প্রেসিডেন্ট হয়েই সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করব, বললেন ট্রাম্প
২০ জানুয়ারি ২০২৫
ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রথম দিন থেকে তিনি প্রচুর প্রশাসনিক নির্দেশ জারি করবেন, সীমান্তে অভিবাসী অনুপ্রবেশ থামাবেন।
বিজ্ঞাপন
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। তার আগে রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করলেন তিনি। সেখানেই ট্রাম্প বললেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।
ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের অ্যামেরিকা থেকে বের করে দেবেন।
ট্রাম্প বলেছেন, ''এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে।''
ভারত ও বাংলাদেশের সময় সোমবার(২০ জানুায়ারি) রাতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।
সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি
ট্রাম্প বলেছেন, তিনি অ্যামেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।
ট্রাম্প বলেছেন, ''আমার প্রথম দিন হবে আপনাদের জন্য সেরা দিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম একশ দিন হবে অসাধারণ প্রথম একশ দিন।''
ট্রাম্প জানিয়েছেন, বাইডেনের আমলে নেয়া অনেক সিদ্ধান্ত তিনি বদলে দেবেন।
ট্রাম্প বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন।
২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়।
ক্ষমতায় আসার পর ট্রাম্প যে সিদ্ধান্ত নিতে চান
প্রেসিডেন্ট-ইলেক্ট হওয়ার পর প্রথম টিভি সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প জানালেন, তিনি এখন কী কী সিদ্ধান্ত নিতে চান।
ছবি: Nbc News/ZUMA Press Wire/picture alliance
একগুচ্ছ পরিবর্তন
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। তার আগে তিনি জানিয়েছেন তিনি দেশের ভিতরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন আনবেন। তার একাধিক সিদ্ধান্তের ফল সুদূরপ্রাসারী হতে পারে।
ছবি: Nbc News/ZUMA Press Wire/picture alliance
অ্যামেরিকায় জন্মালেই নাগরিকত্ব নয়
এনবিসি টেলিভিশনে ট্রাম্প জানিয়েছেন, তিনি মার্কিন অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন। যুক্তরাষ্ট্রে জন্মালেই কেউ নাগরিক হওয়ার অধিকার পাবেন না। মার্কিন সংবিধান এই অধিকার দিয়েছে। কিন্তু ট্রাম্পের মতে, এটা একটা অর্থহীন ব্যবস্থা। তিনি প্রশাসনিক নির্দেশ দিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবেন।
ছবি: Thibault Camus/AP Photo/picture alliance
অভিবাসীদের ফেরত পাঠানো
ট্রাম্প বলেছেন, এটা খুবই কঠিন কাজ। কিন্তু এটা করা দরকার। বেআইনিভাবে অভিবাসন-প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছে। তিনি বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত।
ছবি: Heather Khalifa/AP Photo/picture alliance
বাণিজ্যিক মাসুল নিয়ে
ট্রাম্প জানিয়েছেন, বিদেশ থেকে যে সব পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকছে, সেগুলির উপর চড়া হারে মাসুল বসানোর বিষয়টি নিয়ে তিনি এখনই কিছু বলবেন না। ট্রাম্পের বক্তব্য, ''আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আগামিকালও কোনো গ্যারান্টি দিতে পারব না।''
ছবি: Brandon Bell/Pool via REUTERS
ক্যাপিটল নিয়ে
ট্রাম্প জানিয়েছেন, ২০২১ সালে ক্যাপিটলে যারা ঢুকে পড়েছিল এবং শাস্তি পয়েছে, ক্ষমতায় আসার পরেই তাদের দ্রুত ক্ষমার প্রক্রিয়া শুরু করে দেবেন। ট্রাম্পের কয়েকশ সমর্থক এখন বন্দি আছেন। তাদেরই ক্ষমা করার কথা বলেছেন ট্রাম্প।
ছবি: Stephanie Keith/Getty Images
গর্ভধারণ ও জন্মনিয়ন্ত্রণ
গর্ভধারণ ও জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানিয়েছেন, তিনি গর্ভপাতের ওষুধের উপর নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করবেন না।
ছবি: FREDERIC J. BROWN/AFP
ইউক্রেনকে সাহায্য়ের পরিমাণ কমবে
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। রোববার তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটা চুক্তি করতে চাইছে। ট্রাম্প পুটিনকে অনুরোধ করেছেন, তিনি যেন যুদ্ধ বন্ধ করতে উদ্য়োগাী হন। আরেকটি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, খুব সম্ভবত তিনি ইউক্রেনকে দেয়া সাহায্য়ের পরিমাণ কম করবেন।
ছবি: Ludovic Marin/AFP via Getty Images
ন্য়াটোয় থাকা নিয়ে
ট্রাম্প এর আগে একাধিকবার ন্যাটোর সমালোচনা করেছেন। এখন তিনি বলেছেন, ন্যাটোর সব সদস্য দেশ যদি তাদের প্রতিশ্রুত অর্থ খরচ করে, সবাইকে পরিবারের অংশ মনে করে, অ্যামেরিকার সঙ্গে ন্যায্য ব্যবহার করে, তা হলে ঠিক আছে, না হলে তিনি ন্যাটো থেকে বেরিয়ে আসার কথা ভাববেন।
ছবি: picture-alliance/NurPhoto/J. Arriens
8 ছবি1 | 8
ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর মেয়েদের খেলাধুলো আর পুরুষরা নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি ট্রান্সজেন্ডারদের খেলাধুলোর জগতে অনেক বেশি সুযোগ করে দেবেন বলেও জানিয়েছেন।