তেল রপ্তানির উপর ৩৩ শতাংশ কর আরোপ করেছে দেশটির সরকার৷
ছবি: Agustin Marcarian/REUTERS
ইন্দোনেশিয়া
গত ২৮ এপ্রিল থেকে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইন্দোনেশিয়া৷ এরপর রপ্তানিমুখী অনেক পাম মিল কৃষকদের কাছ থেকে পাম ফল কেনা বন্ধ করে৷ এতে বিপাকে পড়েন কৃষকরা৷ প্রতিবাদে রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন তারা৷ তবে সরকার বলছে অভ্যন্তরীণ বাজারে লক্ষ্যমাত্রা অনুযায়ী দাম কমে না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে৷
ছবি: Tatan Syuflana/AP/picture alliance
গ্রিস
জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধিতে এথেন্সে মে দিবসের র্যালিতে বিক্ষোভ করেন শ্রমিকরা৷ মার্চে গ্রিসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক নয় শতাংশে যা গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ৷
ছবি: COSTAS BALTAS/REUTERS
সাইপ্রাস
জীবনযাত্রার ব্যয় আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাইপ্রাসের দুগ্ধজাত খামারিরা৷ ১৮ মে রাজধানী নিকোসিয়ায় প্রেসিডেন্ট ভবনের সামনে টনকে টন দুধ ফেলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা৷
ছবি: YIANNIS KOURTOGLOU/REUTERS
ইরান
সরকার ভর্তুকি তুলে নেয়ায় ইরানে আটায় তৈরি বিভিন্ন খাদ্যের দাম ছয়গুণ বেড়েছে৷ বেড়েছে ভোজ্য তেল ও দুগ্ধজাত খাবারের দামও৷ আগে থেকে সংকটে থাকা ইরানের মানুষের জন্য এই পরিস্থিতি ভয়ানক চাপে ফেলেছে৷ মে থেকে এর প্রতিবাদ করে যাচ্ছেন মানুষ৷
ছবি: Privat
পেরু
খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিয়মিত রাস্তায় ব্যারিকেড দিচ্ছেন পেরুর মানুষ৷ পরিস্থিতি সামলাতে মহাসড়কে সেনা নামিয়েছে দেশটির সরকার৷ ক্ষুব্ধ জনতাকে সামলাতে এপ্রিলে লিমাতে কারফিউ জারি করে৷ গত দুই যুগেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতিতে ভুগছে লাতিন অ্যামেরিকার দেশ পেরু৷
ছবি: Ernesto Benvaides/AFP
চিলি
খাদ্যমূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ চিলির মানুষ৷ ২৫ মার্চ দেশটির শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নামেন৷ এসময় পুলিশের গুলিতে এক ছাত্র আহত হয়৷ চিলিতে প্রতি মাসে ছয় লাখ ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৪১ ডলার করে খাদ্য ভাতা দেয়া হয়৷ মূল্যস্ফীতি বাড়ায় শিক্ষার্থীরা এই ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়ে আসছে৷
ছবি: Martin Bernetti/AFP/Getty Images
লেবানন
খাদ্যমূল্য বৃদ্ধিতে গত জানুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে৷ ২০১৯ সাল থেকেই অর্থনৈতিক সংকটে দেশটি৷
ছবি: Hussein Malla/AP Photo/picture alliance
কেনিয়া
খাদ্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয়ে বিপর্যন্ত কেনিয়ার মানুষও৷ বিভিন্ন দাবিতে ১৭ মে বিক্ষোভ করেন দেশটির মানুষ৷
ছবি: BAZ RATNER/REUTERS
শ্রীলঙ্কা
খাদ্যের মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ চলছে শ্রীলঙ্কাতে৷ ইতোমধ্যে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অনেক সদস্য পদত্যাগে বাধ্য হয়েছেন৷ ১৯৪৮ সালে স্বাধীনতার পরে এতটা অর্থনৈতিক সংকটে এর আগে পড়েনি দেশটি৷
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
10 ছবি1 | 10
রনিল বিক্রমাসিংহে জানান, আপাতত ১৫টি সংসদীয় কমিটি গঠনের কথা ভাবছেন তারা৷ প্রত্যেকটি কমিটিতে চারজন করে তরুণ থাকবেন৷ চারজন তরুণ প্রতিনিধির তিনজনই হবেন অ্যাক্টিভিস্ট এবং প্রতিবাদী সংগঠনগুলোর পছন্দের৷
শ্রীলঙ্কার দৈনিককে দেয়া সাক্ষাৎকারে অবশ্য রনিল বিক্রমাসিংহে এ-ও জানিয়েছেন যে, তিনি আসলে খুব নতুন কিছু করছেন না৷ শ্রীলঙ্কা ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয় ১৯৪৮ সালে৷ তার আগে দেশে যে ব্যবস্থা ছিল নতুন প্রস্তাবনা তার আলোকেই তৈরি করা হয়েছে বলে জানান তিনি৷