1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট হয়েই সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করব, বললেন ট্রাম্প

২০ জানুয়ারি ২০২৫

ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রথম দিন থেকে তিনি প্রচুর প্রশাসনিক নির্দেশ জারি করবেন, সীমান্তে অভিবাসী অনুপ্রবেশ থামাবেন।

ওয়াশিংটনে বিজয়োৎসবে ট্রাম্প।
ট্রাম্প বললেন, প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েও তিনি একগুচ্ছ প্রশাসনিক নির্দেশ জারি করবেন। ছবি: Matt Rourke/AP/picture alliance

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। তার আগে রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করলেন তিনি। সেখানেই ট্রাম্প বললেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের অ্যামেরিকা থেকে বের করে দেবেন।

ট্রাম্প বলেছেন, ''এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে।''

ভারত ও বাংলাদেশের সময় সোমবার(২০ জানুায়ারি) রাতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।

সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

ট্রাম্প বলেছেন, তিনি অ্যামেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।

বিজয়োৎসবে প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। ছবি: Celal Gunes/Anadolu/picture alliance

ট্রাম্প বলেছেন, ''আমার প্রথম দিন হবে আপনাদের জন্য সেরা দিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম একশ দিন হবে অসাধারণ প্রথম একশ দিন।''

ট্রাম্প জানিয়েছেন, বাইডেনের আমলে নেয়া অনেক সিদ্ধান্ত তিনি বদলে দেবেন।

ট্রাম্প বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন।

২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়।

ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর মেয়েদের খেলাধুলো আর পুরুষরা নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি ট্রান্সজেন্ডারদের খেলাধুলোর জগতে অনেক বেশি সুযোগ করে দেবেন বলেও জানিয়েছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ