প্রয়াত হলেন সুচিত্রা মিত্র
৩ জানুয়ারি ২০১১সুচিত্রা মিত্রের জন্ম ১৯২৪ সালের ১৯শে সেপ্টেম্বর৷ ছোটবেলা থেকেই তিনি ছিলেন রবীন্দ্র সংগীতের অনুরাগী৷ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আর সংগীতের প্রতি ভালবাসা আর তীব্র টানে তিনি পুরোপুরি নিজেকে উৎসর্গ করেন৷ তবে তাঁর রবীন্দ্র সংগীত গাওয়ার শৈলী ছিল সম্পূর্ণ স্বতন্ত্র, নিজস্ব৷
১৯৪১ সালে বৃত্তি পান শান্তি নিকেতনের সংগীত ভবন থেকে৷ ১৯৪৫ সালে ডিপ্লোমা লাভ করেন রবীন্দ্র সংগীতে৷ বেশ কিছু সিনেমাতে প্লে ব্যাক সিঙ্গার হিসেবেও গান গেয়েছেন৷
বার বার সম্মানিত হয়েছেন সুচিত্রা মিত্র৷ ১৯৭৩ সালে ভারত সরকারের পদ্মশ্রী, ১৯৮৬ সালে সংগীত নাটক এ্যাকাডেমি এ্যাওয়ার্ড; এছাড়া এইচএমভি গোল্ডেন ডিস্ক এ্যাওয়ার্ড, বিশ্বভারতী থেকে দেশিকোত্তমা পুরস্কার এবং পশ্চিম বঙ্গ সরকারের কাছ থেকে আলাউদ্দিন পুরস্কার৷
সুচিত্রা মিত্র চলে গেলেন আজ ৩রা জানুয়ারি৷ তবে তাঁর গান এবং সুরের মধ্যে দিয়ে আমরা তাঁকে মনে রাখবো৷ সুচিত্রা মিত্রের প্রতি রইল আমাদের বিনীত শ্রদ্ধা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ