1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসরে নামছেন ওবামা

৯ জুন ২০১৬

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার তাঁর উত্তরসূরী নির্বাচনের ক্ষেত্রেও সক্রিয়ভাবে আসরে নামছেন৷ এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে অবজ্ঞা প্রকাশ করেছেন৷

হিলারি ক্লিন্টন
ছবি: Reuters/L. Nicholson

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আনুষ্ঠানিকভাবে দুই দলের প্রার্থী ঘোষণা করা না হলেও কোনো অঘটন না ঘটলে চূড়ান্ত লড়াই যে হিলারি ক্লিন্টন বনাম ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হবে, তা ধরেই নেওয়া হচ্ছে৷

আসরে নামছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ ক্ষমতার শেষ লগ্নেও তিনি যে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন, আগামী ডেমোক্র্যাট প্রার্থীর জন্যও তা সহায়ক হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তাছাড়া গত ৮ বছর ধরে তাঁর ক্ষমতাকালে যা কিছু গড়ে উঠেছে, আগামী প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, ওবামা সে বিষয়ে বিশেষভাবে আগ্রহী৷

হিলারি ক্লিন্টন দলের মনোনয়ন পাবেন, এটা প্রায় নিশ্চিত হওয়া সত্ত্বেও তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখনো আসর ছেড়ে চলে যেতে প্রস্তুত নন৷ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন তিনি৷ ওবামা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্যান্ডার্স পরাজয় স্বীকার করে ক্লিন্টনের পথ থেকে সরে দাঁড়াবেন৷ উল্লেখ্য, ওবামা এখনো ক্লিন্টনের প্রতি খোলাখুলি সমর্থন জানাননি৷

অন্যদিকে বিরোধী রিপাবলিকান শিবিরে অস্বস্তি ও অস্থিরতা বেড়ে চলেছে৷ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাকিদের পেছনে ফেলে মনোনয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছেন, দলের একটা বড় অংশ তা মেনে নিতে পারছে না৷ এদিকে তাঁকে উপেক্ষা করাও সম্ভব নয়৷ শেষ পর্যন্ত ট্রাম্প দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়ে গেলেও দলের নেতা-কর্মীরা কতটা আন্তরিকভাবে তাঁর জয়ের জন্য লড়বেন, তা নিয়ে সংশয় রয়েছে৷

ডোনাল্ড ট্রাম্প নিজেও রিপাবলিকান দলের মনোভাব নিয়ে বিরক্ত৷ বিশেষ করে তাঁর প্রতি বর্ণবৈষম্যের অভিযোগ সম্পর্কে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেন তিনি৷ তিনি মনে করিয়ে দেন, দলের ইতিহাসে এর আগে কেউ তাঁর মতো এত ভোট পাননি৷

এই প্রেক্ষাপটে ওবামা জিমি ফ্যালনের ‘লেট নাইট শো' অনুষ্ঠানে হাস্যরসের মধ্য দিয়েই রিপাবলিকান দল ও তাদের সম্ভাব্য প্রার্থীর সমালোচনা করেন৷ ট্রাম্প প্রার্থী হওয়ায় আদতে ডেমোক্র্যাটদের সুবিধাই হয়েছে বলে তীর্যক মন্তব্য করেন তিনি৷

তবে অ্যামেরিকার দুই দলীয় শাসনব্যস্থায় দুই ‘সিরিয়াস' প্রার্থীর মধ্যে তর্ক-বিতর্ক, আদর্শগত সংঘাতের মাধ্যমে ভোটারদের সামনে বিকল্প উঠে আসা উচিত বলে মনে করেন তিনি৷ অর্থাৎ তাঁর মতে, ট্রাম্প সেই পূর্বশর্ত পালন করছেননা৷ এমনকি ওবামা বলেন, তিনি রিপাবলিকান দলের অবস্থা সম্পর্কে দুশ্চিন্তায় ভুগছেন৷ তাঁর মতে, ‘‘প্রেসিডেন্ট নির্বাচন রিয়ালিটি টিভি নয়৷'' অ্যামেরিকার মানুষকে এই পদের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে চান তিনি, যাতে তারা যোগ্য প্রার্থী বেছে নেয়৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ