1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রোটিনের চাহিদা পূরণে পোকামাকড়

২৪ জুন ২০২০

বিশ্বের জনসংখ্যা বাড়ছে৷ মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে খাদ্য উৎপাদনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে৷ এই সংকট মেটাতে প্রোটিনে ভরপুর পোকামাকড় খাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

ছবি: Getty Images/AFP/L. Suwanrumpha

এটাই কি ভবিষ্যতের খাদ্য হতে চলেছে? হয়তো বা তাই৷ ২০১৮ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পোকামাকড় থেকে খাদ্য তৈরির অনুমতি দেওয়া হয়েছে৷ এর মধ্যে কয়েকটি বড় সুপারমার্কেট কোম্পানি নানা পণ্য বিক্রি করছে৷

সেগুলি হয় মিল ওয়ার্ম অথবা গোটা কীট দিয়ে তৈরি৷ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ আসলে কিন্তু সব পোকাই খাওয়া যেতে পারে৷ বিশেষ করে এশিয়ার কিছু দেশে আদিকাল থেকেই রান্নায় পোকামাকড়ের ব্যবহারের চল রয়েছে৷ এমনকি কয়েকটি পদের বিশেষ কদর করা হয়৷ বলা বাহুল্য, ইউরোপে অবশ্য বিষয়টি মোটেই অতটা সহজ নয়৷ সেখানে খাবারের জন্য নির্দিষ্ট পোকামাকড় পালন করতে হলে কড়া বিধিনিয়ম মেনে চলতে হয়৷ বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি৷

পঙ্গপাল, ঝিঁঝিপোকার পাশাপাশি মিলওয়ার্ম ও বাফেলো ওয়ার্মও পালন করা হয়৷ বিশেষ এক ধরনের গুঁড়ো এই সব পোকামাকড়ের খোরাক৷ মাত্র দুই সপ্তাহের মধ্যেই পোকা খাবার উপযুক্ত হয়ে ওঠে৷ তার পরের চার সপ্তাহ ধরে বিশেষ ডায়েট খাইয়ে পোকার পাকস্থলি পরিষ্কার করা হয়৷ কারণ পেটের মধ্যেই বেশি ব্যাকটিরিয়া থাকে৷ অবশেষে পোকার শরীর ভালো করে ধুইয়ে আচমকা জমিয়ে ফেলা হয়৷ বাজারে আনার আগে স্বাস্থ্যবিধি অনুযায়ী শেষ পদক্ষেপ হলো কমপক্ষে ৮৫ ডিগ্রি সেলসিয়াস উত্তাপে পোকাগুলি গরম করা৷   

প্রশ্ন হলো, আদৌ পোকামাকড় খাওয়ার প্রয়োজন কী? গোটা বিশ্বে দ্রুত বেড়ে চলা জনসংখ্যার চাপে জাতিসংঘ ও একাধিক বিশেষজ্ঞ বহুকাল ধরে ভবিষ্যতের খাদ্য হিসেবে পোকামাকড় ব্যবহারের ডাক দিয়ে চলেছেন৷ একমাত্র এভাবেই মানুষের প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব৷ খাদ্য বিশেষজ্ঞ হিসেবে আন্দ্রেয়া ফাডানি মনে করেন, ‘‘পোকামাকড় প্রোটিনে ভরপুর৷ ফ্যাটও কম নেই৷ আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে রুটির পাশাপাশি এ সবও দারুণ খাদ্য হয়ে উঠতে পারে৷''

টেকসই উৎপাদন প্রক্রিয়াও পোকামাকড়ের আরেকটি সুবিধা৷ পোকা দ্রুত বেড়ে ওঠে৷ খুব কম খোরাকের প্রয়োজন হয়৷ পোকা পালন করতে কম জ্বালানী প্রয়োজন হয়৷ এক কিলো গরুর মাংসের জন্য প্রায় ১৫,০০০ লিটার পানি প্রয়োজন৷ এক কিলো পোকামাকড়ের ক্ষেত্রে মাত্র চার হাজার লিটার পানি লাগে৷ গরু পালন করতে হলে দিনে প্রায় ৮ কিলো খোরাক লাগে, পোকার ক্ষেত্রে মাত্র দুই কিলো৷

পোকামাকড় দিয়ে কী কী খাদ্যপণ্য তৈরি হয়? কিছু দোকানের পণ্য সত্যি বিস্ময়কর রকম বৈচিত্র্যে ভরা৷ নুডলস, বার্গার, ম্যুসলি, এনার্জি বার থেকে শুরু করে পোকামাকড়ের চিপস পর্যন্ত বিক্রি হচ্ছে৷ এমন সব খাদ্যপণ্যের স্বাদ কেমন? কেউ কেউ বলেন, খেতে খারাপ নয়৷ না জানলে মনে হতো ফুল গ্রেন-যুক্ত কোনো খাবার খাচ্ছি৷

একটি বার্গার রেস্তোরাঁয় মাংসের বদলে পোকামাকড়ের বার্গারও পাওয়া যাচ্ছে৷ এই পদের পোশাকি নাম ‘পরশু'৷ বাকি বার্গারের তুলনায় এটির দাম কিছুটা বেশি হলেও গ্রাহকদের আগ্রহ কিন্তু কম নয়৷ অনেকে মনে করেন, ভিন্ন স্বাদ গ্রহণ করা যেতেই পারে৷ তাছাড়া অনেক দেশেই এসব খাওয়া হয়৷ বিষয়টি শুধু মনের ব্যাপার৷

অর্থাৎ সাহস করে কামড় বসানোর জন্য শুধু একটু সাহসের প্রয়োজন৷ বাকিটা রুচির বিষয়৷

বেটিনা ফিগার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ